নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বর্ণমালা বৃষ্টি

বর্ণমালা বৃষ্টি › বিস্তারিত পোস্টঃ

থাইল্যান্ড ডাইরি ০২

১৬ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯

সকাল বেলা ঘুম ভাঙল ৭ টায়। ৮টায় আমাদের ফি ফি আয়ল্যান্ড এ নিয়ে যাওয়ার গাড়ি আসলো। আমরা কোন রকম রেডি হয়ে গাড়িতে বসলাম। এই ট্যুর প্যাকেজটি আমরা বাংলাদেশ থেকে করে গিয়েছিলাম। জনপ্রতি ২৬০০ বাথ। যাত্রা গাড়িতে আমাদের সংগী ছিল কিছু ভিন্ন দেশের লোক। আমাদের হোটেল থেকে ক্রুজ পর্যন্ত যেতে প্রায় ১ ঘন্টার মত লেগেছিলো। আমি অবশ্য এর মাঝেই সাজগোজ করে নিলাম। :D ক্রুজ ছাড়লো প্রায় সাড়ে ৯ টায়। আমাদের এই প্যাকেজটির অন্তর্গত ছিলো ফি ফি আইল্যান্ড এ যাওয়া, আসা, ফি ফি তে ১ রাত থাকার হোটেল এবং যাওয়ার সময় কিছু দ্বীপ এ ঘুড়িয়ে দেখানো। যদি ফি ফি তে কেউ রাতে থাকতে না চায় তবে আরো কমে প্যাকেজ পাওয়া যায়।
ফুকেট থেকে ফি ফি তে যেতে সময় লাগলো প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট। পুরো ভ্রমন টাই উপভোগ করার মত। অসাধারণ সুন্দর, চোখ সরাতে ইচ্ছে করবেনা। ফি ফি তে পৌঁছানোর পর সেখান থেকে যারা যারা স্নোরকেলিং ( পানির নিচে ডুব দিয়ে পানির নিচের জগত দেখা) করতে চাইলো তাদেরকে আরেকটি ছোট বোটে করে নিয়ে গেলো আবার। সেই দলে আমরাও ছিলাম। যদিও আমি সাতার পারি না, তবুও মিস করতে চাই নাই তাই স্নোরকেলিং মাস্ক পরে সাথে ১টি টিউব নিয়ে নেমে গেলাম। লাইফ জ্যাকেট পড়ানো হয় নামার আগে। অতিরিক্ত সুরক্ষার জন্য টিউব টা সাথে রাখলাম। :P তাছাড়া কয়েকজন পানিতে থাকে কনো সমস্যা যেন না হয়।
১ঘন্টা সময় দেয়া হয় স্নোরকেলিং এর জন্য, যার ৩০ মিনিট আমি নষ্ট করেছি ভয়ের চোটে। বাকি ৩০ মিনিট এঞ্জয় করেছি। অসম্ভব সুন্দর সেই ভিন্ন জায়গা টা। মুখে এসে মাছ লাগছে, হাত দিয়ে মাছ ধরতে পারছিলাম, নিচে কখনো সবুজ আবার নীল, সে যেন অদ্ভুত ১টা ভালোলাগা।
আমার ৩০ মিনিটের সাথে আমার জামাই এরো ৩০ মিনিট নষ্ট করলাম। :D
১২.৩০ এর দিকে ফি ফি ডন তে নামলাম এবং আমাদের কে দুপুরের খাবার দেয়া হল যা প্যাকেজ এর অন্তর্ভুক্ত । ক্রুজ নামার সময় হাতে ১টি টিকিট দেয়া হয়। আইল্যন্ড এর এন্ট্রি ফি ছিলো ৩০ বাথ। খাবারের বেপারে আগেই জিজ্ঞেস করা হয়েছিলো। তাই খাবার গুলো হালাল ছিলো। খেয়ে আমাদের কে নিয়ে যাওয়া হল হোটেল ক্যাসিতা তে। বলে রাখি ফি ফি তে কোন যানবাহন নেই। শুধু ব্যাগ নেয়ার জন্য ১ টা লোক আসে ঠেলাগাড়ি নিয়ে :P আর সবাইকে হেটে যেতে হয়। শরীর খুবই ক্লান্ত, হেটে যেতে ১০ মিনিট লাগলো। হোটেল টা আমার পছন্দ হয়েছে। খুব সুন্দর। রুমে যেয়ে সেখানকার সুইমিং পুল এ কিছুক্ষন মাস্তি করলাম।
যদিও প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কিন্তু ঘুমালাম না, রেডি হয়ে আবার বের হলাম দ্বীপ দেখতে। একটু হাটলাম, দেখলাম, পরের দিন কিভাবে ঘোরা যায় সে ব্যাপারে খোজ খবর নিলাম। আসার সময় থাই ম্যাসাজ নিলাম দুই জন এ। ১ ঘন্টার ম্যাসাজ ২৫০ বাথ করে। আরামে ঘুমায় পরসিলাম :D
সন্ধায় ফি ফি এর বীচ এর কাছে বিভিন্ন বার গুলার সামনে আগুন নিয়ে খেলা দেখায়। সেটা দেখার অপেক্ষায় গেলাম বীচ এ। বসে ছিলাম দুজন পাশাপাশি অনেক্ষন :D ঢেউ আসে আর যায় সাথে মৃদু মিউজিক বেজেই চলেছে। রাত ৭ টার দিকে শুরু হলো কাঙ্কক্ষীত বীচ পার্টি। কান ফাটানো মিউজিক আর সাথে ফায়ার প্লে। বিভিন্ন দেশের মানুষ, গানের তালে মনে হল পাগল হয়ে গেলো সব। আর আগুন দিয়ে যত রকম এর খেলা আছে সব ই দেখালো। চমৎকার ১ টা সময় পার করলাম।
রাত ১২ টা পর্যন্ত পার্টি করলাম, নাচলাম, মজা করলাম, তারপর ফেরার পালা। কিন্তু পরদিন ঘুরতে যাওয়ার জন্য লং টেইল বোট ভাড়া করার কথা, কিন্তু সব ট্যুর শপ ততক্ষনে বন্ধ হয়ে গিয়েছে। খুজতে খুজতে ভাগ্যক্রমে ১টা খোলা পেলাম। যা থেকে ৪০০ বাথ করে টিকিট কাটলাম। যদিও এখানে আমাদের কে ২০০ বাথ বেশি দিতে হয়েছিলো। কারন আর কোন অপশন ছিলো না।
রাতে হোটেল এ ফিরলাম। তারপর ঘুম। সারা দিন এর ক্লান্তির অবশান।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০০

