নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা শান্তু

পাগলা শান্তু

াগলা শান্তু

মাথা নষ্ট !!!

াগলা শান্তু › বিস্তারিত পোস্টঃ

ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১০

গত প্রায় ৫ সপ্তাহ যাবত দেশে চলতেছে ধুন্ধুমার কাণ্ড,কমপক্ষে ২৩০-৩০০ মানুষ প্রান হারিয়েছে নানাভাবে এই সময়ে মুলত রাজনৈতিক সহিংসতায়।তাদের মধ্যে অধিকাংশই রাজনৈতিক দলের কর্মী নয়, সমর্থক অথবা সাধারন মানুষ।অধিকাংশই নিহত হয়েছেন পুলিশের গুলিতে এবং ৭ জন পুলিশও নিহত হয়েছেন সহিংসতায়।পুড়েছে ট্রেন,বাস, বিভিন্ন ধর্মের উপাসনালয়,মানুষের বসতবাড়ি- এমনকি পুলিশ লাইনও।তাই একে ধুন্ধুমার কাণ্ড ছাড়া অন্যকিছু বলা যাচ্ছেনা। আমি পুরোপুরি অরাজনৈতিক এক ব্যাক্তি (বন্ধুবান্ধবদের সাথে আড্ডায় আর ইদানিং ফেসবুকের স্ট্যাটাস-কমেন্টস এ কিছু লেখা ছাড়া ),তবে আমার দাদা,বাবা,চাচা এবং বিভিন্ন আত্মীয়-স্বজন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত :P তাই একহিসেবে আমি রাজনৈতিক সুবিধাভোগী ব্যাক্তি হিসেবেও কারো কারো কাছে বিবেচ্য হতে পারি ;) ।কিন্তু সত্যিকার ভাবেই আমি আসলেই রাজনৈতিকভাবে নিরপেক্ষ্য ওরফে আমজনতা। তো আমজনতা হয়েও বুদ্ধিজীবীর মতো ভাব নিয়ে আমি ৫ সপ্তাহ আগে একটা গবেষণার পরিকল্পনা নিলাম ও সেই অনুযায়ী আচরন ও পর্যবেক্ষণ করতে শুরু করলাম।শাহবাগের আন্দোলনের সাথে কিছুদিন স্রোতে গা ভাসিয়ে চললাম, কিছুদিন শাহবাগের বিপরীতমুখী স্রোতে তাল মেলালাম, কিছুদিন আমজনতার কাতারে থাকলাম, বাকিটা সময় বুদ্ধিজীবী ভাব নিয়ে থাকলাম। আমার হিসেবে শাহবাগের আন্দোলনে গা ভাসানো খুবই সহজ কাজ ছিল প্রথম ২/৩ সপ্তাহ - হাজার হোক নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা তকমাটা খুব অল্প পরিশ্রমেই লাগান গেছে।রাজিব হায়দার( নাস্তিক ব্লগার থাবা বাবা) খুন হবার পর অবশ্য ব্যাপারটা আর এতোটা সহজ থাকলনা।নানা বিতর্ক শুরুও হল এই আন্দোলন নিয়ে।আস্তিক-নাস্তিক বিতর্ক যার প্রধানতম। ২-৩ সপ্তাহ পর ২টি দিকে যাওয়া সহজ হল অনেকটাই - একটা হল চুপচাপ আমজনতার কাতারে আবার ভিড়ে যাওয়া ,আরেকটা হল শাহবাগের বিরোধীদলের পক্ষ নেওয়া। তবে গত ২ সপ্তাহ হল সবচাইতে কঠিন সময় ।আমি নিজে বাসাবন্দি ছিলাম হরতালের কারনে আর সংবাদপত্র এবং ইন্টারনেট , টিভি চ্যানেলগুলোর মাধ্যমে বুঝার চেষ্টা করেছি দেশের অবস্থা। আমজনতার বক্তব্য আমি পরিস্কার বুঝতে পেরেছি আর কারোটা না পারলেও ( কারন বক্তব্যটা আমার নিজেরও ) - ১৯৭১ সালে যারা যুদ্ধাপরাধ করেছে তাদের বিচার আমরা চাই অবশ্যই কিন্তু তার আগে চাই শান্তি, নিজেদের জীবনের নিরাপত্তা ।রাজনীতির খেলায় যার মন চায় জিতুক, ক্ষমতায় যার মন চায় সে যাক,যে নেতা হইতে চায় - হউক, আমরা সাধারন জনগণ বাঁচতে চাই, দু-মুঠো খেয়ে পড়ে বাঁচতে চাই। রাস্তার পাশে হাঁটতে গিয়ে হটাৎ ছুটে আসা গুলিতে মরতে চাইনা,হরতাল সমর্থকদের লাগিয়ে দেয়া আগুনে পুড়ে মরতে চাইনা, অহেতুক পুলিশের নির্মমতার শিকার হতে চাইনা, চাইনা দুর্বৃত্তদের হাতে জবাই হতে! আরেকটু সোজা বাংলায় বলি? - " ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!! " । :((

