![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিলিপ স্যারের কাছে কোচিং এ গিয়েছিলাম আজকে উত্তরা , বিশ্ব ইজতামা ফেরত মানুষের ভীরের পাশ দিয়ে একটা পর্যায়ে হেঁটে স্যারের বাসা পর্যন্ত পৌছুলাম । খুব ভালো লাগছিল, এতো মুসলমান শান্তির ধর্ম ইসলামের ঝাণ্ডার নিচে জামায়াতে ধর্ম পালন করছে, মনে মনে প্রতিজ্ঞা করলাম, ইনশাল্লাহ সামনের বছর আমিও বিশ্ব ইজতেমায় আমার মুসলিম ভাইদের সাথে শরিক হবো । ইজতেমা পরবর্তী সম্ভাব্য ভীরের ভয়েই মনে হয় আজ দিলিপ স্যারের ওখানে গতানুগতিক ভিড় কম ছিল । স্যার তাই পড়ার ফাঁকে ফাঁকে অনেক গল্প করছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। একটা গল্প শোনালেন - ওনার মেয়ে স্কলাসটিকা নামক একটি নামিদামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। এক ক্লাসে টিচার জিজ্ঞাসা করেছে, তোমরা কে কে পাকিস্তান সাপোর্ট করো আর কে কে ইন্ডিয়া ? ৩/৪ জন ভারতের আর বাকিরা পাকিস্তানের কথা বলল। টিচার চলে যেতেই পাকিস্তানের পক্ষাবলম্বন কারীরা ঝাঁপিয়ে পড়ল ওই ৩/৪ জনের উপর। স্যারের মেয়ে হিন্দু, স্যার জিজ্ঞাসা করতে তার বুদ্ধিদিপ্ত উত্তর " মাথা খারাপ! আমি কোনদিকে হাত তুলি নাই, চুপ চাপ ছিলাম" , স্যার মেয়েকে কি বলবেন? স্যার বললেন, তারা বাংলাদেশী হিন্দুরা বাস্তবে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হন বাংলাদেশে, তারা সবসময় ভয়ে থাকেন। বৌদ্ধ রা বাংলাদেশের মোট জনসংখ্যার ৬ %। অরাই যদি নিরাপত্তাহিনতায় ভুগে, এতো চুপচাপ থেকেও নির্যাতনের স্বীকার হয়, তারা তো ভয় পাবেনই । ইসলাম শান্তির ধর্ম - ইসলাম অর্থ শান্তি। আমাদের রাসুল হযরত মুহাম্মাদ (সা ঃ ) এর শিক্ষা , পবিত্র কুরআনের শিক্ষা আমরা যেন ভুলে না যাই। জন্মগত ভাবে মুসলমান বলেই আমাদের সাত-খুন মাফ এই ভুল ধারনা কেউ যেন না করি, আখিরাতে সবাইকেই বিচারের সম্মুখীন হতে হবে এটা মনে রাখি সবসময়। আল্লাহ আমাদের সহায় হউন ।
©somewhere in net ltd.