নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

mY silEnCe iz mY StRenGth...! :)

গ্রাম বাংলার কুসংস্কার , কিংবা শহুরে অহংকার, নিভে যাক, পরে থাক... বাংলার ঘরে ঘরে জলুক বিজয়ের অগ্নিশিখ!

বর্ন টু মেইক ইউ হেপি

**fOr soMe, I aM SaLvaTion. fOr tHe othErs.... thEir deStruCtion!!

বর্ন টু মেইক ইউ হেপি › বিস্তারিত পোস্টঃ

ব্রনের সমস্যার সমাধান চাই। আপনার জানা থাকলে বলুন প্লিজ

২০ শে মে, ২০১৩ সকাল ৯:৫৪

আমার মুখে কিছু ব্রন উঠেছিল, আমি প্রতিদিন নিয়ম করে খুটতাম! ঃপি

এখন ফলাফল যা পেলাম,

মুখ ভর্তি গর্ত!

আগে লালছে দাগ ও ছিল।

এখন কোন দাগ নেই, গর্ত গুলো রয়ে গেছে।

মুখের গর্ত গুলো রিমুভ করার মত কোন ট্রিটমেন্ট কি বাংলাদেশে আছে?

(ল্যাজার ট্রিটমেন্ট ছাড়া)

প্লিজ, জানা থাকলে একটু সময় দিন আমাকে,

বিস্তারিত জানান।

ধন্যবাদ!

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:২২

যোগী বলেছেন:
আপনি কি পুরুষ না নারী?
মুখে গর্ত থাকলে সমস্যা কি, পানি খাওয়ার সময় কি ঐ গর্ত দিয়ে পানি বের হয়ে যায়?

২০ শে মে, ২০১৩ বিকাল ৫:২৪

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: খাইছে!
না বের হয়না,
তয়, বৃষ্টিতে ভিজলে পানি জমে যায়!
সেখানে আবার মশা মাছি জন্মানোর আশঙ্কা আছে কিনা... :পি

২| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:৩৪

মদন বলেছেন: আপনার বয়স কত? ছেলে নাকি মেয়ে?

আমার কলেজ লাইফে ব্রন ছিলো। গার্লিক(রসুন) ট্যাবলেট খেয়েছিলাম কিছুদিন। আর ব্রন হয়নি।

৩| ২০ শে মে, ২০১৩ সকাল ১০:৪৯

মুর্তজা হাসান খালিদ বলেছেন: চিকিৎসা একটাই: প্রচুর পরিমাণে পানি পান করুন। দৈনিক ৩-৪ লিটার, আর আশযুক্ত শাকসবজি খান প্রচুর। মুখের ভেতরটা পরিষ্কার রাখুন সব সময়। ঘুম থেকে ভোর বেলা উঠুন প্রতিদিন। রাতেও একটু আগেই শুয়ে পড়ুন অর্থাৎ দৈনিক অন্তত ৬ ঘন্টা ঘুমান। বাথরুম (পায়খানা) চাপলে কখনো আটকাবেন না, সেটা সময়েই সেরে ফেলুন।

এরপর দেখুন: আপনার আর কোনো চিকিৎসার প্রয়োজন হবেনা :)

৪| ২০ শে মে, ২০১৩ সকাল ১১:৫৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: গর্ত কখনো পুরোপুরি যায়না অপারেশন ছাড়া, তবে ওষুধ মেখে কিছুটা কমানো যায়। আমার চিকেন পক্স হবার পর মুখে একটা গর্ত হয়েছিলো, Mederma নামের একটা ক্রিম মেখেছিলাম, এখন কাছে থেকে খুব ভালো করে না দেখলে বোঝাই যায়না। এটা লাজ ফার্মায় পাবেন কলাবাগানে। তবে আপনার ব্রনের গর্ত যেহেতু পুরানো, এই ওষুধ মেখেও চোখে পড়ার মতো কাজ মনে হয় হবেনা।

২০ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৯

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: আমি থাকি চিটাগং!
লাজ ফার্মা কতদুর!
Mederma প্রাইস কত পরবে?

