![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বগুড়া শহরের বড়গোলা ভাণ্ডারী লেনে ১৭ মাস বয়সী এক শিশুকন্যা উম্মে সালমা রশ্মিকে ধর্ষণের পর নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার সকালে বাড়ির সামনে খেলার সময় শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার বিকালে পাশের ছয়তলা ভবনের দোতলায় আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির (আলীকো) বাথরুমের ফলস ছাদ থেকে তার পচন ধরা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ওই অফিসের পিয়ন রকিকে গ্রেফতার করেছে। সে ফুলবাড়ী মধ্যপাড়ার বাবলুর ছেলে। শিশুর স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেছেন, এক কোটিপতির কাছে টিনশেড বাড়িটি বিক্রি করতে রাজি না হওয়ায় তার নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। নিষ্পাপ এ শিশুকে হত্যার ঘটনায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ন রকি ওই শিশুকে অফিসে নিয়ে ধর্ষণের পর পেটে ছুরিকাঘাতে হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেছে। আশপাশের লোকজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে এ খবর পাঠানোর সময় এলাকাবাসী এবং বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ নিহতের বাড়িতে ভিড় করছিলেন। স্বজনদের আহাজারিতে তারাও কেঁদে ফেলেন। জানা গেছে, ওই এলাকার বাকপ্রতিবন্ধী ধুনকার বিহারি (অবাঙালি) গোলাম রব্বানীর একমাত্র শিশুকন্যা রশ্মি গত মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির সামনে খেলছিল। সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়। এ ব্যাপারে সদর থানায় জিডি ও মাইকিং করা হয়। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পাশের জনৈক জাহিদুল ইসলাম বিটুর মালিকানাধীন ছয়তলা ভবনের দোতলায় আলীকো অফিসের বাথরুমের ফলস ছাদে শিশুটির ভুঁড়ি বের হওয়া পচন ধরা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
যুগান্তরে খবরটা পড়ে অবাক হতে গিয়েও হতে পারলাম না! ১৭ মাস বয়সী শিশুকে ধর্ষন। আমার অবাক হওয়াতে কি যায় আসে? অবাক হতে হতে অবাক হওয়াটা শূণ্যের কোঠায়। আমি কিছু কথা জানতে চাই যারা ধর্ষনকে মেয়েদের দোষ বলে ডিফেন্ড করে . . .
* মানলাম নারীর দেহের উঁচু নিচু ভাজ দেখে আপনার প্যান্ট ভিজে যায়, তবে একটা ১৭মাস বয়সী শিশুর দেহে কি উঁচু নিচু ভাজ দেখতে পেলেন যে ঐটুকু শরীরে আপনার পৌরুষত্ব দেখান??
*টিভিতে পর্ণ দেখে আপনার কামনা বেড়ে যায়! বেপর্দা নারী দেখে আপনার পৌরুষ টিংটিং করে তাই ধর্ষন করতে আগ্রহী হন (আপনাদের ভাষ্যমতে) , আমাকে একটু বোঝান ১৭ মাস বয়সী শিশুর কোন অংশটুকু দেখে আপনি কামের তাড়নায় পড়েন?
* যারা ধর্ষনের দায় মেয়েদের উপর চাপায় সেসব নপুংশকদের কাছে আমার জিজ্ঞাসা, এইবার কি বলবেন? ১৭ মাস বয়সী শিশু আপনার সামনে এসে ক্যাটওয়াক করেছে ???
* আপনার পৌরুষত্বের তেজ এতোই বেশী হলে একটা বালিশ ফুটো করে প্রশমিত করুন। কারন নারীদের দোষারোপ করা শোভা পায়না আপনাদের! আপনি তো আপনার মা কে দেখেও কামনার আগুনে জ্বলবেন।। যা দেখছি তাতে মনে হয় আপনাদের (যারা মেয়েদের দোষ দিয়ে শাক দিয়ে মাছ ঢাকে) হাত থেকে আপনাদের মা পর্যন্ত নিরাপদ নয়।।
আপনাদের কাছে বিছানাটাই সুখ। সে এক বছরের শিশু হোক কিংবা ১০০ বছরের বৃদ্ধা! আপনার বীর্যে ঝামেলা আছে । প্রকৃতপক্ষে আপনি অক্ষম তাই আঁড়ালে কামনা মেটান!! বাংলাদেশে সেক্স ডলের রমরমা ব্যাবসা এখনো কেন কেউ খুলে নাই, ভাইবা আমি তাজ্জব হই বীর বাঙালি পুরুষ ভায়াগ্রা খাবে, তারপর ( পাশের বাড়ির নাবালক মেয়ে শিশু, কিংবা অন্য নারীর উপর ঝাপায়া না পড়ে) ঝাপিয়ে পরবে নিজের টাকায় কেনা সেক্স ডলের উপর- প্রশমিত করবে অদম্য কাম ক্ষুধা ! বীর বাঙালি পুরুষের দরকার পরবে না ধর্ষণ করার। আমিতো এছাড়া আর কোন উপায় দেখিনা ধর্ষণ থেকে আমাদের পুরুষ জাতিকে দূরে রাখতে! ১৭ মাস বয়সি শিশুকে একটা মানুষ ধর্ষণ করে কিভাবে ? সে তো আসলে মানুষই না !
২| ০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১৭
াগলা শান্তু বলেছেন: সাথে তার পেনিস/ যৌনাঙ্গও কর্তন করা দরকার
৩| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৪
নিষ্কর্মা বলেছেন: আহা! সেক্স টয়ের দোকান দিলেও ১৭ মাসের শিশুদের ধর্ষণ কমে যাবে তাই বা ভাব্লেন কি করে? ঐ টয়গুলানের উপ্রে ট্রাই কৈরা জীবন্তগুলার উপ্রে প্র্যাক্টিক্যাল না করলে কি বাঙ্গালীর মনের যাতনা কম্বে? :>
মাইয়াগোরে বুর্খা পরাইয়া রাখেন জন্মের পর থিক্কা, তা সে ছুড়িই হোক আর বুড়িই হোক। বীর পঙ্গুব বাঙালীর হাতে তাদের মায়েরাও আজ নিরাপদ না!
৪| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৫
সত্য কথা বলি বলেছেন: ধর্ষনের শাস্তি মৃত্যুদণ্ড বললেতো আমরা আবার মৌলবাদী হয়ে যাই আগাবাদীদের কাছে। সেইসব আগাবাদীদেরকেও ধর্ষকের সাথে মৃত্যুদণ্ড দিতে হবে।
৫| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৪৯
াগলা শান্তু বলেছেন: সহমত ভাই নিষকর্মা । এরা তো তখন আবার প্র্যাকটীকাল করতে চাইবে
৬| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫০
াগলা শান্তু বলেছেন: সেইসব আগাবাদীদেরকেও ধর্ষকের সাথে মৃত্যুদণ্ড দিতে হবে।- ১০০% খাঁটি কথা
৭| ০৭ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৭
শিব্বির আহমেদ বলেছেন: সত্য কথা বলি বলেছেন: ধর্ষনের শাস্তি মৃত্যুদণ্ড বললেতো আমরা আবার মৌলবাদী হয়ে যাই আগাবাদীদের কাছে। সেইসব আগাবাদীদেরকেও ধর্ষকের সাথে মৃত্যুদণ্ড দিতে হবে।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ দুপুর ২:১৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অবশ্যই সে মানুষ না। সে মানুষ রুপী এক জানোয়ার। এই নিম্ন মানের জারজের প্রকাশ্যে মৃত্যু দন্ড কার্যকর করা হোক। একটা একটা করে তার হাত পা কাটা হোক।