নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

mY silEnCe iz mY StRenGth...! :)

গ্রাম বাংলার কুসংস্কার , কিংবা শহুরে অহংকার, নিভে যাক, পরে থাক... বাংলার ঘরে ঘরে জলুক বিজয়ের অগ্নিশিখ!

বর্ন টু মেইক ইউ হেপি

**fOr soMe, I aM SaLvaTion. fOr tHe othErs.... thEir deStruCtion!!

বর্ন টু মেইক ইউ হেপি › বিস্তারিত পোস্টঃ

সাইকেল এখন সময়ের দাবিঃ ১৮ থেকে ২২ হাজার টাকার মধ্যে কোন সাইকেল নিতে পারি?

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

বাসা থেকে আমার অফিসের দুরুত্বটা এমন যে "হেটে গেলে গায়ে লাগে, আর রিকশায় গেলে গায়ে - পকেটে দুটোতেই লাগে!
এমন অবস্থায় একটি সাইকেল না হলে আর চলেনা।
যেহেতু সাইকেল, সাইক্লিং এ আমার কোন পুর্ব অভিজ্ঞতা নাই, (না দামে, না গুনে! )
তাই আমি অভিজ্ঞ, মোটামুটি অভিজ্ঞ কিংবা বিশেষজ্ঞ দের কাছে সাহায্য চাই।
দয়া করে আমাকে একটু আইডিয়া দিন, "১৮ থেকে ২২ হাজার" কিংবা ২৫ হাজার এর মধ্যে কোন ব্র্যান্ড/মডেল এর সাইকেল কিনতে পারি?

অগ্রিম ধন্যবাদ, আর শুভেচ্ছা রইল :)

হেপি এন্ড সেইফ পেডেলিং!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:১৪

জামান শেখ বলেছেন: পায়ে হেটে গেলে শরীর ভালো থাকবে। আর ১ লাখ টাকা + করে সাইকেলের আগে মোটর লাগান। দুটি বুদ্ধি দিলাম।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: পায়ে হেটে গেলে আমার শরীর ভাল থাকেনা। ক্লান্ত হয়ে যাই।
১ লাখ টাকা ও নাই আমার।
তাই আমি সাইকেল ই কিনব।

আপনার দুটো বুদ্ধি ই ফিরিয়ে দিলাম। :/

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৩

নগর সংগীত বলেছেন: Raleigh কোম্পানির ভালো সাইকেল পাবেন ১৫হাজারের মধ‍্যেই। গুলশানের "সাইকেললাইফ" দোকানে ভালো কালেকশন আছে, ওখান থেকেই এখন প্রচুর মানুষ সাইকেল কিনে। অফিসে যাওয়া আসার সাইকেলের জন‍্য ২০হাজার খরচের দরকার নাই, ওগুলা আরেকটু পাকা সাইক্লিস্টদের জন‍্য।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩০

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনার মুল্যবান সময় দিয়ে আমাকে আইডিয়া দেয়ার জন্য।

শুধু যে অফিসের জন্য তা একেবারেই ঠিক নয়। মাঝে মাঝে ধরেন সমুদ্র পাড়ে বেড়াতে যাওয়া তো আছেই।
সমুদ্র পাড়ের ছে্লে আমি (চট্রগ্রাম) , আর রাস্তাঘাটের যা অবস্থা, মাউন্টেইন বাইক ই লাগবে আমার।
রোড বাইক না।

আচ্ছা, ১৮০০০/২০০০০ দিয়ে তো মাউন্টেইন বাইক পাব, নাকি?

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

ভিটামিন সি বলেছেন: মিয়া ভাইয়ের যদি টাকা বেশি থাকে তাইল মোটর সাইকেল কিনেন। কষ্ট না করে আরামদায়ক জার্ণি করবেন। আর যদি কম থাকে তাহলে ফনিক্স কিনে নেন কম দামে, ভালো, শক্ত সাইকেল। শুধু শুধু ২০০০০ / ২৫০০০ খরচ করার কি দরকার। ৫০০০/৬০০০ টাকা দিয়ে কিনে বাকি টাকা দিয়ে গ্রামের বাড়ির পাশের কাউকে একটা বকনা বাছুর কিনে দেন। আপনারো অর্থনৈতিকভাবে লাভ হবে আর গরীবেরো একটা অবলম্বন হবে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:২৫

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: ভাই, আপনার সময় দেয়ার জন্য অবশ্যয় ধন্যবাদ পাবেন।
মোটর সাইকেল কিনতে চাইলে "মোটর সাইকেল কিনতে সাহায্য চাই" টাইপের পোস্ট দিতাম।

আপনি হলেন সি-ভিট (মানে শুধু মাত্র ভিটামিন সি), তাই আপনি বেক্সট্রাম গোল্ড (মানে এ টু জেড ভিটামিন) এর ব্যাপার টা নাও বুঝতে পারেন।
আপনার "উপদেশ" গ্রহন করতে পারলাম না।
ধন্যবাদ, ভাল থাকুন

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

নগর সংগীত বলেছেন: একজন সাইকেল কিনতে চাইল, তাতে কেও উপদেশ দেয় পায়ে হাটতে, কেও বলে মোটর সাইকেল কিনতে, কেও বলে গরু কিনতে। ব‍্যাপক বিনোদন! ভাই আপনার যেটা দরকার সেটা কিনেন, সামর্থ অনুযায়ী ভালো জিনিস কিনেন।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

বর্ন টু মেইক ইউ হেপি বলেছেন: হেহে! চুলকানি ইজ এভরিহোয়ার!

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৭

তাসজিদ বলেছেন: আমার মনে হয় আপনি bd cyclist র সাথে যোগাযোগ করতে পারেন। তারাই আপনাকে ভাল সাজেস্ট করে পারবে।

ওদের নিজস্ব দোকানও আছে মনেহয়।

লজ্জার বিষয় ঃ সাইকেল চালাতে পারি না। তাই খুব বেশি হেল্প করতে পারলাম না।

শুভেচ্ছা।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৩

নগর সংগীত বলেছেন: ভাল মাউন্টেন বাইকই পাওয়া যায় ১৫ এর মধ‍্যে। আপনার বাজেট বেশি হলে আরো ভালো পাবেন। ভালো সাইকেলের দোকানে আপনাকে বলতে পারবে কি ধরণের সাইকেল আপনার দরকার। রোড বাইক আসলেই দেশের বেশিভাগ যায়গায় চালানো মুশকিল। দামী সাইকেলগুলোতে ডিস্ক ব্রেক বলে একটা জিনিস থাকে, ওটার পারফরমেন্স ভাল হলেও নষ্ট হলে ঠিক করা মুশকিল।

৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০০

ভিটামিন সি বলেছেন: ভাইজান কি মন খারাপ কইরা ইংরেজিতে গালি দিলেন? গালি দিলে বাংলায় দেন, ইংরেজি বুঝি না। চেতেন কেলা? পেটে কি কৃমি আছে? সাহায্য চাইছেন, সেখানে সবাই আপনার মনমতো সাহায্য করবে এমনটা ভাবেন কেন? দু-একজন একটু ঘুরিয়ে পেচিয়ে উত্তর দিতেই পারে। আপনার সাইকেল কিনলেন না হেলিকপ্টার কিনলেন তাতে কি আমার কিছু আসে যায়? আপনার পোষ্ট ভালো লেগেছিলো তাই কমেন্ট করেছিলাম। ঠিকাছে, আমার দুইটা কমেন্টই মুছে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.