| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঠপেনসিল
একটু বোকা স্বভাবের গৃহপালিত জীব।ভালবাসিঃ বৈচিত্রময় জীবন ও প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিতে, কবিতা লিখতে, ঘুরে বেড়াতে, সকলের সাহায্যে দুহাত বাড়িয়ে দিতে।প্রিয় সময়ঃ গোধুলি এবং মাঝরাত। প্রিয় ঋতুঃ শরৎ।প্রিয় রঙঃ সাদা-কালো।প্রিয় খেলাঃ ক্রিকেট।প্রিয় দলঃ বাংলাদেশ ক্রিকেট দল।প্রিয় স্থানঃ নিঃশব্দ ও নির্জনে ছায়া ঘেরা কোন অপরূপ প্রকৃতি। প্রিয় খেলনাঃ কাগজের নৌকা।ভীষণ ভাললাগা একটি বিশেষ মুহুর্তঃ চন্দ্রালোকিত কোন গভীর রাত্রে বাড়ির আঙিনায় জমে থাকা বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো। কল্পনার কাঠপেনসিলে আঁকা মানবীঃ পরী।প্রতীক্ষায় থাকিঃ একটি নতুন পৃথিবীর। যেখানে রক্ষিত মানবতা, জয়ধ্বনি মনুষ্যত্বের।আক্ষেপঃ দেশমাতার মুক্তির লক্ষ্যে যুদ্ধ করতে পারিনি।
শুভ্রতা...
আজ তো ছুটির দিন!
শ্রাবণধারা শুরু হয়েছে সেই মাঝরাত থেকে।
বর্ষা-ভেজা বকুল হাতে তুমি আসবে বলে,
পথ চেয়ে আছি।
প্রহর যেন কাটতেই চায় না।
ভোর হতে যে এখনো ঢের বাকি।
আসলে, অপেক্ষার তাড়না সে বোঝেনা।
হয়তো সে জানেই না,
প্রিয়জন সান্নিধ্যে থাকার অদৃশ্য অনুভূতি।
আর আমার সাদাকালো চোখজোড়াও,
বেহায়ার মত চেয়ে থাকে,
অপেক্ষার জানালা খুলে।
দৃষ্টি ফেলার নিয়মটি যেন,
ভুলে গেছে একেবারেই।
তুমি এসো...
আবীর রাঙা প্রভায় নিজেকে রাঙিয়ে।
বরণ করে নেবো।
নতুন একটি দিনের শুরু হবে এখানেই।
আমার ছোট্ট কুটিরে।
©somewhere in net ltd.