নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা শান্তু

পাগলা শান্তু

াগলা শান্তু

মাথা নষ্ট !!!

াগলা শান্তু › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র বাংলাদেশের জন্য যারা পাগল, তারাই এই লেখাটা পরবেন - বাংলাদেশিরুপধারি মুনাফেকরা দোয়া করে আসবেন না

১৪ ই মে, ২০১৩ ভোর ৫:০৯

বাংলাদেশী জাতিয়তাবাদ মানে কি? বাংলাদেশী জাতীয়তাবাদ মানে এইটা বিশ্বাস করা যে “ আমরা বাংলাদেশীরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতিগুলোর মধ্যে অন্যতম” । কেন? (কেউ কেউ হয়তো আমার কথায় মুখ টিপে হাসছেন,কেউ হয়তো অট্টহাসিই দিবেন- তবে বেশী সাহস না দেখানোই ভালো! কাছে পেলে গলা টিপেও ধরতে পারি )।বলা হয়- জয়ীরাই ইতিহাস রচনা করে।কিন্তু ইতিহাস আমরা বাংলাদেশীরাই রচনা করেছি সবসময় ,যখন বাঙালি ছিলাম তখনও।সেই তিতুমির থেকে শুরু করে হাজি শরিয়তুল্লাহ, মাস্টারদা, সূর্যসেন,খুদিরাম,প্রীতিলতা ওয়াদ্দেদার,বাঘা যতিন,নেতাজি সুভাষচন্দ্র বসু – ব্রিটিশ কুত্তাদের অত্যাচারের ২০০ বছরের যত অগ্নিকান্ডের সুত্রপাত,বীরের মতো প্রতিবাদ- এই বর্তমানের বাংলাদেশ নামক ভুখন্ডের সুপুত্ররাই করেছে।মাঝখানে নেতাজির বিক্রমে ভয় পেয়ে ইংরেজ কুত্তাদের পালিত গান্ধির ষড়যন্ত্রের ফসল আমরা পেয়েছি আরেক বেজাত জিন্নাহর সমন্বয়ে- আদি বাংলা ভাগ! যাহোক, তাতে তেমন ক্ষতিবৃদ্ধি হয় নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নেতা (বাংলাদেশের জনক) জন্মিয়েছেন এই বাংলাদেশেই।আমরা সেই ৫০০০ বছর ধরে বিদেশী হানাদারদের অত্যাচারী শাসন আর লুণ্ঠনের স্বীকার হয়েছি একথা সত্যি, কিন্তু বারবার মাথা তুলে দাঁড়িয়েছি। ওরা বাধ্য হয়েছে আমাদের জাতিসত্তার সাথে মিশে যেতে,নিজেদের সংস্কৃতিকে কাটছাট করে হলেও আমাদের সংস্কৃতির মধ্য দিয়ে টিকিয়ে রাখতে।আমরা কখনও হার মানি নাই।আমাদের কেউ কেউ বলে মিশ্র জাতি। আরে বেকুব, অর্বাচীন- বিজ্ঞান পড়।জেনেটিক্সের নামও তো এই কুলাঙ্গারগুলা মনে হয় জীবনে শুনে নাই!এই বিভিন্ন জাতির মানুষের মিশ্রনের কারনেই আমাদের বাংলাদেশী জাতিসত্তা আজ আরও উন্নত হয়েছে।প্রাচিন মিশরে ভাইবোনের মধ্যেই বিয়ে হত,আর তাঁর ফলে জন্মগতভাবেই তারা নানারকম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতো এবং তাদের আয়ু স্বভাবতই হতো খুবই কম (২০-২৫ বছর)।আমরা কি জিনিস তা হাড়ে হাড়ে টের পেয়েছে ১৯৭১ সালে লম্বা চূড়া হাঁটুতে বুদ্ধিওয়ালা পাকিস্তানী শুয়ারের বাচ্চারা।ওদের জারজ জামায়াতের মুনাফিকগুলা না থাকলে আরও আগে ওরা বাপ বাপ কইরা এই পবিত্রভুমি বাংলাদেশ থেকে পালাতো।আমাদের বাংলাদেশীরা যেখানেই যায় সেখানেই জয়জয়কার (সত্যি বলতে- কুকর্মেও )।



