![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বিশেষ কোন দলকে সমর্থন করি না,কারন যেই দলই ক্ষমতায় যায় সেই দলই আমাদের পু+কি মারে আর আমরা যার যার রাজনৈতিক পছন্দ অনুযায়ী কোন একটি দলকে এই বলে সমর্থন করি যে,অামার দল তোমার দলের তুলনায় আস্তে পু+কি মারে,তোমার দল মারা দেয়ার টাইমে তেল লাগায় না।আমার দল তেল মাখায় নেয়, সো আমার দলই ভালো।ওইদিকে তেনারা বলবেন...আমরা তেল না দিলেও মারা দেয়ার পর মলম লাগায় দেই...সো আমার দল বেটার...এইভাবেই চলতে থাকবে উনাদের রাজনীতি...আর আমরা? কে আমাদের পু+কি বেশি জোস্ কইরা মারতে পারে!! এই ইস্যু নিয়া ফাইট দিতে থাকব....ওইদিকে উনারা বাণিজ্য করবেন,নিজেদের পোলা-মাইয়াদের ওই দলে বিয়া দিয়া,এই দলের নেতা ওই দলের বেয়াই হইবেন..আর আমরা কলা খাব....কখনও ভারতীয় কলা,কখনও ধর্মীয় কলা,কখনও সামরিক কলা,কখনও বাম কলা..কিন্তু কখনও চিন্তা করব না যে এই ছলাকলা থেকে আমাদের বেরিয়ে আসা উচিৎ....আমরা উঠে দাড়াব না,আমরা স্বপ্ন দেখব না..শুধু ভোট দিব আর চা'এর কাপে দেশ উদ্ধার করব...কারন আমরা হিজড়া,আমরা খালি পারব মধ্যবিত্ত মূল্যবোধের তালি বাজিয়ে কিছু অশিক্ষিত কুকুরের সামনে পু+কি পেতে দিতে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
বাংলার হাসান বলেছেন: আমরা উঠে দাড়াব না,আমরা স্বপ্ন দেখব না..শুধু ভোট দিব আর চা'এর কাপে দেশ উদ্ধার করব...কারন আমরা হিজড়া,আমরা খালি পারব মধ্যবিত্ত মূল্যবোধের তালি বাজিয়ে কিছু অশিক্ষিত কুকুরের সামনে পু+কি পেতে দিতে। সহমত