৫| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২০

সরদার হারুন বলেছেন: শাকারিরা সামুক কেটে চুরি বানায়।শামুক কাটা গুড়া পাউপারের মত মুখে মেখে ৫/৬ ঘন্টা পরে
প জলে ধুলে ৪০ দিনের মধ্যে ফল পাবেন

২০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: একবার লাগিয়ে ৫/৬ ঘন্টা পর ধুইতে হবে?
এত টাইম কই রে ভাই :(

৬| ২০ শে মে, ২০১৩ দুপুর ১২:২৭

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:

আমি লেজার এর কথা বলতেই মুলত এসেছিলাম কিন্তু যোগী ভাইয়ের কমেন্ট পড়ে হাসতে হাসতে চেয়ার থেকে অর্ধেক পড়ে গিয়েছি! সরি ভাই !! :!>


ছেলেদের জন্যে এটা কোন সমস্যাইতো না ! মেয়ে হলেও বুঝতাম ভাই! টেনশন এর কিছু নেই! :) ...

আমাদের স্কিন মুলত কিছুদিন পর পর তার মৃত কোষ ছেড়ে দ্যায় । এবং নতুন কোষ বের হয় যার ফলে ওই গর্তের জায়গাটা কিছুটা পূরণ হয় এই প্রক্রিয়ায় । তবে এই প্রক্রিয়া আরও দ্রুত করতে ফেসিয়াল স্ক্রাব ব্যাবহার করা যায়, যা আসলে সাহায্য করে মৃত কোষ তুলে ফেলতে । আর ২৫/২৮ বছর হওয়া পর্যন্ত ব্রন উঠা সহ্য করতেই হবে (যাদের স্কিন আমার মতো অয়লি :( ) আর এই গর্ত হওয়াটাও :((


উপরের সবাই যা যা বলেছেন তার সাথেও একমত !

:)

৭| ২০ শে মে, ২০১৩ দুপুর ২:১৬

রাজীব দে সরকার বলেছেন: ব্রণ বা অ্যাকনি রোগ নির্মূল সময় সাপেক্ষ ব্যাপার
তবে পরিষ্কার পরিচ্ছন্নতা একটি ফ্যাক্টর
অ্যালার্জি কিংবা ফাঙ্গাল ইনফেকশন এর ব্যাপারটাও মাথায় রাখতে হবে

১) মুখ সব সময় পরিষ্কার রাখবেন, দিনে ১০-১৫ বার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুতে হবে
২) ব্রণ বেশী হলে কোন প্রসাধণী ব্যবহার না করাই ভালো
৩) Differine 0.1% Gel রাতের বেলা ব্যবহার করবেন পুরো মুখে - ১ মাস
৪) Clinex 1% Lotion দিনে ৩ বার - ১৫ দিন
৫) Tab. Azithrocin (250 mg) ০ + ১ + ০ (একদিন পর পর) - ১ মাস
৬) Tab. Neoceptin-R (150mg) ১ + ১ + ১ (খাবার আগে) - ১০ দিন

মুখে সাবান ব্যবহার করবেন না
বেশী করে জল খাবেন
রাত জাগবেন না

২০ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৮

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: ৩/৪/৫/৬ কি যেকোন ফার্মেসি তে পাব?
দাম পরবে কেমন?
রাত জাগার ব্যাপার টি বোধয় এখন আর হবেনা :(
ধন্যবাদ :)

৮| ২০ শে মে, ২০১৩ বিকাল ৫:২৮

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: সবার মন্তব্যের জন্য ধন্যবাদ!
প্রায় একই উত্তর সব গুলো।
তবে আফছুস হলে ও সত্য যে আমার মুখের অবস্থা খুবি করুন!
উপরে দেওয়া কয়েকটা ওয়ে ট্রাই করা যেতে পারে, জানিনা কতটা ফল পাব.।
দেশের বাইরে কয়েকজন কে একটা ক্রিমের কথা বলছি।
যদি কাজ হয় জানবো আপনাদের!
সবাইকে আবারো ধইন্যা!

৯| ২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: Mederma একদম ২ ইঞ্চির ছোট্ট একটা টিউবের দাম পড়বে ৮০০ টাকা। লাজ ফার্মা ঢাকার শুক্রাবাদ মোড়ে।

২১ শে মে, ২০১৩ সকাল ১০:৩৪

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: ধন্যবাদ!
চিটাগং এ খুজে দেখব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.