নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আমাকে বুজে শুনে এই ফ্ল্যাট ফর্মে এসেছি। এখানে সবাই আসতে পারে না। সবাই ব্যবহারও করতে জানে না। আমি বুজেছি, আমি জেনেছি তারা আমার বাড়িয়ে যাওয়া হাতকে থামাতেই কটুক্তির কথা বলে শুধুমাত্র ব্লগ বলে।

ইসলাম ঈভান

আকাশ চুম্বি স্বপ্নের দারপ্রান্তে দাড়িয়ে।

ইসলাম ঈভান › বিস্তারিত পোস্টঃ

ললি পপ।

৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৭

এই মৌসুমে দুইটা জিনিস অনেক মিস করছি। বেডমিন্টন আর খেজুরের রস।



বাসার পাশে খালি জায়গায় যখন ঐ মেয়েটা লাফাইয়া লাফাইয়া বেডমিন্টন খেলতো ঐ সময় মন চাইতো কানের নিচে দুইটা দিয়া খেলা শিখাইয়া দেই। কিন্তু এখন মনে হচ্ছে তাদের কাছে আমি খেলা শিখতে হবে।

দূরদান্ত রনকৌশলিনী, জানতে চাই কি খেয়ে এই খেলায় এতো স্পীড আনলে ?

নিশ্চই খেজুরের রস – না !

ঐ দিন দেখলাম তোমার ডেড ঘাঁড় গুরিয়ে বাম হাত সামনে পেছনে করে ডান হতে একটা কলসি নিয়ে আসতে। রাস্তার উৎফুল্ল জনতার মুখে বলতে শুনেছি সেই কলসি ভর্তি ছিল নাকি খেজুরের রস।



সাবালিকা আমি আর পারি না জানালার পাশে দাড়িয়ে দাড়িয়ে বেডমিন্টন খেলার নামে তোমাকে দেখতে। তোমার ডেড আমাকে খেজুর রসের নিমন্তন্য করেছেন তোমাদের বাসায়। সাঝের বেলায় তোমার মম ও যেতে বলেছেন। কি করব ! গুরুজন বলে কথা, আমারো কোনো না করার মতলব নাই।

সাবালিকা আমাকে পেটুক ভেবো না। আমি যাবো শুধু নিমন্তন্যের নামে সামনা- সামনি তোমাকে দেখতে আর কিছু আবেগী কথা বলতে। যে কথা পুশে রেখেছি এতদিন জানালার পাশে দাড়িয়ে দাড়িয়ে।

তুমি এখন সাবালিকা, আমার আবেগী কথায় তুমি প্রস্ফুটিত না হয়ে লজ্জায় ভেঙ্গে পড়বে। আর আমার সামনে আসবে না। হয়তো আর খেলতে ও যাবে না আমি তাকিয়ে থাকি বলে।

কিন্তু না আমি চাই তুমি আমার সামনে চলাফেরা কর, আগের মত খেলাধুলা কর, আর আমি লুকিয়ে লুকিয়ে দেখি। তাই তোমাকে আর না বলা আবেগী কথা বলতে সাহস পেলাম না। যদি না তুমি আবার হারিয়ে যাও।



বিশ্বাস করেন এই রকমের পুরুষরা শেষ পর্যায়ে শুধু ললি পপ খায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.