নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাকে বুজে শুনে এই ফ্ল্যাট ফর্মে এসেছি। এখানে সবাই আসতে পারে না। সবাই ব্যবহারও করতে জানে না। আমি বুজেছি, আমি জেনেছি তারা আমার বাড়িয়ে যাওয়া হাতকে থামাতেই কটুক্তির কথা বলে শুধুমাত্র ব্লগ বলে।

ইসলাম ঈভান

আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।

ইসলাম ঈভান › বিস্তারিত পোস্টঃ

হাসির পাত্র।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

বসুন্ধরা সিটি থেকে বের হয়ে যাব, দেখতে পাচ্ছি আমার সামনে পরিবার বর্গের সাথে একটা চুম্বক আছে। আমিও তাকাই সেও তাকায়। তাকাতাকির মধ্যেই বের হতে থাকলাম দু’জনে। এখনো আমি কিছুই ভাবতেছি না, সে কিছু ভাবতেছি কিনা তাও জানি না। সেটা ভাবাটাও মনে হয় বোকামি। ঈদের আমেজের মতন পার্কিংয়ের ভীড় না থাকায় সোজাসুজি একটা এক্স করোলার সামনে ড্রাইভার গাড়ীর দরজা খুলে দাড়ীয়ে আছে। চুম্বকটা ভিতরে চলে গেলো আর আমার দিকে হা করে তাকিয়ে রইল। কিছুই বুজতে পারলাম না।

এত চ্যংড়া থাকতে আমি কেনো ! আমার দিকেই বা এভাবে তাকানোর কি আছে !



একটু বিব্রতকর পরিস্থিতির পর দেখতে পেলাম, তাদের গাড়ীর ঠিক একটু সামনে একটা কালো রঙ্গের প্রাডো গাড়ী। গাড়ীটির সামনেই ড্রাইভারটা দারোয়ানের মত সালাম দিয়ে দাড়ীয়ে আছে, আমার দিকে তাক করে।



লোকটি আমার চেনা পরিচিত না হওয়ায়, অত্যন্ত কৌশুলি কায়দায় গাড়ীটার পাশ কেটে ঘাড় ঘুরিয়ে দেখলাম একজন বিশিষ্ট ভদ্র লোক গাড়ীটাতে ঢোকে পড়ল। হায়রে কপাল ! তাইতো বলি মেয়েটা আমার মত কালকারের দিকে তাকাবে কেনো। আমি যেটা ভাবলাম সেটা হলে তো সূর্য পূর্ব দিকে উদয় না হয়ে পশ্চিমে উদয় হবে।



অতঃপর তুমি মেয়ের কাছেও আমি কিছু না বুজে হাসির পাত্র হয়ে গেলাম, আর ঘাড়টাকে নিচু করে চিরচেনা রোদ্রময় রাস্তায় হাটতে লাগলাম।

এই শীতল আবহাওয়ায় ও পাতলা টি-শার্টে অনেক গরম লাগতেছে।



উপ কি পেইন !



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.