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৩

আমিনুর রহমান বলেছেন: সহমত।

ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !

২| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২৭

মো কবির বলেছেন: হায়রে রাজনীতি !!
যেই দেশের মানুষ ভাত পায় না, সেই দেশে তোরা করিস রাজনীতি আর বিদেশীদের কাছে গিয়ে ভিক্ষুকের মতো পাতিস হত।

আর এই দেশে ফিরে এসে মুখে ফোটাস বড় বড় বুলি, মন চায় তোদের মতো নোংরা রাজনীতিবিদদের মুখে মারি থুথু.. X(

" ১৯৭১ সালে যারা যুদ্ধাপরাধ করেছে তাদের বিচার আমরা চাই অবশ্যই কিন্তু তার আগে চাই শান্তি, নিজেদের জীবনের নিরাপত্তা । রাজনীতির খেলায় যার মন চায় জিতার চেষ্টা করুক, আমরা শুধুই শান্তিতে বেঁচে থাকার চাই সুযোগ।
|-) |-) |-) :-<

৩| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩১

লালমিয়াভাই বলেছেন: এখন আপনি এসব কথা বললেই নব্য মুক্তিযোদ্ধারা (!) বলবেঃ

তুই রাজাকার, তুই রাজাকার

হা হা হা.... ;) ;) ;) ;)

৪| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭

াগলা শান্তু বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য । সেই ভয়েই আছি @ লালমিয়াভাই :#) :#)

৫| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪১

লালমিয়াভাই বলেছেন: কে কি এটা সেটা বলে দেশে বিভাজন তৈরী হচ্ছে যা সত্যিই দেশের উন্নয়নের জন্য ভীতিকর। মগজ ধোলাই ও ইমোশন দিয়া দেশ চলে না। জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। সুশাসন না এলে জাতি ও তার নেতাদের কোন রক্ষা নাই।

আমি ও আপনার মত একজন। কিছু লিখতে পারিনা, বলতে পারিনা। বললেই এটা সেটা বলে বসে। তাদের কি বলিঃ

আজ বুঝবি না বুঝবি কাল
ছিঁড়বি চুল, মারবি গাল।

৬| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪২

গ্রাম্যবালিকা বলেছেন: পড়লাম। :)

৭| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৪

আিম এক যাযাবর বলেছেন: আমরা শুধুই শান্তিতে বেঁচে থাকার সুযোগ চাই। এই সুযোগটা কি রাজনীতিবিদরা আমাদের দিবেন?????????? X( X( X(

৮| ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৫৬

মো কবির বলেছেন: আমি দেশের জন্য কিছু করার ইচ্ছায় একটা ফেইসবুক গ্রুপ খুলেছি আপনারা ইচ্ছে করলে এই দেশ রক্ষায় আপনার গুরুত্ব পূর্ণ মতামত থাকলে দিতে পারেন।



গ্রুপ লিঙ্ক>>


.


৯| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৪

একলা একা বলেছেন: সবার একটাই কথা এখনঃ
" ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!
" ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!
" ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!
" ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!
" ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!
" ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!
" ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!
" ভিক্ষা চাইনা মা, কুত্তা সামলান !!!

১০| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪

উড়োজাহাজ বলেছেন: এতো কাঠখোট্টা কথা বললে একাত্তরের বায়বীয় চেতনার কি হপে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.