আমাদের এই বাংলাদেশীদের একমাত্র- না না দুইমাত্র দুর্বলতা ঃ ১) আমাদের কোন জাতীয় আদর্শ নেই এবং ২) আমাদের একটা ধারনা নিজেদের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে বাংলাদেশীরা অলস-অকর্মন্য-আমাদের দিয়ে কিছু হবেনা(দুরনিতিবাজদের সাথে চল,তোমার একার উন্নতি তো অন্তত হবে?!)- আমাদের বর্তমান রাজনিতিকরা এবং বিশেষভাবে আলাদা করে জামায়াতে ইসলামি বাংলাদেশ ও তার ছাত্র সংগঠন ইসলামি ছাত্রশিবির এরাই এই মহাসুযোগ নিচ্ছে। দেশের যত সমস্যার মূলে এরাই।আসলে প্রত্যেক জাতির কিছু দুর্বল সদস্য থাকেই- তাদের ELIMINATE করতে হয়, দেশের শান্তির জন্য। এমনকি আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ জনগনের ধর্ম ইসলামেও বলা আছে- শান্তি কায়েমের জন্য প্রয়োজনে বল প্রয়োগ করা জায়েজ।

"আমি বাংলাদেশী জাতিয়তাবাদে বিশ্বাস করি এবং এর চেতনা আমার মনে ধারন করি শক্তভাবে"। ........................তারপর আরও পরিস্কার করে বলি - আমি বিম্পি করিনা , কিন্তু আমি বাংলাদেশে বিশ্বাস করি, বাংলদেশ- এরভাষা ,ইতিহাস, ঐতিহ্য,সংস্কৃতি সব আমার গর্ব, আমার আশা আকাঙ্খা, স্বপ্ন, বর্তমান, ভবিষ্যৎ, দুঃখ, আনন্দ-উল্লাস, ক্রোধ,ঘৃণা সবই বাংলাদেশকে নিয়ে।আমি জীবনে কখনও পাকিস্তান সহ্য করতে পারিনা, তাদের সমর্থকদেরও না, যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদের আমি সময় ও সুবিধামত পেলে মেরে ফেলব( কোন বিচারের ধার ধারব না), যারা আজ বাংলাদেশী নাগরিক হয়ে ভারতের সমর্থন করে আমি তাদের ঘৃণা করি।আমি শুধু বাংলাদেশীদের ভালোবাসি, এবং বাংলাদেশকে যারা ভালবাসে তাদের ভালবাসি।আমি উগ্র বাংলাদেশী জাতীয়তাবাদে মত্ত কিন্তু আমি বিম্পিরে ঘৃণা করি কারন তারা জামায়াত-শিবিরের দোসর।ঠিক তেমনি আওয়ামীলীগকেও ঘৃণা করি কারন তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করে,তাদের অত্যধিক ভারতপ্রিতি।আমি বাংলাদেশ ক্রিকেট দলের খেলা দেখতে গিয়ে গলার স্বর বসিয়ে দিগবিজয়ীর বেশে বাড়ি ফিরি,হারলে কষ্ট ভুলে থাকতে একসাথে ১০ টা মিডাজলাম খাই, তাও ঘুমাতে পারিনা- কষ্ট কমেনা।আমি গনজাগরন মঞ্চ, হেফাজতে ইসলাম দেখে হাসি, তাচ্ছিল্যের হাসি- ওরা বড়োজোর ১ কোটি হবে ??!! নাকি তাও হবেনা? আমার মতন আছে আরও ১৫ কোটি।বাংলাদেশ শুধুমাত্র আমাদের কারনে কোনোদিন আফগানিস্তান-পাকিস্তান হবেনা, সাভার ট্র্যাজেডির মতো দুর্ঘটনার পরেও গার্মেন্টস শিল্প এগিয়ে যাবে তরতর করে, পদ্মা সেতু-হলমার্ক কেলেঙ্কারির একদিন বিচার হবেই, সোহেল রানাকে হেলিকপ্টারে ঘুরাতে নিতে যাওয়ার লোভ দেখিয়ে ১০০০ ফুট উপর থেকে আমরা ফেলে দিব, রামপাল বিদ্যুতকেন্দ্র সুন্দরবনে আমরা হতে দিবনা( ভারতের কুচক্রান্ত-আমাদের গর্ব সুন্দরবন ধ্বংসের ), আমরা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে গটগট করে বহির্বিশ্বের ইমিগ্রেশন দিয়ে হেঁটে যাবো- ওরা সম্মান আর শ্রদ্ধার দৃষ্টিতে আমাদের দিকে তাকিয়ে থাকবে।ক্রিকেট মাঠে দেখেন না " বাংলাদেশ বাংলাদেশ" গর্জনে স্টেডিয়াম কেমন প্রকম্পিত হয়ে উঠে?!!! কেউ কেউ হাসছেন আমার লেখা পড়ে- আমি নিশ্চয়তা দিয়ে বলছি আজ থেকে ১৫ বছরের মধ্যে বাংলাদেশীরা এইসব সাফল্য অর্জন করবেই। আসুন, আমরা আমাদের যাদের সাহস আছে তারা প্রকাশ্যে এই স্বপ্ন সফলের জন্য হাত মিলাই ( যাদের সাহস নাই তারা গোপনে হাত মিলাতে আসতে পারেন ) এবং কাঁধে কাধ মিলিয়ে দেশটাকে আমাদের সপ্নের জায়গায় নিয়ে যাই। মুক্তিযুদ্ধের চেতনার মেলা (গনজাগরন মঞ্চ) আর হেফাজতে ইসলাম নিয়ে চিন্তার কিছু নাই। মুক্তিযুদ্ধের চেতনা আপনার আমার যথেষ্ট ভালই আছে- ওই জন্যে মঞ্চে গিয়া গলাবাজি করা লাগেনা,বেলুন উরাইতে আর মোমবাতি জ্বালাইতে হয়না।আর মুমিন মুসলমান হইতে আর ইসলাম চর্চার জন্যে আমাদের হেফাজতে জামায়াতে ইসলামে "ও দরকার নাই। ইসলাম পালনের জন্য এবং সেই অনুযায়ী মুসলিম হিসেবে জিবন-যাপনের তরিকা মহান আল্লাহ সুভানাল্লাহ তাআলা আমাদের দিয়ে গেছেন ১৪০০ বছর পুবেই আর দিয়েছেন রাসুলের সুন্নাহ হাদিস শরিফ- আর জন্মের সময় দিয়েছেন বিবেক । বাংলাদেশ বাংলাদেশ" শ্লোগানে দেশ প্রকম্পিত করি আর দেশের আবর্জনাগুলকে বঙ্গপসাগরে নিক্ষেপ করি (জীবিত না, মৃত- কারন এইসব পতিত বাংলাদেশীরূপধারী কালসাপদের বিশ্বাস নাই এবং এইসব বাংলাদেশিরুপধারি ভারতীয় ও পাকিস্তানীদের বাংলাদেশী জাতিয়তাবাদে স্থান নাই)।



