নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা শান্তু

পাগলা শান্তু

াগলা শান্তু

মাথা নষ্ট !!!

াগলা শান্তু › বিস্তারিত পোস্টঃ

দয়া করে এই লেখা কেউ পরবেন না

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৫

গত কয়েকদিন খুব কঠিন সময় গেলো। আম্মুর MI Attack, NICVD তে ভর্তি হউয়া - আমি মানসিকভাবে খুব নড়বড়ে অবস্থায় ছিলাম । আল্লাহর অশেষ শুকরিয়ায় আম্মু এখন অনেকটাই সুস্থ ।বাসায় নিয়ে আসছি গতকাল ।শাহবাগ ও দেখলাম ঝিমাইয়া গেছে। আশাবাদি ছিলাম খুব আন্দোলন নিয়ে , পরে ভুলটা বুঝতে পারছি। আন্দোলন শাহবাগে ১৭ দিন অবস্থান করা কেউ সফল করতে পারবেনা- পারব আমরা, আমরা আপামর জন-সাধারন। আমাদের মানসিকতায় পরিবর্তন আনতে হবে।১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতা দিয়েছে , সেই যুদ্ধ বাংলাদেশের মানুষ কখন করছে? দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর। আমাদের জাতীয় চরিত্রই এইটা । তাই , অপেক্ষা করি দেয়ালে কখন আবার পিঠ ঠ্যাকে ! তারপর নাহয় দেশদ্রোহীদের বিরুদ্ধে নামা যাবে। বাঙ্গালী বড়ই সহিষ্ণু জাতি, লাত্থি গুতা হজম করার ক্ষমতা অনেক। তাই চিন্তার কিছু নাই।পাকিস্তান আর্মি,রাজাকার-জামায়াত-শিবির-সন্ত্রাসী-ইন্ডীয়ান আর্মি -আমেরিকান আর্মি যাই আসুক, আমরা মানাইয়া নিতে পারবো ।১৯৭১ এ জনসংখ্যা ছিল ৭ কোটি, তাতেই ৩০ লাখ শহীদ উপহার দিতে পারছি, আর এখন তো প্রায় ১৭ কোটি ! রক্ত যত লাগে, দিবো ।সত্যি কথা বলি, এই দেশে থেকে, এই দেশের- আমার এই প্রিয় মাতৃভূমির বুকে যুদ্ধাপরাধি, সন্ত্রাসী , অসাধু রাজনৈতিক নেতাকর্মী ,দুর্নীতিবাজ - এদের আস্ফালন দেখতে দেখতে আমি চরম ভাবে হতাশ।শাহবাগের আন্দোলন অনেকদিন পর মনে আশার আলো জ্বালিয়েছিল , কিন্তু ফলাফল কি তা দিব্বি বুঝতে পারছি। এখন দিন গুনছি ,কবে বলতে পারবো - টা টা বাংলাদেশ ! তোমার সোনার ছেলেরাই তোমার বুকে থাকুক, আমি আর পারলাম না। (লেখাটা অনেক মানসিক যন্ত্রনার মাঝে লেখা, কেউ কাটা ঘায়ে মলম লাগাতে আসবেন না দয়া করে, এ ঘা আজকের না, বহুদিনের পুরনো)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রক্তের বন্যা ছাড়া এই দেশে নাকি অন্যায় ভেসে যায়না, রুট পারমিট নাই। দেখি, কোথাকার জল, কোথায় যায়!


Click This Link

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৫৫

উড়োজাহাজ বলেছেন: আমি পড়িনি। (মিথ্যা কথা)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.