![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
স্বপ্ন
দিনশেষে নীড়ে ফেরা পাখির মতো
আমারো ইচ্ছে করে নিজ ঠিকানায় ফিরতে
ক্লান্ত শরীরে ঘরে ফিরবো
এলিয়ে দেব গা আরাম কেদারায়
তুমি এনে দিবে ধোঁয়া উঠতে থাকা চায়ের কাপ।
আমার মনের গোপন ইচ্ছে,আশা যতো
সব চায় মন পূরন করতে
ভাবছি নিজের জীবনটাই বাজী ধরবো
তোমার ভালোবাসার রঙিন হাওয়ায়
উড়িয়ে দিব এক ফুৎকারে জীবনে আছে যতো চাপ।
২
রঙদের বিক্ষোভ
সেদিন রঙেরা আমার কাছে তাদের একরাশ অভিযোগ নিয়ে আসলো।
নীল মোটেও শুধু বেদনার বা কস্টের হয়ে থাকতে চায়না,
যেমন শুধু লাল নয় একচ্ছত্র অধিপতি ভালোবাসার।
আমি নেহায়েত চালচুলোহীন ভবঘুরে মানু্ষ,
তবে ভালোবাসতে জানি সীমানা ছাড়িয়ে।
তাই বলে যদি বাসন্তি রঙের টুটি চেপে ধরে
বসন্তের অধিকার নিয়ে দাবী করা সবুজ,নীল,লালেরা মিলে,
আমার মতো ছাপোষা মানুষ কি ই বা পারে ?
৩
নির্বাক
তখন গোধূলিবেলা,আকাশ ছিলো লাল,
আমার ছাদের চিলেকোঠার আশ্রয়।
তুমি মাঝে মাঝেই তখন বিকেলে তোমাদের ছাদে আসতে,
তোমায় দেখে আমার গীটারের প্র্যাকটিস উঠতো শিকেয়,
কেটে যেত বারবার তাল।
আমি ইশারায় তোমায় অনেকবারই কিছু বলতে চেয়েছি
তুমি মনে হয় বিরক্তই হতে,
মাঝে মাঝে মুখ ফিরিয়েও নিতে।
অবশেষে একদিন একটা চিঠি,গোল করে পাকিয়ে ছুড়ে দিয়েছি।
জবাব পেলাম, " মুখে বলার সাহস যেদিন হবে, সেদিন সামনে আসবেন ",
হায়! তুমি যদি জানতে!
কখনোই আর যাওয়া হয়নি সামনে জন্ম থেকেই নির্বাক আমার,
সৃষ্টিকর্তা যে দুনিয়ায় আমায় এভাবেই পাঠিয়েছেন।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:৫৫
নির্বোধ পাঠক বলেছেন: এক সাথে তিনটি কবিতা দিয়েছেন। একটি একটি দিলে আরো ভাল হতো।
ভাল লাগল, প্রয়াস অব্যাহত রাখুন। - শুভেচ্ছা নিন।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৯
অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লিখেছেন।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩২
একজন সৈকত বলেছেন:
ভালো লাগা রইলো ...