নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

mY silEnCe iz mY StRenGth...! :)

গ্রাম বাংলার কুসংস্কার , কিংবা শহুরে অহংকার, নিভে যাক, পরে থাক... বাংলার ঘরে ঘরে জলুক বিজয়ের অগ্নিশিখ!

বর্ন টু মেইক ইউ হেপি

**fOr soMe, I aM SaLvaTion. fOr tHe othErs.... thEir deStruCtion!!

বর্ন টু মেইক ইউ হেপি › বিস্তারিত পোস্টঃ

;) :( :(( =p~ **অসমাপ্ত ভালবাসা** X( X(( :D

২০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৩০

কোন কালো প্রহরে হয়েছিল পরিচয়,

মনে পরছে না। ঃ(

কোন ভাষায় কথা হয়েছিল তা ও ভূলে গেছি।

কয়েক মুহূর্তে তাকে খুব কাছের কেউ মনে হচ্ছিল।

মনে হচ্ছিল অনন্তকালের জীবন সংগি।

দুই দেহ এক আত্বা।

ভাল লাগা আর বিশাদের অনুভূতি সব মিলে মিশে একাকার হয়ে গেল।

আমার ভেতরকার আরেকটা আমি জীবনের অভিযোগ গুলোকে বাতাসে ভাসিয়ে প্রণয় অভিসারে মগ্ন!



অনেক বার অনুরোধের পর সেল ফোন নাম্বা্র পেলাম।

বিশ্বাস হচ্ছিলনা নিজের অস্ত্বিত্ত্ব কে,

মনে হচ্ছিল কোন ছেলে হয়ত আমাকে বোকা বানাচ্ছে।

রাত ২টার পর কল করলাম,

এত রাতে কল টা সে ই রিসিভ করবে নাম্বার টা যার,

হোক ছেলে অথবা মেয়ে!

ওপাশ থেকে ঘুম ভাংগা গম্ভির মেয়েলি কন্ঠ যতটা স্বস্তি দিল আমাকে, তার চেয়ে বেশি কাপুনি ধরিয়ে দিল আমার বুকে।

মনে জমানো হাজারো না-বলা কথা বুক ফেটে বের হয়ে যেতে চায়, তবু মুখ দিয়ে শব্দ বের হয়না।

জিজ্ঞেস করলা্ম কেমন আছ?

জানতে চাইল আমি কে?

বললাম,আমি শুভ।

চুপ করে রইল কিচুক্ষন

আমিও বাকরুদ্ধ।



চুপ করে থাকার মাঝে যে এক প্রকার স্বর্গিয় সুখ খেলা করে তা হারে হারে টের পেলাম। 

মোবাইলে ব্যালেন্স নাই।

তাই লাইন কাটা্র আগেই আমি লাইন কেটে মোবাইল বন্ধ করে দিলাম।

সে কল ব্যাক করলে ভাববে মোবাইলে চার্জ নেই তাই বন্ধ হয়ে গেছে।

ব্যালেন্স না থাকাটা আবার আমাদের সমাজে অভদ্রতা।

কিন্তু আমি তো অভদ্র নয়,

কেউ নিজেকে অভদ্র প্রমাণ করতে চায়না।

নিজেকে ভদ্র সাজাতে একটা মিথ্যার সাথে হাত মিলালে কিছু যায় আসেনা।



এর পর নিয়মিত কথা হত।

প্রতিদিন চ্যাটিং হত,

ফোনে কথা হত প্রতি মুহূর্তে,

কত রাত যে ভো্র হয়েছে কথা বলে তার কথা না ই বা বলি।

আমার সাথে কথা না হলে তার ঘুম হতনা,

আবার, আমার সাথে কথা বলার জন্য সে ঘুমাতে চাইত না!

যাকে বলা যায় মধুর সমস্যা।

এভাবেই চলছিল কিছু দি্ন।

তখনও আমরা শুধুই ফ্রেন্ড!

একদিন সে জানতে চাইল আমি তাকে ভালবাসি কিনা?

