নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঠপেনসিল

প্রতীক্ষা... একটি নতুন পৃথিবীর। যেখানে রক্ষিত মানবতা, জয়ধ্বনি মনুষ্যত্বের।

কাঠপেনসিল

একটু বোকা স্বভাবের গৃহপালিত জীব।ভালবাসিঃ বৈচিত্রময় জীবন ও প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিতে, কবিতা লিখতে, ঘুরে বেড়াতে, সকলের সাহায্যে দুহাত বাড়িয়ে দিতে।প্রিয় সময়ঃ গোধুলি এবং মাঝরাত। প্রিয় ঋতুঃ শরৎ।প্রিয় রঙঃ সাদা-কালো।প্রিয় খেলাঃ ক্রিকেট।প্রিয় দলঃ বাংলাদেশ ক্রিকেট দল।প্রিয় স্থানঃ নিঃশব্দ ও নির্জনে ছায়া ঘেরা কোন অপরূপ প্রকৃতি। প্রিয় খেলনাঃ কাগজের নৌকা।ভীষণ ভাললাগা একটি বিশেষ মুহুর্তঃ চন্দ্রালোকিত কোন গভীর রাত্রে বাড়ির আঙিনায় জমে থাকা বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো। কল্পনার কাঠপেনসিলে আঁকা মানবীঃ পরী।প্রতীক্ষায় থাকিঃ একটি নতুন পৃথিবীর। যেখানে রক্ষিত মানবতা, জয়ধ্বনি মনুষ্যত্বের।আক্ষেপঃ দেশমাতার মুক্তির লক্ষ্যে যুদ্ধ করতে পারিনি।

কাঠপেনসিল › বিস্তারিত পোস্টঃ

দেখা হবে একদিন. . .

১৭ ই মে, ২০১৪ সকাল ৯:৪৯

দেখা হবে একদিন. . .

হয়ত কোন শান্ত দিঘির পাড়ে,

বয়সী বটের ছায়াতলে।

অথবা কোন নিঝুম অরন্যে।



দেখা হবে. . .

আবীর রাঙা কোন প্রভাতে,

ক্লান্ত দুপুরে,

ধুসর গোধুলীতে,

অথবা ক্ষীন চন্দ্রালোকে।



অপেক্ষা. . .

অধীর অপেক্ষা. . .

কাঙ্ক্ষিত সে সুদিনের।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ দুপুর ১২:২৫

হাসান বিন নজরুল বলেছেন: অপেক্ষার প্রহর তবুও কাটেনা :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.