![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের সময় আমি জন্মাইনি, কি যে আফসোস ! আজ স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে । আওয়ামীলীগ সরকারকে ধন্যবাদ জানাই । কিন্তু অভিযুক্ত অপরাধীর অপরাধ প্রমাণিত হউয়ার পর রায় হল ছেলে ভুলানো রায় । আফসোস , ক্ষোভ আরও বেড়ে যাচ্ছে , জামাত-শিবির-রাজাকার-আল বদর -আল শামসদের সঠিক বিচার স্বাধীন বাংলাদেশে আমরা করতে পারছিনা? তাহলেকি দেশ আসলে আজও সম্পূর্ণ স্বাধীন হয়নি? যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল ( আসলে প্রহসন) বাতিলের দাবিতে জামায়াত-শিবির বাংলাদেশে কিভাবে হরতাল দাক্তে পারে??? কিভাবে বীর মুক্তিযোদ্ধা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া BNP সেই হরতালে সমর্থন দেয়???!!! আমরা সাধারন মানুষ যারা দেশটাকে ভালবাসি , মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করি, আমরা যাব কোথায়? আমাদেরকি দেশ সম্পূর্ণ স্বাধীন করতে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে? স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যেখানে যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবেনা, ছেলে ভোলানো প্রহসনের বিচার হবেনা? তাহলে শুরু করি সেই যুদ্ধ, কেন দেরি আর? ৪২ বছর কিন্তু পার হয়ে গেছে!!!
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২১
আমিই মিসিরআলি বলেছেন: রায় শোনার পর থেকে অজানা আশংকায় অন্তরাত্মা কেঁপে উঠেছিল,
আমরা নতুন প্রজন্ম কি আবার ১৯৭১'র অপেক্ষায় আছি !!!
আরেকটা গনজাগরনের দরকার ।
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১২
খুব সাধারন একজন বলেছেন: জাগরণ কিন্তু জনগণ দিয়েই হয়।
সামরিক শক্তি নয়,
রাষ্ট্রশক্তি নয়,
রাজনীতি নয়।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫
মায়াবী ছায়া বলেছেন: প্রতিবাদ চলুক......... রাজপথে........
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩৯
ক্রস ফায়ার০০৭ বলেছেন: Click This Link
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০
ক্রস ফায়ার০০৭ বলেছেন: তোমরা যারা মুক্ত চিন্তা করো
তোমরা যারা নিজেদের মুক্ত চিন্তার অধিকারী বলে দাবী করো, তাদের প্রতি মাঝে মাঝে আমার করুণা হয় আবার পরক্ষণেই নিজেকে বড় বেশী অপরাধী মনে হয় তোমাদের এই বেহাল দশার জন্য। না ! তোমরা বিপথে গিয়েছো ভেবে নয়, বরং তোমাদের জন্য আমরা খোদার দেয়া সুসামঞ্জস্য ব্যবস্থাটি তুলে ধরতে পারিনি তাই মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়।
শাহবাগ মোড়ে গতকাল যারা ঝড়ো হয়েছো, তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয় পড়ুয়া, এবং আয়োজকরা নিজেদের ব্লগ লেখক হিসেবে দাবী করেছো।
আমি নিজেও একজন ব্লগ লেখক। কিন্তু আমি যাইনি কেনো? তাহলে কি আমি জামায়াত শিবিরের বড় মাপের কিছু? না আমি সেরকম কিছু না।
আমাকে তোমাদের সাড়িতে যেতে বাধা দিয়েছে একটি বিষয় তাহলো আমার এজীবনে অর্জিত জ্ঞান এবং বিবেক। আমি বিশ্ববিদ্যালয়ের জীবনে মার্কস এঞ্জেলস পড়েছি, উদারতাবাদ, বাস্তববাদ, পুঁজিবাদ সবই পড়েছি। পাশাপাশি আল্লাহর দেয়া বিধিবিধান গুলো সম্পর্কেও জানতে পেরেছি। ফলে দুটির মাঝে পার্থক্য করতে শিখেছি। ফলে কোনটি ন্যায় আর কোনটি অন্যায় তা বুঝতে শিখেছি। কিন্তু তোমরা যারা মুক্ত চিন্তাবীদ বলে নিজেদের দাবী করো, তোমরা বিশ্ববিদ্যালয় জীবনে বাধ্যতামূলকভাবে মার্কস এঞ্জেলস , উদারতাবাদ , পূঁজিবাদ সবই পড়েছো। কিন্তু সন্দেহাতীত ভাবে পৃথিবীর শ্রেষ্ঠ মতাদর্শটাই চিন্তার এই পরিনত বয়সে পড়নি। বা পড়লেও বর্তমান পরিস্থিতির সহিত কিভাবে এই ব্যবস্থাটি অথ্যাৎ ইসলাম কাজ করবে তা কউ বুঝিয়ে দেয়নি। আমি জানি তোমরা সকলে ইসলামকে অনেক ভালোবাসো। কিন্তু কেন ভালোবাসো ?
