![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক রাত আড়াইটায় বাসায় ঢুকলাম । সাথে Tanvir Hasan Emon আর Bhai Sakib । ওরাও এখন যার যার বাসায় ফিরে যাবে গতকাল রাত ৯ টায় মাদারীপুরের ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার ঠিক সাড়ে ২৯ ঘণ্টা পর। আমরা ৭ জন ছিলাম- আমি,সাকিব,তানভির, Tawhidul Hasan Auntu, Ahmed Tareq Aziz, S M Abdullah Himel আর জোহা ।এই সাড়ে ২৯ ঘণ্টায় আমরা ২০ ঘণ্টা জার্নি করেছি, ৮ ঘণ্টা মেডিক্যাল ক্যাম্পে ৫৮৭ জন রোগী দেখেছি ও তাদের মাঝে ওষুধ বিতরন করেছি । সত্যি কথা বলি , ভয়াবহ গরীব মানুষ গুলোর অসহায়ত্ব দেখে আমরা স্তব্ধ হয়ে গেছি ভিতরে ভিতরে । হ্যাঁ একথা সত্যি যে আমাদের সামর্থ্য ,প্রস্তুতি ও মানুষের চাহিদার ব্যাপক ব্যাবধান সত্ত্বেও আমরা সফল ভাবে সর্বোচ্চ সংখ্যক মানুষকে চিকিৎসা সেবা দিতে সক্ষম হয়েছি ( হাসপাতালের বহির্বিভাগে যতটুকু দেয়া সম্ভব ) , কিন্তু মানুষের দারিদ্র্য ও অসহায়ত্ব আমাদেরকে রুঢ় বাস্তবতার সম্মুখীন করেছে। গ্রামাঞ্চলে চিকিৎসা সেবার অপ্রতুলতা ও মানুষের চিকিৎসাসেবা নেয়ার সামর্থ্যের অভাব যে কতোটা কম তা আমরা নিজ চোখে দেখে এলাম।মাদারীপুর যাওয়ার সময় দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সাড়ে ১২ ঘণ্টা কষ্টকর ও বৈচিত্র্যময় জার্নি করতে হলেও বিনামুল্যে পাওয়া চিকিৎসা ও ওষুধ কিছু অসহায় -দরিদ্র মানুষের মুখে যে আনন্দের হাসি ফুটিয়েছে ,তা আমাদের সকল কষ্ট ভুলিয়ে দিয়েছে। তাড়াতাড়ি যাওয়ার জন্য বেড়িবাঁধ রাস্তায় আমার, সাকিব, তানভির, অন্তু, জনি, জোহার ট্র্যাফিক পুলিশের কাজ করার স্মৃতি জিবনেও ভুলবোনা ফেরিঘাটে একের পর এক ফেরীতে ঘুষ না দেওয়ার কারনে উঠতে না পারা ও হতাশ ও ক্ষুব্ধ দৃষ্টিতে তাদের চলে যেতে দেখা,আরও কত যে বিচিত্র ও মজার স্মৃতি ! সব বলে শেষও করা যাবেনা। আমাদের এই সফলতার অংশীদার যারা এবং যাদের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ-মুনিম স্যার,পাশা ভাই,ডালিয়া আপু,আমার বউ,কেয়া আপু,জে-১৩ ব্যাচের মুন্না,j-14ব্যাচের স্বর্ণ,ফয়েজ ভাই,সাহানা শানু আপা,শায়খুর রহমান অনি ও তার মাধ্যমে যারা আমাদেরকে সাহায্য করেছেন,শিবলি,রাজু,ডাশারের তরুন স্বেচ্ছাসেবক-বাহিনি ও এই মুহূর্তে নাম মনে না পড়া আরও অনেকেই।আমাদের সামনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প হবে মাগুরায় ৭/৮ মার্চ ২০১৩।
২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫
াগলা শান্তু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: শুভেচ্ছা রইল ++++++++