নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা শান্তু

পাগলা শান্তু

াগলা শান্তু

মাথা নষ্ট !!!

াগলা শান্তু › বিস্তারিত পোস্টঃ

শুধুমাত্র বাংলাদেশের জন্য যারা পাগল, তারাই এই লেখাটা পড়বেন - বাংলাদেশীরুপধারি মুনাফেকরা দয়া করে আসবি না

২০ শে মে, ২০১৩ রাত ৩:২২

আমাদের দেশের প্রবাসী ভাই-বোনেরা জানেন ও উপলব্ধি করেন বাংলাদেশী জাতীয়তাবাদে (বিম্পির তথাকথিত সুবিধাবাদি জাতীয়তাবাদের কথা বলছিনা আমি ) আমাদের সকল বাংলাদেশীর উদ্বুদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা ও প্রবাসী ভারতীয় ও পাকিস্তানীদের প্রবাসী বাংলাদেশীদের প্রতি বিরূপ মনোভাব ও আচরনের অনেক ঘটনাই আমি তাদের কাছে শুনেছি।

প্রয়োজনের সময় প্রবাসে বাংলাদেশী দূতাবাস ও প্রবাসী বাংলাদেশীরা অনেকসময়ই একে অপরের পাশে সাহায্যের জন্য দাঁড়াননা কিংবা এগিয়ে আসেননা।অথচ এমন অনেক উদাহরনের কথাই শুনেছি ও জেনেছি যে,নিজেদের প্রয়োজনে ভারতীয় ও পাকিস্তানীরা বাংলাদেশীদের সাথে গলায় গলায় খাতির পাতিয়েছে আর পক্ষাবলম্বনের সময় কিংবা বাংলাদেশীদের প্রয়োজনের সময় নিজেদের দেশের ও জাতেরই পক্ষ নিয়েছে।

“বাংলাভাষী ভাই” কিংবা “ধরমের(মুসলমান) ভাই”এর চাইতে নিজ দেশীয় ভাইই তখন ভারতীয় ও পাকিস্তানীদের কাছে আপন হয়ে যায়, কৃতঘ্নতা করতেও তখন আর তাদের একটুও দ্বিধাবোধ হয়না।

কেউ হয়তো প্রশ্ন তুলবেন,আমি কেন শুধু ভারতীয় ও পাকিস্তানীদের প্রসঙ্গই টানছি ? নিশ্চয় আমার রাজনৈতিক মতলব আছে কোন !

হ্যাঁ, আমি আজ কেবল ভারতীয় আর পাকিস্তানীদের প্রসঙ্গই টানছি, এবং ধরে নিতে পারেন আমার রাজনৈতিক মতলবও আছে। কেন???

কারন হল আমাদের বাংলাদেশীদের মধ্যে অনেক কুজাত-বিজাত আছে যারা একদল পাকিস্তান আর আরেকদল ভারত বলতে অজ্ঞান বা অন্ধ সমর্থক।“প্রত্যেক মুসলমান একে অপরের ভাই”- আমাদের রাসুল (সঃ)এর বিদায় হজ্জের সময় বলা এই কথার অপব্যবহার করতে এই পাকিস্তান সমর্থক কুত্তাগুলার কোন উৎসাহের অভাব নাই।পারলে বাসার ছাদে পাকিস্তানী পতাকা উড়ায় এই স্বাধীন বাংলাদেশে।“জামায়াতে ইসলামি বাংলাদেশের” পতাকা দেখেছেন কেউ? পাকিস্তানের জাতীয় পতাকার প্রায় অনুরুপ।অথচ ফিলিস্তিনের/সিরিয়ার মুসলমানদের নিয়ে তাদের কোন কথা বলতে তো শুনিনা কখনও?!!! এতো অত্যাচার হচ্ছে ওখানকার মুসলমানদের উপর তা নিয়ে তো এক ফোঁটা চোখের পানিও তাদের পড়তে দেখিনা?!!!একে ভণ্ডামি বলবনা তো আর কাকে বলবো??! কুকুরগুলার অনেকে এমনকি বাংলাদেশের সাথে এদের ক্রিকেট ম্যাচ থাকলে বাংলাদেশকে সমর্থন না করে ভারত-পাকিস্তানের সমর্থনও করে পর্যন্ত!! অযুহাত দেয় –খেলা তো খেলাই!!!আরেকপক্ষের অযুহাত “ভারত আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্যকারী দেশ” , “পাকিস্তান ইসলামিক দেশ,আমাদের মুসলিম ভাইদের দেশ” !!!!

