নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাকে বুজে শুনে এই ফ্ল্যাট ফর্মে এসেছি। এখানে সবাই আসতে পারে না। সবাই ব্যবহারও করতে জানে না। আমি বুজেছি, আমি জেনেছি তারা আমার বাড়িয়ে যাওয়া হাতকে থামাতেই কটুক্তির কথা বলে শুধুমাত্র ব্লগ বলে।

ইসলাম ঈভান

আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।

ইসলাম ঈভান › বিস্তারিত পোস্টঃ

ছোট ভাইয়ের ভালোবাসা আজ দায়িত্বে ঘেরা।

০৯ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

ছোট বেলায় শীত খুব কমই লাগে তার একটাই কারন সবাই অতি আদরের চাদরে ডেকে রাখে বলেই। আমি আর আমার ছোট ভাই যখন আমাদের বয়সের আনুপাতিক হার ৬ করে তখন আমার বয়স ৯ কি ১০। আমাদের দাদা ভাই বাজার থেকে ২ টা কান টুপি নিয়ে আসছিলো। টুপি দুইটার ধরন ছিলো এরকম যে, একদম তুলতুলে অনেক মোটা- পুরো, মাথায় দেওয়া মাত্রই গরমে ভেপসা হয়ে যেতো পুরো কান-সুদ্ধা। তো টুপি দুইটারই কালার ছিলো দুই ধরনের। একটা ছিলো কমলা কালার আর একটা ছিল হলুদ রঙ্গের। দাদি বলল আমি যেণো হলুদটা নেই আর ও ছোট হিসাবে ওর ও চোখ পড়ল ঐ কমলা রঙ্গের উপর তাই হলো। এবার মনে হয় আমরা শীত বলতে কিছু বুজতে পারি। মানে পরনে কিছু থাক আর না থাক মাথায় কিন্তু কান টুপি সবসময় থাকে। মনে হতো শীত মনে হয় কনেই লাগে। তবে আমার পচন্দ ছিল কিন্তু কমলা কালারেরটা তাই আমি চালাকি করে খুলে পেলে বলতাম উপ যে গরম, আমার দেখা দেখি ছোট ভাইটা ও খুলে পেলতো। ও কিন্তু বুজতো না যে আসলেই কি আমার গরম লেগেছিল। যখন আমি খুলে রেখে দিতাম সেও রেখে দিত। আর আমি দৌড় দিয়ে আবার তারটা নিয়ে মাথায় দিয়ে দিতাম। আর ছোট ভাইটা ও হাঁসতে হাঁসতে আমার পাজরে এসে বলতো‌ ‌‌‌‌‌‌‌‌‌‍‍‍ভাইয়া দে দে । এটা বলত যখন তখন আমার এতো ভালো লাগতো। তাই আমি ও বার এমন কজটা করতাম আর তার মুখ থেকে এই কথাটাই শুনতাম। আজ নিজের দিকে আয়নায় তাকালে সেই দিনের সেই আমি আকারে অনেক বড় হয়ে গেলাম, ছোট ভাইটা ও বড় হয়ে গেলো। এইসব কথা এখন মনে হলে ভাবি কি ছেলেমানুষিই না করেছি। কিন্তু আজ আর এ রকম ভালোবাসা নাই, আছে শুধূ দায়িত্ব আর শ্রদ্ধাভক্তি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.