শুধুমাত্র আল্লাহ মানুষের জন্য এটি নাজিল (অবতীর্ণ)করেছেন বিধায় একে ভালোবাসতে হবে ?
আল্লাহ এমন বাধ্যবাধকতা মানুষের জন্য আরোপ করেননি। বরং এর অভ্যন্তরীণ শ্রেষ্ঠ কাঠামো গুলোর জন্যই একে ভালোবাসতে হবে। যেটি ইউরোপ করতে পেরেছে এবং আজকের পৃথিবীতে শ্রেষ্ঠ আসনে আসীন হয়েছে। আর তাদের দেশে পরিত্যক্ত ব্যবন্থা (সমাজতন্ত্র) ছুড়ে দিয়েছে আমাদের দেশে। আর আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এই পরিত্যক্ত মতাদর্শকেই স্থান দিয়েছে তার সমস্ত অঙ্গে।আর তাই যে শিক্ষা ব্যবস্থা একসময় ছিলো নৈতিকতার রঙ্গে রঙ্গিন, তা আজ পাশ্চাত্যের নোংড়ামীতে ভরপুর। ছাত্রসেংগঠনগুলোর হানাহানীতে আজ বিশ্ববিদ্যালয়গুলো আতঙ্কের অরণ্যে পরিণত হয়েছে। ক্লাসরুমের পাঠ ছাত্রদেরকে নৈতিকতা শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে মুক্তচিন্তার অভয়ারণ্য খ্যাত ব্লগগুলোতেও।
ভিন্ন মতের কেউ কোন পোষ্ট দিলই তোমরা মুক্ত চিন্তার দাবীদাররা অশ্লীল ভাষা ব্যবহার শুরু করে দাও। এটা কি মুক্তচিন্তার পরিচয় বহন করে ?
আজকে পৃথিবীর বিভিন্ন অংশে যারা নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে সংগ্রাম করছে তারাই পাশ্চাত্যের কাছে সন্ত্রাসী হিসেবে পরিগনিত হচ্ছে।
পাশ্চাত্যের সৃষ্ট শিক্ষাব্যবস্থার আলোকে গড়ে ওঠা তোমাদের মানসিকতায়ও ন্যায়ের জন্য লড়াই এখন সন্ত্রসী কার্য্যক্রম হিসেবে ববেচিত হচ্ছে।
সম্প্রতি দেশব্যাপী শিবির-পুলিশ সংঘর্ষ মোটেই কাম্য নয়। এটা আমাদের মত সাধারণ জনগণের পাশাপাশি শিবিরও বুঝতে পেরেছে। তা আমরা দেখেছি, তারা পুলিশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। কিন্তু তার পরের দিনই পুলিশ তাদের এক কর্মীকে হত্যা করে এই সৌজন্যের প্রতিদান দিলো। এটি যদি কোন মুক্ত চিন্তার মানুষের কাছে গ্রহনযোগ্য হয় তাহলে তা আর মুক্ত চিন্তা থাকেনা।
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে। বিচারের রায় এবং অভিযোগের পূর্ণ বিবরণ পড়লে কোন সুস্থ বিবেক সম্পন্ন মানুষেরই মনে হবেনা যে একজন মানুয় অল্পকিছুক্ষণের মধ্যে ৩৩৪ জন মানুষকে হত্যা করতে পারে। এরকম আরো অনেক অসঙ্গতি রয়েছে এই রায়ে যা তোমরা মুক্তভাবে চিন্তা করলেই পাবে। আর যদি জামায়াত শিবির দেখলেই গুলি করা উচীত বা জামায়াতের সব নেতাকেই ফাসিতে ঝুলানো উচীত এই প্রকৃতির চিন্তা নিয়ে দেখো তাহলে এই অসঙ্গতিগুলো নজরে পড়বেনা।
অবশেষে একজন মুক্তচিন্তার অধিকারী হিসেবে বলতে চাই তোমরা যাদের বা যে সকল মতাদর্শের বিরোধীতা করছো,তা সম্পর্কে ভারোভাবে জেনে বিরোধীতা করো। আমি ব্যক্তিগতভাবে সমাজতন্ত্র বা পুজিবাদের বিরোধীতা করি কারন আমি এই মতাদর্শগুলোর পাশাপাশি ইসলামকেও ভালোভাবে জানতে পেরেছি। ফলে আমার কাছে মনে হয়েছে ইসলামই শ্রেষ্ঠ।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০১
অপূর্ণ রায়হান বলেছেন: প্রতিবাদ চলুক +++++