![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
' ঘটনা সত্য নয়, মেয়েটার গালে ধরে একটু আদর করেছেন।" -লে. কর্নেল শাহাদাৎ হোসেন শিকদার
(শহীদ বীর-উত্তম আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজ এর প্রিন্সিপাল)
খুদা বাচানেওয়ালা! গালে ধরে একটু আদর করার কারণেই এসএসসি পরিক্ষার্থী ছাত্রীকে সিএমএইচ এ চিকিৎসা নিতে যেতে হয়েছে! এর চেয়ে বেশি কিছু করলে তো মনে হয় সোজা আজিমপুর গোরস্থানে দাফন করতে যেতে হতো। এমন সব হোসনেআরা এবং শাহাদত শিকদারদের মত পৃষ্ঠপোষক আছে বলেই তো পরিমল আর তারক চন্দ্র মন্ডলরা নিরাপদে তাদের ধর্ষনকর্ম করে যেতে পারছে।
তারক চন্দ্ররা শিশ্ন দিয়ে ধর্ষন করে আর কর্নেল শাহাদৎরা ধর্ষন করে মুখের কথা দিয়ে............আসলে বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য। রতনে রতন চেনে আর শুয়োরে চেনে কচু...।
এমন চরিত্রহীন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় , বুয়েটের মত প্রতিষ্ঠানেও আছে , যেমন-গত সপ্তাহ খানেক আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও শিক্ষক কতৃক
এক গৃহপরিচারিকাকে ধর্ষনের প্রতিপাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন
পালন করে,এদের প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই নতুবা এর শিকার হবে আপনার ঘরের মেয়ে/ছেলেটি। এবং আমি ১০০% শিওর করে বলতে পারি এমন অনেক ঘটনা অনেকেই চেপে রেখেছেন লজ্জায় , ভয়ে। এইসব শিক্ষক নামের শুয়োরদের মুখোশ খুলে দিন ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৫
খেয়া ঘাট বলেছেন: ঐ তীক্ষ্ণ চাকুটা ভুল জায়গায় বসানো হয়েছে।ঠিক জায়গামতো বসিয়ে কেটে দিতে পারলে একটা সুন্দর দৃষ্টান্ত হতো।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৩
মেঝদা৬১ বলেছেন: শিক্ষক হল পিতৃতুল্য, তাহলে কথাটা কি দাঁড়ালো, যারা শিক্ষকতা করেন, একটু চোখ বন্ধ করে ভাবুন। ধন্যবাদ
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৩
দ্যা ফ্রীল্যান্সার বলেছেন: ++++++++++++++++
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৫
আরজু পনি বলেছেন:
বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য...এটাই আসল কথা।
৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৮
আমরা তোমাদের ভুলব না বলেছেন: ২+
৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন:
৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১
অনীনদিতা বলেছেন: বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য.
৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
অ্যামাটার বলেছেন: আরেক হোসনে আরা।
১০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
পরোবাশি২০১৩ বলেছেন: All teachers are not same. You can never generalize. Do you think all doctors are same? Thanks for reading!
১১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৫
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: কোন স্বাভাবিক বিবেক সম্পন্ন মেয়ে অথবা তার পরিবার নিশ্চয় নিজের চরিত্রের উপর কালিমা লেপে দিয়ে অযথা কোন শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের কথা সবাইকে বলে বেড়াবে না। তাহলে প্রন্সিপাল কেমন করে ঘটনা যাচাই না করেই বলল ঘটনা সত্য না। সবাই যদি সরাষ্ট্র মন্ত্রীর মত কথা বলা শুরু করে তবে বিচার পাওয়ার আশা কোথায়?
ধর্ষকের বিচার করে রায় কার্যকর করা উচিত জনসম্মুখ যাতে ভবিষ্যতে এই রকম কর্মকান্ড করার সাহস না পায়।
১২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৬
শরৎ চৌধুরী বলেছেন: দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৭
জানা বলেছেন:
দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২
মাহী ফ্লোরা বলেছেন: বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য। খাঁটি সত্য। এদর কঠিন শাস্তি হওয়া উচিত।
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
আিম এক যাযাবর বলেছেন: আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন:সবাই যদি সরাষ্ট্র মন্ত্রীর মত কথা বলা শুরু করে তবে বিচার পাওয়ার আশা কোথায়?
১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮
স্পাইসিস্পাই001 বলেছেন: দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য।
উপস্থাপনা প্রশংসনীয়.....
