নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাঠপেনসিল

প্রতীক্ষা... একটি নতুন পৃথিবীর। যেখানে রক্ষিত মানবতা, জয়ধ্বনি মনুষ্যত্বের।

কাঠপেনসিল

একটু বোকা স্বভাবের গৃহপালিত জীব।ভালবাসিঃ বৈচিত্রময় জীবন ও প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে নিতে, কবিতা লিখতে, ঘুরে বেড়াতে, সকলের সাহায্যে দুহাত বাড়িয়ে দিতে।প্রিয় সময়ঃ গোধুলি এবং মাঝরাত। প্রিয় ঋতুঃ শরৎ।প্রিয় রঙঃ সাদা-কালো।প্রিয় খেলাঃ ক্রিকেট।প্রিয় দলঃ বাংলাদেশ ক্রিকেট দল।প্রিয় স্থানঃ নিঃশব্দ ও নির্জনে ছায়া ঘেরা কোন অপরূপ প্রকৃতি। প্রিয় খেলনাঃ কাগজের নৌকা।ভীষণ ভাললাগা একটি বিশেষ মুহুর্তঃ চন্দ্রালোকিত কোন গভীর রাত্রে বাড়ির আঙিনায় জমে থাকা বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো। কল্পনার কাঠপেনসিলে আঁকা মানবীঃ পরী।প্রতীক্ষায় থাকিঃ একটি নতুন পৃথিবীর। যেখানে রক্ষিত মানবতা, জয়ধ্বনি মনুষ্যত্বের।আক্ষেপঃ দেশমাতার মুক্তির লক্ষ্যে যুদ্ধ করতে পারিনি।

কাঠপেনসিল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসি তোমায় মা

১০ ই মে, ২০১৫ বিকাল ৫:১১

একমাত্র ছেলে হয়ে তার কোলে জন্মেছিলাম তেইশ বছর পূর্বে।
আজ মা দিবস।
পুরনো কিছু কথা মনে পড়ে গেল হঠাৎ করেই।
মায়ের ভালবাসা কাকে বলে তখন আমি বুঝতাম না।
আমার মা বেশিদূর পড়ালেখা করেননি।
তবে তিনি পড়ালেখার মর্মটা খুব ভালভাবেই বুঝতেন।
যতো কষ্টই হোক না কেন, তিনি সব রকমের চেষ্টা চালিয়ে যেতেন আমাকে পরিপূর্ণরূপে শিক্ষিত করার জন্য।
তার সীমাহীন আদর মমতায় বেড়ে উঠে তখন আমি তখন ক্লাস থ্রি-তে।
সন্ধ্যা হলেই মা আমার হাতে ভাতের বাটি তুলে দিয়ে পাঠিয়ে দিতেন শিক্ষকের বাড়ি।
আমাকে পাঠানোর পরপরই মা বাড়ির ভিতরে চলে যেতেন। কারন, মাকে ছেড়ে আমি অন্য কোথাও যেতে চাইতাম না।
বড় হয়ে দাদির কাছে জানতে পারি, যখন আমি একটু দূরে যেতাম, মা রাস্তার পাশে এসে দাড়াতেন এবং চেয়ে থাকতেন ততক্ষন, যতক্ষন আমাকে দেখা যেত।
এখন আমি অনেক বড়।
জননী মমতাময়ী, গ্রামীন জনপদ আর প্রিয় সব মানুষদের থেকে অনেক দূরে এসে দিনযাপন এখন আমি করছি ইট পাথরে গড়া শহুরে রঙিন পরিবেশে।
এখানে প্রাণী আছে, প্রান নেই।
প্রাণের অস্তিত্ব মিশে আছে বুঝি মায়ের কাছেই।
প্রতিদিনই মায়ের পাশে থাকার অভাবটা অনুভব করি।
বহুদিন পরে তার কাছে ফিরে গেলেই বুঝতে পারি, তার সেই চোখ জোড়া এখনো সেই আগের মতোই আছে।
আজকের এমন দিনে মাকে খুব মিস করছি।
অনেক ভালোবাসি তোমায় মা।
প্রতিনিয়ত তোমার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় অবনত হই মানুষ হবার প্রত্যেকটি পদক্ষেপে, যেখানে তোমার আদরমাখা শীতল পরশগুলো মিশে আছে ছায়ার চাদর হয়ে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:


ভালো

২| ১০ ই মে, ২০১৫ বিকাল ৫:৫৬

ঢাকাবাসী বলেছেন: কথাগুলো সত্যি আর আন্তরিক হলে ভাল্

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.