নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঠপেনসিল

প্রতীক্ষা... একটি নতুন পৃথিবীর। যেখানে রক্ষিত মানবতা, জয়ধ্বনি মনুষ্যত্বের।

কাঠপেনসিল

একটু বোকা স্বভাবের গৃহপালিত জীব।ভালবাসিঃ বৈচিত্রময় জীবন ও প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিতে, কবিতা লিখতে, ঘুরে বেড়াতে, সকলের সাহায্যে দুহাত বাড়িয়ে দিতে।প্রিয় সময়ঃ গোধুলি এবং মাঝরাত। প্রিয় ঋতুঃ শরৎ।প্রিয় রঙঃ সাদা-কালো।প্রিয় খেলাঃ ক্রিকেট।প্রিয় দলঃ বাংলাদেশ ক্রিকেট দল।প্রিয় স্থানঃ নিঃশব্দ ও নির্জনে ছায়া ঘেরা কোন অপরূপ প্রকৃতি। প্রিয় খেলনাঃ কাগজের নৌকা।ভীষণ ভাললাগা একটি বিশেষ মুহুর্তঃ চন্দ্রালোকিত কোন গভীর রাত্রে বাড়ির আঙিনায় জমে থাকা বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো। কল্পনার কাঠপেনসিলে আঁকা মানবীঃ পরী।প্রতীক্ষায় থাকিঃ একটি নতুন পৃথিবীর। যেখানে রক্ষিত মানবতা, জয়ধ্বনি মনুষ্যত্বের।আক্ষেপঃ দেশমাতার মুক্তির লক্ষ্যে যুদ্ধ করতে পারিনি।

কাঠপেনসিল › বিস্তারিত পোস্টঃ

বোকা মানুষদের গণ্যমান্য রাজনিতিবিদগন.....

১৭ ই মে, ২০১৪ বিকাল ৩:০৫

বোকা মানুষদের গণ্যমান্য রাজনিতিবিদগন,

আপনাদের যথাযোগ্য সম্মান দিতে আমি প্রস্তুত নই।

আপনারা সকলের সম্মানের পাত্র।

জনস্রোতে হেঁটে গেলে হাজারো সালাম বর্ষিত হয় আপনার উপর।

করতালি শুনে গর্বিত হন আপনি।

ওরাই তো আপনার প্রধান হাতিয়ার।

আন্তরিক ভাবে দুক্ষিত, আপনার হাতিয়ার হতে মোটেও প্রস্তুত নই আমি।

আপনারা যাদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন, তারা হয়তো কোন একটি পরিবার এর ভরন পোষণের প্রধান হাতিয়ার।

যার উপরে নির্ভর করে তার গর্ভধারিণী মা, জন্মদাতা পিতা, তার স্ত্রী, পুত্র, কন্যা।

একটি পরিবারের প্রধান হাতিয়ার কে কেরে নিয়ে নিজের কাজে ব্যবহার করতে একটুও লজ্জা হয় না আপনাদের।

আপনারা তাদের কে শুধু ব্যবহার করেই ক্ষান্ত হোন না, আপনাদের আত্মরক্ষার বলি ও হয় এইসব মানুষ।

তাদের পবিত্র জীবনের উপর দিয়ে নির্দিধায় হেঁটে যায় আপনাদের পশুত্ব, আপনাদের ঘৃণিত জীবন।

এর পর ও সামান্যতম লজ্জাটুকু স্থান পায় না আপনাদের মনে।

যাদের কাঁধে ভোর করে বসলেন ক্ষমতার উচ্চ আসনে, তারাই শিকার হয় আপনাদের দু:শাসনের। আপনাদের ইশারায় শুকনো পাতার মত ঝরে পড়ছে হাজার জীবন। সেই সাথে ঝরে যাচ্ছে হাজার পরিবার, হাজার স্বপ্ন।

বন্ধ করুন এই সব প্রতিহিংসা, ঘৃণিত রাজনীতি। চলুন সত্যের পথে, ন্যায়ের পথে। প্রয়োজন হবেনা আমাদের কাঁধে ভর করে উপরে উঠতে। আমরাই পৌঁছে দেবো আপনার কাঙ্ক্ষিত আসনে। পাবেন সম্মান, পাবেন শ্রদ্ধা........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.