নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"কষ্টরা সব আমার চারপাশে"

বৃত্তালপনা

সকাল বেলা ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়। তবুও উঠতে হয়। কারণ একটু পরে যে খাবার জন্য বেরুতে হবে.......

বৃত্তালপনা › বিস্তারিত পোস্টঃ

গন্ডার সম্পর্কে কিছু বলুন

২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২২

একটা ব্লগ না লিখে পারলাম না। আমি ব্লগ এ একাউন্ট খুলেছি ২দিন হলো সব ইউজারদের প্রোফাইল এখনো দেখা হয়ে উঠেনি। কিন্তু যেকজন ব্লগারের ব্লগ দেখেছি প্রায় সব্ ব্লগারের মন্তব্য অংশে দেখলাম গন্ডার নামে এক ব্লগার এর মন্তব্য। কিন্তু কষ্টের বিষয় হলো তার একটা মন্তব্যও সহনীয় নয়। পুরো অমানুষের মত মন্তব্য এবং অশিক্ষিত জনের মত মন্তব্য যা কষ্ট দেয়। একই সাথে সামহোয়ারইনব্লগের মত সুন্দর একটা সাইেট এমন ব্লগার কি একান্তই গ্রহনযোগ্য কিনা? নুরুল ইসলাম শিরোনামে দুটো ব্লগের মন্তব্য অংশেও দেখলাম এই গন্ডারের গন্ডার সুলভ মন্তব্য। যাই হোক একটু কিছু বলুন বা লিখুন।

মন্তব্য ২৭ টি রেটিং +৭/-৬

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৫

চতুরভূজ বলেছেন: ৫
হা হা হা । সেতো মানুষ নয় ভাই, সে একটা নোংরা প্রানী-গন্ডার। তার কাছ থেকে মানুষ সুলভ আচরণ আশা করা যায়না।

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৬

ফখরুদ্দীন বলেছেন: গন্ডার হইল সত্য সুন্দর সুপ্ত বিবেক, তাই সকলের এত অপ্রিয়।

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭

ডাক্তার খাটাস বলেছেন: জনাব নাম উল্লেখ করে পোষ্ট দেয়া ব্লগের নীতি বিরুদ্ধ। দয়া করে কো সমস্যা বাটনে টিপে মডারেটরদের জানান। আর পোষ্ট সরান। ব্লগ আইন ভান্গার জন্য আপনাকে ১ দিলাম,

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৭

আমি কে বলেছেন: এইভাবে কারো সম্মন্ধে পোস্ট দেয়া নিয়মের বাইরে। আপনি ব্যান খাইতে পারেন।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:২৮

গন্ডার বলেছেন: আমারে নিয়া পুস্ট দেয়ায় ৫

ভাই বৃত্তালপনা , আপনার পোষ্টে কি আমি কুণো খারাপ কতা কইসি বা কাওরে গালি দিসি? আমি যুকতি দিয়া আমার বকতব্য বলসি, আপনি যুকতি দিয়া সেটা খনডান, যুক্তিতে না পাইরা একন নতুন পুষ্ট দিতেচেন

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩০

ফখরুদ্দীন বলেছেন: বুদ্ধিজীবিরা অশিক্ষিত জনের মত মন্তব্য শুনে মহা বিরক্ত, গন্ডারকে শিক্ষাদানের ব্যবস্থা করা হোক।

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩১

আসল ট্র্যাপ বলেছেন: ১

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৩

জল রঙ বলেছেন: বিপ্লব । তবে আলাদা পোস্টের দরকার ছিল না । গন্ডার তো গন্ডারই ।

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৩

গন্ডার বলেছেন: আমার লেকাপড়া একটু কম, তাইত বলগে আসি শিকার জইন্য @ বৃ

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৩

চতুরভূজ বলেছেন: বৃত্তালপনা
ভাই, আপনি মরেছেন! এবার গন্ডারের সহদোরেরা একে একে আপনাকে ১ দিয়ে যাবে! তবে একটা কাজ ভালই হচ্ছে, এদেরকে একসাথে আপনি চিনে রাখতে পারবেন।

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৫

ডাক্তার খাটাস বলেছেন: গন্ডার কি খাটাস জাতীয় নোংরা প্রানী

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৩৮

ফখরুদ্দীন বলেছেন: গন্ডার নোংরা প্রানী প্রথম শুনলাম।

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৪৫

ডাক্তার খাটাস বলেছেন: আরে আমি তো জানতাম গন্ডার তৃনভোজী আর বেশ গুছানো প্রানি। চামড়া শুধু মোটা আর সে কারনে ঘাম হয়না

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫০

আসল ট্র্যাপ বলেছেন: গন্ডার খুবি ভদ্র প্রাণী। তবে তারে উত্তেজিত করলে সে রাগ হয়া শিং উচায়া তাড়া করে।

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৩

অন্যআনন বলেছেন: বৃত্তালপনা, আপনার কি কষ্ট এটা যে, ব্লগার গন্ডার আমার আপনার মতো একজন মানুষ কেন?

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৪

গন্ডার বলেছেন: চতুরভূজ যে আমারে নোংড়া প্রানী কইল তার কি হবে???, তারে ত আমি কিচু বলিনাই(আমি কাওরেই তো কিচু বলিনাই) আমি আমার কতা , আমি যা বুজি তা কমেন্ট করি

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৬

গন্ডার বলেছেন: গন্ডারের কুনো সহদর নাই সে একাই বলগাই@ চতুরবুজ

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:৫৮

ডাক্তার খাটাস বলেছেন: সেটা ঠিক গন্ডার একলা চলে, গ্রুপ প্রানী এটা না। আচ্ছা তুমি কি নোংরা প্রানী গন্ডার, ধরো খাটাস জাতীয়

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৪

গন্ডার বলেছেন: আমি খাটাস দেকিনাই কুনোদিন তাই কইতে পার্লামনা,

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:০৬

ডাক্তার খাটাস বলেছেন: আরে সাইমুমের ব্লগে যাও আর ত্রিবুজের যায়যায় দিন ভ্রমনে বেশ কিছু খাটাসের ছবি আচে

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১২

গন্ডার বলেছেন: ও ওইগুলা তো দেকসি,হেরে তো বালা মানুস ই জানতাম, হের কপিপেষ্ট পুষ্ট গুলা খারাপ কিচু ছিলনা ,তই হে ক্যানযে ঐদিন ঐ কমেন্টটা করল

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৯:১৩

ডাক্তার খাটাস বলেছেন: চরিত্র তো আর তুমি লুকাইয়া রাখতে পারবানা

২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১০:০৯

বৃত্তালপনা বলেছেন: ভাই অনেকেই বলেছেন আমি ব্লগের আইন ভঙ্গ করলাম, কিন্তু এটা ভাবে নি যে আমি কারো কারো জন্য ভালো করেছি। যাই হোক ভালো করলে যদি আমার খারাপ হয় তো হোক।

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ১২:৪১

মাথামোটা বলেছেন: বৃত্তালপনা সারোয়ার ভাইয়ের নতুন নিক।

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৩:০৯

বৃত্তালপনা বলেছেন: @ মাথামোটা সরোয়ার ভাইটা কে?

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৩৭

বিবেক সত্যি বলেছেন: বেচারা.. :)

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪৩

রুখসানা তাজীন বলেছেন: আহালে......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.