নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাকে বুজে শুনে এই ফ্ল্যাট ফর্মে এসেছি। এখানে সবাই আসতে পারে না। সবাই ব্যবহারও করতে জানে না। আমি বুজেছি, আমি জেনেছি তারা আমার বাড়িয়ে যাওয়া হাতকে থামাতেই কটুক্তির কথা বলে শুধুমাত্র ব্লগ বলে।

ইসলাম ঈভান

আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।

ইসলাম ঈভান › বিস্তারিত পোস্টঃ

হে নবীন তুমি নাও এই সমাজ।

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৬

বাংলার সমাজে শুধু মাত্র ঋতু পরিবর্তন হয় না এর পরিবর্তনের সাথে সাথে সামাজিক.জাগতিক ব্যক্তি বিশেষ পরিবর্তন পরিবর্ধন এর রুপ রেখা চিত্রাইয়ত হয়, এমনটা বললে একদমই ভুল হবে, যা মনিুষের দোড় গোড়ায় এমন ভাবে সম্প্রসারিত হইতেছে যা কোন কিছুর চিন্তা ভাবনার অবকাশ ঘটায় না। আজকের বাংলাকে আমরা এইভাবে কেউই আশানুরুপ ভাবে প্রত্যক্ষ করতে চাই না। কিন্তু হয়ে যায়। যা আমরাই সৃষ্টি করি এবং আমরাই অংঙ্গুরে বিনষ্ট করি। আমরাই জগতের জাতীয় দর্শক আর আমরাই জগতের জাতীয় পথ পদর্শক।

প্রত্যেকটা ঋতু কালা বদলের সময় এই রকম নৃ- শৃঙ্গলতা অভয়ব। অত্যন্ত হাস্যকর বিষয় হলো, আওয়ামীরীগ আসলেও এইগুলার জন্য সান্তনা ভাষন দেন আবার অনুরুপ ভাবে বিএনপি পন্থি আসলেও ঠিক একই ভাষায় অনুসুছণিয় হয়। কিন্তু ব্যপার হলো উভয়ের সুর কিন্তু ঐ একটাই। আমরা এই রকম মায়ের কোল খালি হোক এটা চাই না। আসলে মিথ্যা কথার যে একটা সীমা থাকা উচিৎ ঐটা তাদের জানা নাই। আমরাই গড়ি মাটির কলস আবার আমরাই তা উষ্টা মাইরা ভেঙ্গে পেলি।

কি দারুন না।

হ্যা জীবনটাকে উৎসর্গ করব কোনো এক সুরে গাথা বাধনে এভাবে তোমাদের তরে কেনো বিলিয়ে দিবো, শুধুমাত্র এই একটা কথা কেনো যে জাতি বুজে না। হত্যার উপর হত্যা নির্যাতনের উপর নির্যাতন এগুলা যেমন মানব সমাজকে করে ধূসর অন্ধকার তেমনি করে আধার কালো ডোবায় নিমজ্জিত। সুর- সন্ধিক্ষনে গাঁ বাসিয়ে দিয়ে নিজেকে আর অপমানিত করতে মন চাইছে না। এবার উগ্র কন্ঠে বলতে মন চায় হে নবীন তুমি নেও এই বাংলাকে আমি হারিয়েছি ধূসর সবুজকে। কিন্তু নবীনের আকস্মিক উত্তরের জন্য একদম প্রস্তুত না এই জাতি এই সমাজ। সে যদি বলে বসে এই ঝরা জীর্ন আধারের বিমূর্তটাকে আমি কেনো নিবো নিজের কাধে। কেবল মাত্র তখনই হবে এই নব গঠিত সমাজ,জাতি সকলের।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.