| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আগের দিন ভাড়া করে রাখা লং টেইল বোট এ করে আজকে ঘোরার পালা। সকাল ৭ টার মাঝে জায়গা মত আমরা হাজির। কয়েকটা জায়গায় ভ্রমন এর উদ্দেশ্য আজকে। বোট এ উঠলাম। রদ্রোউজ্জাল দিন। প্রথমে গেলাম মাঙ্কি বিচ এ। ইয়েস এটা সত্যিই বান্দরের আড্ডাখানা। কারো হাতে কিছু পেলেই ছো মেরে নিয়ে যায়। কেউ কাপড়ের ব্যাগ নিয়ে গেলে সেটা নিয়ে গাছের উপরে উঠে যায়। যাই হোক আমরা খুব মজা করেছি।
সেখান থেকে চলে গেলাম মায়া বে তে। সেখানে গিয়ে ১ ঘন্টার মত স্নোরকেলিং করলাম।সেখানে দুপুরের খাবার টা সেরে নিলাম। আগে থেকে চিকেন বলে রাখলে ওরা খাবারে চিকেন রাখে। সেখান থেকে আবার গেলাম লো সামা বেয় তে।আসার পথে ঘুরে আসলাম ভাইকিং কেভ।
সেখান এ যাওয়ার পর নামলো ঝুম বৃষ্টি। সে এক অন্যরকম অনুভূতি। বৃষ্টি মাথায় রেখে আমরা আবার নাম্লাম স্নোরকেলিং করতে। কিন্তু বৃষ্টির কারনে এবার পানির নিচে কিছুই দেখা যাচ্ছিলো না।ফেরার সময় কাছে আসার কারনে আমরা ফিরছিলাম। কিন্তু সে সময় শুরু হলে প্রচণ্ড বৃষ্টি। কিছুক্ষনের মধ্যে তা পরিণত হল ঝড় এ। কি যে ভয় পেয়েছিলাম, আল্লাহ জানে। এমনি তে ছোট বোট, তার মধ্যে বিশাল সমুদ্রের মাঝ খানে আমরা। আশে পাশে কোন ছোট দ্বীপ ও নাই। আল্লহর নাম নিতে নিতে ফি ফি ডং এ পউছালাম। কিন্তু একটু কোথাও দাড়ানোর সময় নেই,হাতে আছে ৪০ মিনিট।ক্রুজ ছেড়ে যাবে ফুকেট এর উদ্দ্যশে। এদিকে বৃষ্টি পাল্লা দিয়ে বেড়েই চলেছে। ফি ফি তে কোন যানবাহন নেই। হেটে যেতে হবে হোটেল পর্যন্ত। নিজেকে বাঁচানোর উপায় ছিলো না। কোন রকম ক্যমেরাটা বাঁচালাম। ১ টি দোকান থেকে পলিথিন নিয়ে ক্যামেরা পেচিয়ে হাঁটা দিলাম।
হোটেল এ পৌঁছালাম, ভেজা কাপর ছেঁড়ে ব্যাগ নিয়ে আবার বের হয়ে আসলাম। ততক্ষনে অবশ্য বৃষ্টি শেষ হয়েছে। এসে ক্রুজ এ উঠলাম। ক্রুজ হাত নেড়ে বিদায় জানালো ফি ফি ডং কে। আমরাও ক্লান্ত শরীর নিয়ে রওনা দিলাম। আসার সময়টা আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম।
সন্ধার দিকে ফুকেট পোঁছালাম।আগের হোটেল (হ্যসিয়ান্ডা) টাতেই উঠলাম তবে এবার অন্য ১টি রুমে। রিসিপ্সন এ বসলাম। ওদের ১টা আদুরে বিরাল আছে। সে অনেক্ষন বসে ছিল। পলাশের পায়ের কাছে মোচড়াচ্ছিল। যেই আমরা রুম এ ঢুকার জন্য যাচ্ছি, বেড়াল টা আমাদের আগে আগে সেই রুম এ চলে গেলো। আমি খুবই অবাক হয়েছিলাম। এবং দরজা খোলার সাথে সাথে সে আমাদের খাটে জায়গা করে নিলো। কি আশ্চর্য।
আমরা গোসল সেড়ে আবার বের হলাম, আবার ফুকেত দেখতে। হাটছি ফুটপাথ ধরে। এর মাঝে কিছু শপিং সেড়ে নিলাম আমি। সেখানে ১টা দোকান আছে Findings.
ফিক্সড প্রাইজ এর দোকান কিন্তু অনেক রিজনেবল এবং অনেক সুন্দর জুতার কালেকশন।জুতা নিলাম। সেখান থেকে ফিরে রাতের খাবার খেলাম। খেয়ে চলে গেলাম বাংলা রোড এ। রাত ১টা পর্যন্ত পেটং বীচ আর বাংলা রোড ঘুরলাম।মেক ডনালস এ খেলাম। আই এম লাভিং ইট ![]()
হোটেল এ ফিরলাম। রাত ৪ টায় যেতে হবে এয়ারপোর্ট এ। ফেরার প্লেন ছিলো ৬.৪০ এ। এত ভোর এ ট্যাক্সি পাবো না তাই হোটেল ওয়ালারা ঠিক করে দিলো। ভাড়া ছিলো ৮০০ বাথ। যথা সময়ে এয়ারপোর্ট এ, তখন ও ঘুমাচ্ছিলাম। ফুকেট এর জার্নি টার সেখানের ইতি ঘটল। 
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৬
আমি ইহতিব বলেছেন: ইশ কবে যে যেতে পারবো!!!