| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাঠপেনসিল
একটু বোকা স্বভাবের গৃহপালিত জীব।ভালবাসিঃ বৈচিত্রময় জীবন ও প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিতে, কবিতা লিখতে, ঘুরে বেড়াতে, সকলের সাহায্যে দুহাত বাড়িয়ে দিতে।প্রিয় সময়ঃ গোধুলি এবং মাঝরাত। প্রিয় ঋতুঃ শরৎ।প্রিয় রঙঃ সাদা-কালো।প্রিয় খেলাঃ ক্রিকেট।প্রিয় দলঃ বাংলাদেশ ক্রিকেট দল।প্রিয় স্থানঃ নিঃশব্দ ও নির্জনে ছায়া ঘেরা কোন অপরূপ প্রকৃতি। প্রিয় খেলনাঃ কাগজের নৌকা।ভীষণ ভাললাগা একটি বিশেষ মুহুর্তঃ চন্দ্রালোকিত কোন গভীর রাত্রে বাড়ির আঙিনায় জমে থাকা বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো। কল্পনার কাঠপেনসিলে আঁকা মানবীঃ পরী।প্রতীক্ষায় থাকিঃ একটি নতুন পৃথিবীর। যেখানে রক্ষিত মানবতা, জয়ধ্বনি মনুষ্যত্বের।আক্ষেপঃ দেশমাতার মুক্তির লক্ষ্যে যুদ্ধ করতে পারিনি।
ঘন কুয়াশা...
উত্তরী হাওয়া যেন ধেয়ে আনে এক নির্মম শিতলতা।
হয়তো একটু উষ্ণতার জন্যই আমারো ইচ্ছে জাগে,
নতুন অনুভূতিতে তোমায় পাওয়ার।
মিতুদের সেই ভাঙা কয়েকটি দেয়াল।
স্যাঁতসেঁতে আর শেওলা জমা তাতে।
শিমের লতাগুলো তখনও গারো সবুজ।
আঁধার কালোয় তোমার লুকানো আহবান।
আমার উম্মত্ত ছুটে আসা।
ফিরে এসে দেখি,
বদলে যাওয়া সে এক ভিনজাগতিক চাহনি।
যা সহজেই দেখা যায়না অন্য কোন সময়ে।
দুহাত বাড়িয়ে আমায় ডেকে নেয়া তোমার বক্ষ মাঝে।
ক্ষাণিক পরেই দুজন থেকে একজন।
মাথার ওপাশে গজায় যেন,
নতুন দুটি মেয়েলী শীতল চোখ।
তীব্র শিতলতার মাঝেও আমার ঘাড়ে তখন এক গরম নিশ্বাস।
পাল্টে যাওয়া আমারো।
সকল প্রকার নিয়ম পদদলিত করা এক নিমেষেই।
কিছুকাল পরে আবার অনুভুতির বদল।
পৃথিবী ভুলে যাওয়ার ক্ষণে অনুভূত হওয়া,
অসঙ্গায়িত এক স্বর্গীয় অনুভুতি।
অতঃপর, তোমার পুনরায় ফিরে আসা,
সেই পুরনো অবয়বে।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:২৭
কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা ।++