বাংলাদেশী জাতিয়বাদ দেশের মানুষের কোন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অথবা একই সাথে বড় সুবিধা অসুবিধাকে গুরুত্ব দেয়।

আমাদের কৃষি,রপ্তানি বাণিজ্য, গার্মেন্টস সেক্টর ..............................বলে শেষ করা যাবেনা আমাদের সম্ভাবনার কথা। আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দেব যে বাংলাদেশ একটা দেশ- কারো তাঁবেদার রাষ্ট্র নয়। দরকার হলে এজন্যে রক্তের হোলি খেলা হবে!!! আরও অনেক কথা বলার আছে---------------- আপাতত শেষ করছি আমাদের জাতীয়কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা দিয়ে --------

“জাগো সৈনিক-আত্মা।জাগো সৈনিক-আত্মা!

বন্ধুরা এসো ফিরে।বন্ধুর পথে চলিব আবার,বন্ধুরা এসো ফিরে

নারী । হায় ফিরদউসের ফুল!

নিত্য প্রবল হও ।অন্তরে আর বাহিরে সমান নিত্য প্রবল হও!

আগ্নেয়গিরি বাঙলার যৌবন ।ঘুমাইয়া ছিল আগ্নেয়গিরি বাংলার যৌবন

তুমিকি গিয়াছ ভুলে ? তুমিকি গিয়াছ ভুলে ?