বাংলাদেশী আমার এক ছোটবেলার বন্ধু,খুব কাছের বন্ধু- এখন অস্ট্রেলিয়াতে থাকে বউসহ। অস্ট্রেলিয়া যাওয়ার আগে ও পাকিস্তান ক্রিকেটদলের ঘোর সমর্থক ছিল।কিন্তু এখন পাকিস্তানের নাম শুনলেও ওর গা জ্বালা করে। ও বলে, “প্রবাসে না গেলে তুই বুঝবিনা ভারতীয় ও পাকিস্তানীদের কুচরিত্র ও নিজদেশের মানুষের প্রতি ওদের নির্লজ্জ পক্ষপাত আর আমাদের বাংলাদেশীদের জাতীয়তাবাদের অভাব”। ধর্মের মিলকে দোহাই দিয়ে বাংলাদেশীদের দিয়ে নিজের কাজ হাসিলের পর তাকে ভুলে যাওয়া নাকি পাকিস্তানীদের মজ্জাগত স্বভাব- এটা আমি প্রবাসী অধিকাংশ বাংলাদেশীর কাছ থেকেই শুনেছি।

বাংলাদেশী জাতীয়তাবাদ মানে সকল বাংলাদেশী একে অপরের ভাই।সকল বাংলাদেশীর জীবনের লক্ষ্য বাংলাদেশ রাষ্ট্রে এতবছরে যত জঞ্জাল জমেছে তা পরিস্কার করে বাংলাদেশকে পৃথিবীর বুকে সফল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে অব্যহত প্রানপন চেষ্টা করা।অনেক ত্যাগ হয়তো তার জন্য স্বীকার করতে হবে কিন্তু পিছপা হওয়া চলবেনা।সকল বাংলাদেশী জনগণকে এই জাতীয়তাবাদী চেতনা পৌঁছে দিতে হবে যাতে তারা এই চেতনা বুঝতে পারে ও অন্তরে লালন করতে পারে এবং নিজ চেতনায় সফল বাংলাদেশ রাষ্ট্র গড়ার কাজে শামিল হতে পারে।আল্লাহ (অন্য ধর্মাবলম্বীরা পড়ুন- সৃষ্টিকর্তা ) মানুষের চেষ্টার প্রতিদান অবশ্যই দেন।আমরা বাংলাদেশীরা যদি সঠিক পথে চেষ্টা করি তবে ইনশাল্লাহ আমরা আমাদের কাজে সফলতা অর্জন করব,আমাদের অভীষ্ট লক্ষ্যে পৌছাতে সমর্থ হবো- “সফল বাংলাদেশ গড়বো”।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ রাত ৩:৪০

গোবর গণেশ বলেছেন: আমরা গরীব নই। আমাদের অনেক আছে। কোন এক অদৃশ্য টানে অন্যের সমর্থন করতে নিজের ক্ষতি না করলেই আমরা বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারবো। আমরা পারিনা কে বললো। আমাদের অনেক মথাওয়ালারা দেশে উপযুক্ত পরিবেশ/মূল্যায়ন না থাকায় বিদেশীদের উন্নয়ন কর্মে সফলতা দেখাচ্ছে। আমাদের সাহস আছে, মেধা আছে, শক্তি আছে, উর্বর ভূমি আছে ........... আর কি লাগে। তবুও কেন এমন?

২| ২০ শে মে, ২০১৩ রাত ৩:৫৬

শিপন মোল্লা বলেছেন: ঠিক যথার্থ বলেছেন ভাই। পোস্ট এ প্লাস

৩| ২০ শে মে, ২০১৩ সকাল ৭:৫০

মেলবোর্ন বলেছেন: এই দুই দেশের পাচাটা বন্ধ করে যখন মাথা নস্ট রাজনীতিবিদ ও তাদের চ্যলা চামুন্ডাদের উস্টা মেরে সোজা করতে পারবো সেদিন বলবো দেশ আজ স্বাধীন হইছে শকুনের হাত থেকে।

বিদেশে থাকলে আসলেই বোঝাযায় দেশপ্রেম কি দেশ কি বাংগালী কি বাংলাদেশি কি। তবে দেশের চুরি করা ও ঘুষের টাকায় বিদেশে থাকলে সেটা মনে হবে না কারন অনেক আছে মুল টা হলো তাদের মন/অন্তর পচে গেছে।

৪| ২০ শে মে, ২০১৩ রাত ৮:২৭

ফায়ারম্যান বলেছেন: যাদের মায়ের ভাতার ( স্বামী !! ) দুইটা , তারাই ক্রিকেট ম্যাচে বাংলাদেশী হয়েও ভারত কিংবা পাকিস্হান বলতে বলতে অজ্ঞান হয়।

৫| ২১ শে মে, ২০১৩ সকাল ১১:৫৭

াগলা শান্তু বলেছেন: আমাদের আত্মসম্মান যে আছে সেটা আমাদের প্রমান করতে হবে, বাংলাদেশ রাষ্ট্রই হোক আমাদের ধ্যান-জ্ঞান , বাংলাদেশী আমরা এটা অন্তরে থাকুক সবসময়। ধন্যবাদ সবাইকে তাদের মন্তব্যের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.