আমি এমন প্রশ্নে অভ্যস্ত নয়।

তাই কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম,



আমি নিজেও জানিনা তো্মাকে ভালবাসি কিনা,

শুধু এতটুকু জানি,

তোমাকে ছাড়া আমি অসহায়,

তোমাকে ভেবে ঘুমাতে যাই,

তোমাকে ভেবে আমি স্বপ্ন দেখি,

তোমাকে ভেবে ঘুম থেকে উঠি,

তোমাকে ভেবে আমার এগীয়ে চলা।



আমি তখন কিছুটা ইমোশনাল আর অনেকটা রোমান্টিক মুডে ছিলাম!

আমার সব রোমান্সে জল ঢেলে দিল সে।

আমাকে প্রশ্ন করল;

আমার বাবার বেতন কত? ;p



কিছুটা ভড়কে গেলাম।

পছন্দ করা বা ভালবাসার মধ্যে বাবার বেতনের সাথে কোন যোগ সূত্র থাকতে পারে,

কথাটা ভাবতেই কেমন জানি লাগল।

এই ধরনের প্রশ্ন আমার মত আর দশ জনের কাছে নিচু মানষিকতার পরিচয় হলেও তার কাছে হয়ত এটা আমাকে ভাল করে জানার একটা আধুনিক পদ্ধতি!

আমার বাবার সীমিত আয় দিয়ে আমাদের দিন কাটে সীমাহিন আনন্দে!

হয়ত বিলাসিতায় গা ভাসাতে পারিনা,

তবে আমরাও আধুনিক।

আর, বিলাসিতা যদি আধুনিকতা হয়, তবে আমরা আধুনিক হতে চাই নাহ!



যাই হোক, তাকে জাস্ট বললাম, আমি জানি না,

আব্বু কে কখনো জিজ্ঞেস করিনি।

(এবং এটা ই সত্য)

সে আমার উত্তরে খুব একটা খুশি হতে পারলনা।

জানিনা কেন।



সেইদিন আর বেশি কথা হয়নি।



এই দিকে আমি প্রতিটা মূহুর্তে তাকে ভেবে প্রায় দিশেহারা অবস্থা!

তার কথা ছাড়া আর কিছুই যেন ভাবতে পাড়িনা।



রা্ত প্রায় ১ টা,

তার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে,

কিন্তু সে যদি ঘুমে থাকে তবে তো আমার কল এ তার ঘুম নষ্ট হয়ে যাবে।

এমন অনেক কিছু ভেবে তাকে কল দিলাম।

ওয়েটিং!

মাথায় কিছু কাজ করছিলনা।

এত রাতে একটা মেয়ে কার সাথে কথা বলছে?

সে না বলল সে সিংগেল?

তাহলে?

সে কি আমাকে বোকা বানালো?

অপমানে আমার গা ঠান্ডা হয়ে গেল।

অনুভুতি গুলো লজ্যাবতি গাছের মত নূয়ে পরল।

কখন যে সে ফোন টা ধরল বুঝলাম না,

;কি বেপার, কথা বলছনা কেন?

এতক্ষন তোমার ফোনের অপেক্ষায় ছিলাম।

তখনই আমার একটা ফ্রেন্ড কল দিল।

তুমি কল দাও নি বলে তার সাথে কথা বলছিলাম।

কি হল? চুপ করে আছ কেন?

আমিঃ আমার হারিয়ে যাওয়া অনুভুতি গুলো ফিরে আসার পথ হারিয়ে

ফেলেছে!



ঃ কেন? কি হল আবার?

আমিঃ না তেমন কিছুনা। বাদ দাও।

কেমন আছ তুমি?

ঃ যাকে ভেবে সারাটা দিন কাটল, যার কল এর আশায় এত রাত জেগে আছি,

দিন শেষে যদি দেখি সেই মানুষটার মন খারাপ,

তবে কি আর ভাল থাকা যায়?



এমন অসহায় আর্তনাদ শুনে আমার মনের সব অভিযোগ ভালবাসায় রুপ নিল! আর ঘুমন্ত ভালবাসার সমুদ্রটা জেগে উঠল এক ভয়ংকর রুপে!











****This story is brought2u by

imShuvo (aSimpleLegend)

http://www.twitter.com/im_tahsin

http://www.facebook.com/idoit4yous

[email protected]



WARNING!! WARNING!!

Do not copy/paste…otherwise I will report & block u!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.