নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগলা শান্তু

পাগলা শান্তু

াগলা শান্তু

মাথা নষ্ট !!!

াগলা শান্তু › বিস্তারিত পোস্টঃ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও কিছু কথা

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৩৩

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার অনুপ্রেরণা সেই ছোটবেলা থেকে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি। তাঁর প্রতি আমার শ্রদ্ধার কোন সীমা নেই ।তাঁর পুরো রাজনৈতিক জীবন প্রতিটি তরুন রাজনিতিকের আদর্শ হওয়া উচিত অবশ্যই। এমনকি যারা বিএনপি করে তাদেরও।কিউবা,চিন,ভেনেজুয়েলা,ইরান এইসব দেশের অর্থনৈতিক,সামরিক আর সামাজিক ও রাষ্ট্রনৈতিক দিক নিয়ে আমরা প্রায়ই নানা ভালো ভালো কথা বলে থাকি।একবারও কি চিন্তা করি তাদের শাসনব্যাবস্থা কিরূপ? মানবাধিকার পরিস্থিতি? কিন্তু তারা কিন্তু মাথা উচু করে পৃথিবীর বুকে দাড়িয়ে আছে। তাঁবেদার রাষ্ট্র হিসেবে কেউ তাদের আঙ্গুল তুলতে পারবেনা। এর কারন তাদের শাসকদের জাতীয়তাবোধ- যার ফলশ্রুতিতে জনগনের মাঝেও জাগ্রত হয়েছে দেশপ্রেম ও জাতীয়তাবোধ । এতসব কথা অবতারনা করার কারন- অনেকেই বাকশালের কথা শুনতেই আঁতকে উঠেন। কিন্তু বঙ্গবন্ধু কেন এমনটা চিন্তা করেছিলেন? নিজের কাছে প্রশ্ন করেছেন কখনও? তাঁর আঙ্গুলিহেলনে বাংলাদেশ তখন চলত, ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য তাঁর এমন কিছু করার দরকার পড়ার কথা না। তাহলে কেন??? ঐযে দেশগুলর কথা উল্লেখ করলাম তাদের শাসনব্যাবস্থার কথাটা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন।বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে জানা যায় গনচিনের প্রতি তাঁর মুগ্ধতার কথা- কিভাবে পাকিস্তানের প্রায় সমসাময়িক সময়েই তারা স্বাধীন হয়েও মাত্র এক দশকে তারা অর্থনৈতিক,সামরিক ও জনগনের দেশাত্মবোধের দিক থেকে এগিয়ে গিয়েছিল যোজন যোজন দূর?- বঙ্গবন্ধু তাঁর প্রথম চিন সফরের সময় দেখেছেন মুগ্ধ হয়ে আর ভেবেছেন। কম্যুনিজম নয় কিন্তু পরিবর্তিত কোন উপায়ে দেশকে যুদ্ধপরবর্তী দুর্দশা থেকে টেনে তুলতে হবে- জনগনের মধ্যে দেশ গড়ার এক অভূতপূর্ব উদ্দীপনা জাগিয়ে তুলতে হবে, দেশের পুনর্গঠন ও উন্নয়নে সমগ্র দেশবাসিকে একসাথে নিয়ে কাজ করতে হবে। বাকশাল কোন দমননীতি কিংবা ক্ষমতা আঁকড়ে রাখার পরিকল্পনা ছিলনা, ছিল মুক্তিযুদ্ধের ও মুক্তিযুদ্ধের পরবর্তী শোকাহত বাংলাদেশী জাতির ঘুরে দাড়িয়ে একতাবদ্ধ হয়ে কাজ করার পূর্বপ্রস্তুতির পরিকল্পনা।দুঃখজনকভাবে বঙ্গবন্ধুর সেই সুযোগ আর হয়নি, আর হলেও বাকশাল বাস্তবায়নে সফলতা আসতে যথেষ্টই বাধা ছিল সেইসময় বঙ্গবন্ধুর আশে পাশে ও প্রশাসনে থাকা কিছু বিষাক্ত সাপ। যারা বঙ্গবন্ধুর অজান্তে তাঁর নামকে পুঁজি করে মেতে উঠেছিল বাংলাদেশকে ধ্বংসের কুচক্রান্তে।আমি কারো নাম উল্লেখ করছিনা কারন তাদের চেনা কঠিন কিছু নয়। যে কেউ একটু পড়াশুনা করলেই জানতে পারবে সেইসব কালসাপদের কথা। দুঃখজনক হলেও সত্যি যে ৭১ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর আশে পাশে কাছে কোন বন্ধু- সত্যিকার অনুসারি ছিলেন না, বঙ্গবন্ধুর ব্যর্থতা যদি কিছু থেকে থাকে তবে এই সময়ে তাঁর বন্ধু ও শত্রু-সুবিধাবাদি চিনতে পারার ব্যর্থতা।আর আসলে দেশের মানুষের প্রতি তাঁর মায়া-মমতা-দরদ ছিল অসীম। তাই অনেককে হাতে-নাতে ধরেও তিনি পরে মাফ করে দিয়েছেন।আমার এই লেখা অনেকের গাত্রদাহের কারন হতে পারে, তাতে আমার কিছুই আসে যায় না। যা আমি সত্য বলে মনে করি তা স্পষ্ট করেই বলি ও বলতে চাই। - জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৩৮

রিওমারে বলেছেন: ।তাঁর পুরো রাজনৈতিক জীবন প্রতিটি তরুন রাজনিতিকের আদর্শ হওয়া উচিত অবশ্যই। এমনকি যারা বিএনপি করে তাদেরও। :P :P

জনাব, শেখ মুজিবের রাজনৈতিক আদর্শ গুলো কি কি ছিল একটু যদি বিস্তারিত লিখতেন তা হলে তরুন প্রজন্ম আপনার কাছে কৃতজ্ঞ থাকত ।

২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:১৯

বাংলার হাসান বলেছেন: বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ গুলো কি কি ?

৩| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:৫৯

াগলা শান্তু বলেছেন: B-)) সেগুলো নতুন করে বলার কিছু নাই- আমি যা বলতে চেয়েছি তা হল রাজনিতিক হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য আজকের তরুনরা পেশিশক্তি,সন্ত্রাস,রাজনৈতিক বাবা/মার সুনাম ও পরিচয়, অর্থ এসবই ব্যাবহার করে। বঙ্গবন্ধু সেভাবে উঠে আসেন নাই। বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ জানার জন্য আমার কাছ থেকে শোনার দরকার নাই- বাংলাদেশের সংবিধানের মূলনীতি গুলো পড়েন - ওগুলাই বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ । :#) :#)

৪| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৫:০৭

াগলা শান্তু বলেছেন: আর বিএনপির নেতা (উঠতি) তাদের কথা বলাটাই আমার ভুল হইছে B-) :D :#) তারা তো সেনাবাহিনীতে ঢুকবেন, তারপর মেজর হয়ে চাকরি ছেড়ে দিয়ে রাজনীতিতে নামবেন B-)) আর সেনাবাহিনীতে ঢুকার সুযোগ না পেলে শিবিরের কাছ থেকে ট্রেনিং নিবেন :P :#) :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.