১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩
মৃন্ময় বলেছেন: খেয়া ঘাট বলেছেন: ঐ তীক্ষ্ণ চাকুটা ভুল জায়গায় বসানো হয়েছে।ঠিক জায়গামতো বসিয়ে কেটে দিতে পারলে একটা সুন্দর দৃষ্টান্ত হতো।
shmoth............
১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২২
তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য.
সহমত
১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২
আহসান নাইম বলেছেন: ধর্ষনের শাস্তি হিসাবে ধর্ষকের শিশ্ন কেটে ফেলার আইন করা জরুরি । নাহলে এই শুয়োরগুলার কোনদিন শিক্ষা হবে না
২০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: মেডিকেল রিপোর্ট কি বলে ? মেডিকেল রিপোর্ট কি এসেছে এটি আসলে কি ? আদর -------- স্নেহ -------- নাকি জোর করে যৌনকাজ করা
২১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১
শের শায়রী বলেছেন: কানের ওপর দুইডা থাবড়া দিয়া ওই হারামজাদাকে এট্টু আদর করতে মন চায়
২২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬
ভাস্কর দে বলেছেন: এইসব শিক্ষক নামের শুয়োরদের মুখোশ খুলে দিন ।
২৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৪
ছাত্রনেতা বলেছেন: আইন আছে প্রয়োগ নাই,
ধর্ষকরা ধর্ষন করে তাই।
আইনের সুষ্ঠু প্রয়োগ চাই, আইনের সুষ্ঠু প্রয়োগ না হওয়াতে ধর্ষকরা আরও উৎসাহ পাচ্ছে বলে মনে হয়।
২৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
২৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
কলম খাতা বলেছেন: ছি!
ছি!!
ছি!!!
ছি!!!!!
ছি!!!! :> :> :> :>
২৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০০
সপ্নাতুর আহসান বলেছেন: ছুরিটা গলায় বসিয়ে দিন।
২৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০১
নস্টছেলে বলেছেন: শাহাদাৎ খাঃ পোঃ র কি মা/বোন/স্ত্রীর/মেয়ে নেই?
থাকলে তাদেরও একটু "গালে ধরে একটু আদর করতে " মুঞ্চায়
২৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫
ওবায়েদুল আকবর বলেছেন: ক্যান্টনমেন্টের স্কুল-কলেজের পরিবেশ যে কতটা বিষাক্ত সেটা এই শাহাদাৎ প্রমাণ করে দিলেন। ক্যান্টনমেন্টের নিভৃতে বাস করে এইসব স্কুল-কলেজের টিচাররা নিজেদের সবকিছুর উর্দ্ধে মনে করে। আর্মীর ছেলে-মেয়ে বা আত্মীয়রা খুন করলেও সাত খুন মাফ আর সিভিলিয়ানদের বাচ্চাদের জন্য বরাদ্দ বেল্টের বাড়ি, চড়-থাপ্পর, ভাষায় প্রকাশ করা যায়না এমন গালি বা কটুক্তি। আর টেস্ট পরীক্ষার পর ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক স্পেশাল কোচিংয়ের কথা নাইবা বললাম।
ঐ শালারে কে বলছে ক্ল্যাশ টেনের একটা মেয়েকে গালে হাত দিয়ে আদর করতে? কে বলছে ক্যান্টনমেন্টের মেয়েরা মেকাপ করে না না করে সেটা পুরুষ টিচারদের দেখতে? আমার নিজের চোখে দেখা ঘটনা থেকে বলছি কয়ান্টনমেন্টের স্কুল-কলেজে পড়া ম্যাক্সিমাম মেয়েরা শ্রেফ সাজগোজের জন্য প্রতিদিন মৌখিক সেক্সুয়াল হ্যারাজমেন্টের শিকার হচ্ছে। বাসায় প্রাইভেট পরানোর নাম করেও অনেককে শ্রেফ মজা করার ছলে টিজ করে টিচাররা। এটা অনেক মেয়ের কাছে ফান বলে মনে হতে পারে কিন্তু অনেকের কাছেই এটা সহ্যের সীমার বাইরে চলে যায়। যেহেতু সবসময় একটা ভয়ের আধার তৈরী করে রাখা হয় চারপাশে তাই নির্যাতনও করা যায় খুব আরামে। অযুহাত - ডিসিপ্লিন মেইনটেইন। গুষ্ঠি মারি তোগো ডিসিপ্লিনের। আগে নিজেরা ডিসিপ্লিন শেখ শুয়োরের বাচ্চারা। আর্মীতে বাস্টার্ড গালিটা দেয়ার সাথে সাথে চাকরি থেকে ডিসমিস করার বিধান চালু করা উচিৎ। আর একই কথা দেশের অন্যান্য নামকড়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতেও যেগুলো মানুষের ইজ্জতের চেয়ে প্রতিষ্ঠানের ইজ্জতকে বেশী মূল্য দেয়।
২৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১
ওবায়েদুল আকবর বলেছেন: আর্মীতে বাস্টার্ড গালিটা দেয়ার সাথে সাথে চাকরি থেকে ডিসমিস করার বিধান চালু করা উচিৎ। আর একই কথা দেশের অন্যান্য নামকড়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতেও যেগুলো মানুষের ইজ্জতের চেয়ে প্রতিষ্ঠানের ইজ্জতকে বেশী মূল্য দেয়।
>>>আর্মীতে বাস্টার্ড গালিটা দেয়ার সাথে সাথে চাকরি থেকে ডিসমিস করার বিধান চালু করা উচিৎ। কারণ এরা গালাগালির স্বাধীনতা একটু বেশী ভোগ করে। আর একই কথা প্রযোজ্য দেশের অন্যান্য নামকড়া শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর ক্ষেত্রেও যেগুলো মানুষের ইজ্জতের চেয়ে প্রতিষ্ঠানের ইজ্জতকে বেশী মূল্য দেয়। প্রতিষ্ঠানের আবার মান ইজ্জত কি রে? প্রতিষ্ঠানের গায়ে কাদা লাগলে সেটা ধূয়ে পরিষ্কার করে ফেলা যায় কিন্তু একটা মানুষের অন্তরে কাদা মাখিয়ে সেটা মুছবি কিভাবে গাধার বাচ্চারা?
৩০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
এটম বোম বলেছেন: বুয়েট নিয়ে কখনো এমন কথা উঠে নি, আপনি আন্দাজে বুয়েট নিয়ে এমন মন্তব্য করতে পারেন না।
ওই কর্নেলকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে ওই মেয়ে যদি ওনার মেয়ে হত, তাহলে নিজের পদ আর পেনশন বাঁচাতে উনি কি তার মেয়েকে আবার গাল টিপে আদর নেওয়ার জন্যে ওই কুকুরের বিছানায় পাঠাত?
আচ্ছা, আমি এই প্রশ্নটা উনাকে কিভাবে করতে পারব??
৩১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৮
স্বপ্নের লেখক বলেছেন: বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য ...
৩২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
আমি তুমি আমরা বলেছেন: খেয়া ঘাট বলেছেন: ঐ তীক্ষ্ণ চাকুটা ভুল জায়গায় বসানো হয়েছে।ঠিক জায়গামতো বসিয়ে কেটে দিতে পারলে একটা সুন্দর দৃষ্টান্ত হতো।
৩৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪
গোলাপ ভাই বলেছেন: বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য.
আমি ওই প্রিন্সিপ্যাল এর গালে হাত বুলিয়ে হাসপাতালে পাঠাতে চাই
৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
আমিনুর রহমান বলেছেন: বিদ্বান দুর্জন হলেও পরিত্যাজ্য.
৩৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮
াগলা শান্তু বলেছেন: আসলে আমার নিজেরই লজ্জা লাগছিল এই লেখাটা পোস্ট করার সময়। আমার নিজের কাছে লজ্জা লাগে যখন কোন পুরুষের হাতে কোন মেয়েকে যৌন হয়রানি আর নির্যাতনের শিকার হতে দেখি ( আমি নিজেও তো একজন পুরুষ )। সবাইকে ধন্যবাদ লেখাটি পড়ার এবং সুস্থ প্রতিক্রিয়া দেখানর জন্য ।আসুন আমরা সতর্ক হই,প্রতিবাদি হই। যাতে এইসব অসুস্থ মানুষদের হাতে আমাদের মেয়ে, বোনের যাতে এমন হয়রানির স্বীকার হতে না হয় , ওরা যাতে এমন কাজ করার কথা ভাবতেই আর সাহস না পায়, সমর্থন করা তো দূরের কথা ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৭
মো: আজিজ মোর্শেদ বলেছেন: সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ।
শিক্ষক নামক কুকুর গুলোর জন্য আমার কোন বক্তব্য নেই....