চির বিদ্রোহী । হার মেনেছ বিদ্রোহীকে বাধতে তুমি পারবেনা “ ------------শেষ সওগাত (১৯৫৮)





আমার পরবর্তী লেখায় এই কট্টর বাংলাদেশী জাতিয়তাবাদ নিয়ে এবং তার দিক নিরদেশনা নিয়ে আরও লেখা আসবে । যারা বাংলাদেশের জন্য পাগল শুধু তারাই পরেন, বাংলাদেশী মুনাফিকরা সাগতম নয় আমাএ ব্লগে ।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ সকাল ৭:৪৮

ভিটামিন সি বলেছেন: ভাই এতো বড় কেনে? ধের্য্য নিয়ে অর্ধেক পড়েছি আর পারলাম না।

২| ১৪ ই মে, ২০১৩ সকাল ৭:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: বাংলাদেশী জাতীয়বাদ পরিপূর্ণ জাতীয় বাদ যেটা পাহাড়ী বাঙালী সবাইকে একত্রিত করে। জাতীয়বাদের চেতনা একটা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে টনিকের মত কাজ করে। তবে জাতীয়তা বাদ নিয়েও যার যার ব্যক্তিগত চিন্তা আদর্শ শ্রদ্ধা জানাই। আমাদের যেহেতু রাজনীতি বিদেরা শুধু বিভেদ শিক্ষা দান করে থাকেন।আর কিছু সংখ্যক ব্লাইন্ড সমর্থক ও সৃষ্টি হয়েছে। হয়ত এ ই অবস্থার উত্তরণ হবে।

৩| ১৪ ই মে, ২০১৩ সকাল ৮:৪৯

আগুনে পাখি বলেছেন: ভিটামিন সি বলেছেন: ভাই এতো বড় কেনে? ধের্য্য নিয়ে অর্ধেক পড়েছি আর পারলাম না। :P :P

৪| ১৪ ই মে, ২০১৩ সকাল ৯:০২

মো:ফয়সাল আবেদিন বলেছেন: আমরা চাইলে আমাদের এই দেশকে এগিয়ে নিতে পারি । তার জন্য শুধ প্রয়োজন জাতীয়বাদের চেতনা । ধন্যবাদ ।

৫| ১৪ ই মে, ২০১৩ সকাল ৯:২৪

বোকা_ছেলে বলেছেন: দাদা ।। বাংলাদেশী জাতীয়তাবাদ বলিলে তো আপনি রাজাকারের দোসর হয়ে যাবেন।।।। সঠিক শব্দ হইবে বাংগালী জাতীয়তাবাদ ।।। আমরা বাংলাদেশী না আমরা বাংগালী। ।।।। জয় বাংলা। ।।

৬| ১৪ ই মে, ২০১৩ সকাল ১১:৪৭

গোবর গণেশ বলেছেন: নম নম নম বাংলাদেশ মম,
চির মনোরম, চির মধুর..........

নজরুলের মুখেই বাংলাদেশ শব্দটি উচ্চারিত হতো,
আর কোন কবির মুখে কেন নয়???

৭| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: দুর্দান্ত!

৮| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

খাটাস বলেছেন: আমি উগ্র বাংলাদেশী জাতীয়তাবাদে মত্ত কিন্তু আমি বিম্পিরে ঘৃণা করি কারন তারা জামায়াত-শিবিরের দোসর।ঠিক তেমনি আওয়ামীলীগকেও ঘৃণা করি কারন তারা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করে,তাদের অত্যধিক ভারতপ্রিত।
পুরাটাই পরে ফেললাম। একটা শক্ত লেখা অনেক বড় অস্ত্র। আপনার অস্ত্র বানানোর হাত আছে। চালিয়ে যাও মামা। সাথে আছি।

৯| ১৪ ই মে, ২০১৩ রাত ৯:২৯

াগলা শান্তু বলেছেন: বাঙ্গালি আমরা একসময় ছিলাম, যেমন ছিলাম পূর্ব পাকিস্তানী। এখন আমাদের পরিচয় একটাই " বাংলাদেশী "।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.