![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।
কিছুদিন আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যায় ঢাকাস্থ হাতিরজিলে প্রেম বিদারক আত্মহননের ঘটনা ঘটেছিলো। যার পরিনামটা ছিল খুবই আকাস্মিক। ছেলেটা মারা যায় আর মেয়েটার নিস্তব্দ প্রানটা থেকে যায়। সব কিছুই যেনো থমকে দেয় এই ঘটনাটি। আবার আজকে দেখবেন নারায়নগঞ্জ নিবাসি একটা ছেলের একই রকম মৃত্যু। গত ৫ই জানুয়ারি প্রেম ঘঠিত কারনে ঘুমের ওষুধ খেয়েছিল, তারপর মেডিকেল কলেজ হাসপাতালের ছয়তলার বারান্দার গ্রিলের ওপর দিয়ে নিচে লাফ দিয়ে মারা যায়। আপনি এগুলাকে কি বলবেন ? আপাতত শুনার পর থমকে যাবেন এই তো।
কিন্তু এর সাথে জড়িত তাদের ঘরোয়া পরিবেশের হীনমন্নতা। ঐ ছেলে ঐ মেয়ে কি করছে খবরা খবর না রাখা ও হতে পারে আবার অতিরিক্ত তাদারকি ও বর্তায় এইসব কার্যকলাফে ।
বিশেষ করে এই ধরনের ঘটনা যে সব পেমিলিতে হয়ে থাকে সর্বোচ্চ স্বরে বলতে পারি ঐ ধরনের পরিবার একটা অসুসথ পরিবার। যারা নিজেরা অসুস্থতায় ভুগে সর্বদা আর ছেলেমেয়েদের ট্রিটমেন্টের জন্য ব্যাতিব্যস্ত। দেখবেন এই ধরনের দায়িত্ব জাতির সরকার ও নেয় না। শুধু গন- সমাজ মাধ্যমেই বেসে বেড়ায়।
তবে এই ধরনের অসামাজিক কার্যকলাপ অচিরেই কসে আসুক, অসুস্থ জাতি নিজের বিবেককে প্রশ্নবিদ্ধ করে সুস্থ হোক এটাই আমাদের কামনা। এর ছেয়ে বেশী কিছু বললে সেটা হবে একদম বেশী বেশী। আপনাদের মৃত্যুর জন্য আমরা দায়ী না। মৃত্যুর আগে জেনে নিন আপনাদের মৃত্যুর পর আপনাদের মা- বাবাকে মানুষ যে লুলায়িত চোখে দেখবে তার দায়ভার কিন্তু আপনাদেরই নিতে হবে। হাসর কেয়ামতে। মাইন্ড ইট।
©somewhere in net ltd.