জুন বলেছেন: ফি ফি আমারও খুব ভালোলেগেছিল । জেমস বন্ড আইল্যান্ডে যান নি ? ওটাও আমার কাছে আরো বেশী আকর্ষনীয় লেগেছিল ।
আপনার লেখায় আবারো ঘুরে এলাম সেই নীল আন্দামান সমুদ্রে ঘেরা স্বপ্নের ফি ফিতে ।
+

২| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০২

রানার ব্লগ বলেছেন: আপনার সাথে সাথে আমিও ঘুরে এলাম, আশা করি পরের ভ্রমনেও সাথে নিবেন।

৩| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:১৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভ্রমণ টা জুরে মুগ্ধতা ছিল। আপনার চোখে দেখা সব শিয়ার করার জন্য ধন্যবাদ।

৪| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৩৯

শাহিন-৯৯ বলেছেন: খুবই ভাল লাগল, আপনার সাথে আমিও ঘুরলাম ফি ফি আয়ল্যান্ড

৫| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৩৩

ধ্রুবক আলো বলেছেন: ফি ফি আয়ল্যান্ড
ছবি দেখে চোখ ফেরানো কঠিন, সামনে থেকে দেখলে ফিরে আসতে আর ইচ্ছে জাগবেনা

৬| ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৩৪

অতঃপর হৃদয় বলেছেন: আমিও একদিন আবো...!!! আশা আছে। আপনাদের পোস্ট দেখে লোভ হয় খুব...!!!

৭| ১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:১৫

আমি ইহতিব বলেছেন: ভার্চুয়াল ভ্রমণ হয়ে গেলো আমাদেরও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.