নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা শান্তু

পাগলা শান্তু

াগলা শান্তু

মাথা নষ্ট !!!

াগলা শান্তু › বিস্তারিত পোস্টঃ

দিনলিপি-৩

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

যখন পত্রিকায় দেখলাম ডাঃ সাজিয়া আফরিন ইভার হত্যাকাণ্ডের খবর , একটা দীর্ঘ শ্বাস ফেলেছিলাম। ভেবেছিলাম আর সব এই ধরনের অপরাধগুলোর মতই কয়দিন পরেই ধামাচাপা পড়ে যাবে এই ঘটনাটি। ব্র্যাকের মতো শক্তিশালী একটা এন জি ও তাদের একজন খণ্ডকালীন চিকিৎসকের হত্যাকাণ্ডে নিজেদের অবহেলার দায় তো এড়াতে চাইবেই, এবং সব ধরনের মিডিয়াকে প্রভাবিত করবে যাতে এই ব্যাপারে আর কোন খবর/ ফলো আপ না আসে । হয়েছেও তাই , দুর্ভাগ্যজনক ভাবে সব ধরনের মিডিয়া অবহেলা দেখিয়েছে। ভাবলাম, নিজের বিবেককে কি জবাব দিবো যদি শুধু ঘরে বসে থেকে ফেসবুকে নিন্দা জানিয়ে দায়সারা ভাবে ব্যাপারটাকে এড়িয়ে যাই? সাহস পেলাম আমার কাছের কিছু মানুষের কাছ থেকে Bhai Sakib Tawhidul Hasan Auntu ,উৎসাহিত হলাম Naila Rahman ,Shahana Shanu ,Hafsa Siddika Imam আপুদের কাছ থেকে। রাজপথে নেমে দেখি শানু আপা শুরু করে দিয়েছেন প্রতিবাদ (খুব অল্প কিছু মানুষ সাথে নিয়ে হলেও) । আয়োজনের প্রস্তুতি নিলাম ১৮ই জানুয়ারী মৌন মিছিল আর মানব-বন্ধনের। ৬০-৭০ জন প্রতিবাদী মানুষ আমরা সেদিন ছিলাম মৌন-মিছিল আর মানব-বন্ধনে।সংখ্যার হিসেবে হয়তো খুবই নগন্য, কিন্তু তারই ধারাবাহিকতায় ১লা ফেব্রুয়ারীর প্রেস কনফেরেন্স যার আয়োজক প্রধানত ছিল Justice for Dr. Sajia Afrin Eva- Facebook Group ( শানু আপা, নায়লা আপা, ইকবাল ভাই এবং অন্যান্যরা) BYPF,চিকিৎসক সমাচার,মেয়ে এবং সাথে আরও কিছু সংগঠন। যদিও এখানেও মিডিয়ার অবহেলা।কে জানে, হয়তো আমরাই পরোক্ষ ভাবে এর জন্য দায়ী , আবার হয়তবা না। যাইহোক, আজ সিলেটে হয়েছে সবচাইতে বড় এবং জোরালো প্রতিবাদ সমাবেশ ইভা আপুর হত্যাকাণ্ডের বিচার ও আরও কিছু যৌক্তিক দাবিতে মানব-বন্ধন সিলেট শহীদ মিনারের সামনে। আমার দুর্ভাগ্য যে অনিবার্য কারনবশত আমি তাতে অংশ নিতে পারিনি। Ehsan Syed Ahmad Moosa ভাইকে আমার আন্তরিক দুঃখ প্রকাশ করছি সাথে থাকতে না পারার জন্য ।যাইহোক , আমার এত কথার প্রধান উদ্দেশ্য একটা ব্যাপার আমি খেয়াল করছি, বিন্দু বিন্দু জল মিলে যেমন সিন্ধু হয়, তেমনি দিন দিন আমাদের প্রতিবাদী কণ্ঠ জোরালো হচ্ছে ,রাজপথে নেমে আসা প্রতিবাদী মানুষের সংখ্যা বেড়েই চলেছে। Credit আমি একা কাউকে দিচ্ছিনা কারন নানা সমস্যা সত্ত্বেও অনেকেই এ ব্যাপারে মানুষকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে চলেছেন।Credit আমি দিচ্ছি প্রতিবাদী মানুষগুলোর বিবেকবোধের ।পরম করুনাময় আল্লাহতাআলা যেন ইভা আপুকে বেহেস্ত নসিব করেন এবং উনার শোকসন্তপ্ত পরিবারকে তাকে হারানোর এই শোক সহ্য করার ক্ষমতা দেন এই কামনা করছি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.