নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা শান্তু

পাগলা শান্তু

াগলা শান্তু

মাথা নষ্ট !!!

াগলা শান্তু › বিস্তারিত পোস্টঃ

তরুন দেশপ্রেমিক প্রজন্মের কাছে উদাত্ত আহবান পাগলা শান্তুর

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:০২

অনেকেই নানা রকম প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজ-সেবা মূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বহুদিন ধরেই বাংলাদেশে।এদের কেউ কেউ পরবর্তীতে NGO তে রুপান্তরিত হয়েছে,কেউ কেউ নিজেদের অর্থানুকূল্যে কাজ করছে দেশের পশ্চাদপদ শ্রেনির নানাবিধ উন্নয়নের জন্য। আমি তাদেরকে সাধুবাদ জানাই (যদিও তাদের অনেকেরই কর্মকাণ্ড যউক্তিক ভাবে প্রশ্নবিদ্ধ)। যাহক আজ সেসব ব্যাপারে বিস্তারিত আলচনায় যাবনা। আমি আজ আমাদের এবং আমাদের কর্মকাণ্ডের ব্যাপারেই মূলত আলোকপাত করবো । কি হউয়া উচিত, কি না হউয়া উচিত আমাদের কর্মপরিকল্পনা এবং আদর্শ এবং নীতি এবং এবং কার্যক্রম। (১) আমাদের আদর্শঃ আমরা বাংলাদেশের ফ্যানাটিক দেশপ্রেমিক তরুন সমাজ।আমরা প্রচলিত রাজনীতিতে বিশ্বাস করিনা এবং রাজনীতিবিদদের তো একবিন্দুও বিশ্বাস করিনা- কেন, সেটা মনে হয় বিস্তারিত না বললেও চলবে।আমরা শুধুমাত্র বিশ্বাস করি মাতৃভূমি বাংলাদেশের স্বার্থে, আমরা মুক্তিযুদ্ধে বিশ্বাস করি, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিরধিতাকারি ও যুদ্ধাপরাধিদের শাস্তি চাই- হোক সেটা প্রচলিত আইনে অথবা অপ্রচলিত যেকন উপায়ে। (২)আমরা অহিংস আন্দলনে বিশ্বাসী ততক্ষন পর্যন্ত যতক্ষন পর্যন্ত আমরা আক্রান্ত না হচ্ছি বাংলাদেশের বিরোধী অপশক্তির।একগালে চর খেয়ে আরেকগাল পেতে দিতে রাজি নই ।(৩) আমাদের লক্ষ্য “ স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে যুদ্ধাপরাধি-জামাত-শিবির-দুরনিতিবাজ-অপরাজনিতি-সাধারন মানুষের মুল্যবধের অবক্ষয় থেকে মুক্ত করা। এইসমস্ত লক্ষ্য অর্জনের জন্য আমাদের আদর্শে একাত্মতা প্রকাশ করার জন্য তরুন প্রজন্মকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সাথে যোগ দিতে ।আমরা ধান্দাবাজ নই।আমাদের সাথে আসলে হয়ত ঝুঁকিপূর্ণ জীবন বেঁচে নিতে হবে।কিন্তু আমরা বিশ্বাস করি সত্যিকার কাজ এ।আদর্শের জন্য জীবন যায় তো যাক, সৃষ্টিকর্তার কাছে কাপুরুষ বান্দা হিসেবে দারানর লজ্জা পেতে হবেনা এটাই কি পুরুস্কার হিসেবে যথেষ্ট নয় ?! আমাদের সাথে যারা যোগ দিতে চান, যোগাযোগ করুন আমার সাথে, কিছু প্রশ্ন কিংবা জানার থাকলে আমি সামনাসামনি বসে তার জবাব দেওয়ার চেষ্টা করবো সাধ্যমত ইনশাআল্লাহ্‌ ।আমার ফেসবুক এ আমার কন্টাক্ট নাম্বার দেওয়া আছে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.