নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা শান্তু

পাগলা শান্তু

াগলা শান্তু

মাথা নষ্ট !!!

াগলা শান্তু › বিস্তারিত পোস্টঃ

াগলা শান্তুর দিনলিপি-২

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১

গতকাল থেকেই ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে বাচ্চু রাজাকারের বিচারের রায় নিয়ে অনেক মাতামাতি দেখছি। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ফরিদপুরে বাচ্চু রাজাকার ছিল এক মূর্তিমান বিভীষিকা ও আতঙ্কের নাম। বিশেষত হিন্দুদের উপর তার আক্রোশ ছিল সীমাহীন কিন্তু তাই বলে মুসলমানরাও রেহাই পায়নি তার অত্যাচারের হাত থেকে। লুটপাট, খুন , ধর্ষণ সহ সকল প্রকার মানবতা বিরোধী কাজে সে দারুন দক্ষতা দেখিয়ে স্বাধীনতা পরবর্তী সময় সে সাধু সেজে বসে। কয়েক বছর আগেও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সে ইসলামের বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব দিয়ে বেড়াত । লাল মেহেদিতে রাঙ্গানো দাড়ি আর মাথায় টুপি , বাহ্যিক ভাবে কারো বুঝার উপায় নেই যে তার মন, তার অতীত , তার আমলনামা এতোটা কলুষিত । আমি আমার বিবেক দিয়ে যা বুঝি, বাচ্চু রাজাকার একজন পাপী মানুষ যিনি খুন, ধর্ষণ সহ নানারকম মানবতা বিরোধী ও ইসলাম বিরোধী কাজে ১৯৭১ সালে লিপ্ত ছিলেন। এর প্রচুর সাক্ষ্য ও প্রমান রয়েছে। শুধু ইসলামের আইন অনুযায়ীই তিনি মৃত্যুদণ্ডের যোগ্য । এর চাইতে বেশী আর কি ভাববার আছে? তর্কর কি আছে এই বিচারের রায় নিয়ে? তবে এটা নিয়ে যারা আনন্দ উল্লাস করছেন তাদের প্রতিক্রিয়াকে ভান ও নাটক মনে হয়েছে । আমার তো ১৯৭১ সালে যারা শহীদ হয়েছেন , অত্যাচারিত হয়েছেন তাদের কথা মনে হয়েছে বাচ্চু রাজাকারের বিচারের রায় শুনে। আমার তো তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশের আজকের পরিস্থিতি দেখে কষ্ট হয়। শুধু একজন নয়, সকল সময়ের সকল মানবতা বিরোধী কাজের অপরাধীদের বিচার ও শাস্তি চাই ।আর আমরা কি সবাই আম কাঁঠাল জনতা নাকি ? নাকি সবাই পাগল যাকে পানি-ভাত দিয়ে বুঝানো হবে এটা পোলাও মাংস !

যার হদিস নাই তাকে ফাঁসির রায় দেওয়া হয় আর যারা উপস্হিত তাদের কোন খবর নাই ।

আরেকটা নির্বাচনের সময় হলে বলা হবে " আমরা এবার ক্ষমতায় গেলে যুদ্ধপরাধীদের বিচার শেষ করব"

এই বিচাল করার ইচ্ছা থাকলে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সময়টা যথেষ্ট লম্বা ছিল ।

এই অমানুষগুলোর বিচারকার্যে এত কালক্ষেপণের কি আছে ? রাজাকার সব নিপাত যাক এ বাংলার মাটিতে।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২০

সময়একাত্তর বলেছেন: '৭১ তোমায় ভুলি নাই।

সহমত। পোস্টে সহস্র প্লাস, অযুত ভালো লাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.