নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

mY silEnCe iz mY StRenGth...! :)

গ্রাম বাংলার কুসংস্কার , কিংবা শহুরে অহংকার, নিভে যাক, পরে থাক... বাংলার ঘরে ঘরে জলুক বিজয়ের অগ্নিশিখ!

বর্ন টু মেইক ইউ হেপি

**fOr soMe, I aM SaLvaTion. fOr tHe othErs.... thEir deStruCtion!!

বর্ন টু মেইক ইউ হেপি › বিস্তারিত পোস্টঃ

দৈনন্দিন জীবনে "লাইক" এর ব্যাবহার - নিউ থিংকিং, নিউ পসিবিলিটিস! :p

২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:২৫





অফিস থেকে ফিরে পায়ের উপ্রে ঠ্যাং তুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে "রস+আলো" পড়ছি।

এই সংখ্যা টা আহামরি কিছু না হলে ও কিছু কিছু লেখা পড়ে নিজের অজান্তেই ঠোট গুলো দু-পাশে ছড়িয়ে যায়!

আর লেখার নিচে আমি লাইক অপশন টা খুজে বেড়ায়!

আচ্ছা,

কেমন হত যদি আমাদের দৈনন্দিন জীবনে এভাবে লাইকের প্রভাব পরত?

যেমন,

১. ক্লাস ক্যাপটেন নির্বাচন- ক্লাসের সব স্টুডেন্ট দের একটা করে ছবি আপ দেয়া হবে স্কুল/ কলেজের ফেবু পেইজে।

যার ছবিতে যত বেশি লাইক পরবে সে হবে ক্লাস ক্যাপট্যান! ( ছাত্রিদের কোন ছবি আপ দেয়া যাবেনা, তাতে লাইক বাটন টা গুম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে!)

২. টিভি রিমোটাধিকার-

যে যেই চ্যানেল দেখতে চায়, সেই চ্যানেলের নাম লিখে ফেইসবুকে স্ট্যাটাস দিবে।

যার স্ট্যাটাস এ বেশি লাইক পরবে সে ই রিমোট দখল পাবে।

( এই খেত্রে শর্ত হল লাইক বিনিময় কারিদের স্ট্যাটাস গন্য হবেনা!

দেখা গেল সে মনে মনে "ডিস্কভারি" চ্যানেল দেখার বাসনা করেছিল, কিন্তু ভুল করে "স্টার প্লাস" লিখে পোস্ট করে দিল, আর সাথে সাথেই (just now) ২০/৩০ টা লাইক! না! হবেনা, এভাবে খেলা যাবেনা!)

৩. পোশাক নির্বাচন -

এই পদ্বতি টি যদিও অনেকে ইতিমধ্যে

ট্রাই করেছেন।

তা হল, আমরা অনেক সময় শপিং এ গেলে মধুর সমস্যায় ভুগি, দোকানি অনেক গুলো সুন্দর পোশাক চোখের সামনে মেলে ধরেন।

এমন পরিস্থিতে আমরা ঠিক বুঝতে পারিনা কোনটা রেখে কোনটা নেব!

তাই চাইলে পছন্দের কয়েকটা পোশাক এর ছবি তুলে ফেবু তে আপ দিন, যেটি সব থেকে বেশি লাইক পাবে আপনি সেটি ই কিনবেন!

( তবে অভ্যন্তরীণ (হতে পারে ১৮+) কিছু কেনার পুর্বে যদি ছবি তুলে আপ দিতে চান তবে সেটার পরবর্তি দায়ভার কিন্তু শুভ'র উপর বর্তাবেনা! )

আজ এতটুকুই থাকুক!

বাকি গুলো অন্য কোন দিন রিভিল্ড করা যাবে.… ভাল থাকুন ততদিন! ;)



বিঃদ্রঃ লেখাটি সর্বপ্রথম আমার ফেইসবুক আইডি তে পোস্ট করেছিলাম গত ২০ এ জানুয়ারি।

দয়া করে কেউ কপি/পেস্ট করবেন না।

লেখাটি পড়ার জন্য ধন্যবাদ!

আল্লাহ্‌ হাফেজ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.