![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ হইলো আনন্দের জায়গা। আকর্ষণের জায়গা। এইখানে সুন্দর সুন্দর লেখা চাই। ফারজানা১৬ লিখেও ভালো। নিঃসন্দেহে তার লেখার হাত ভালো।
কিন্তু কথা হইলো- সে অন্যের লেখা সহ্য করতে পারে না। আমি একটা লেখা লিখছিলাম যুক্তির উপর ভিত্তি করেই। তা সে সইতে পারলো না। আমারে উল্টাপাল্টা মন্তব্য করলো।
আজকে তার ব্লগে ঢুকে মন্তব্য করতেই সে আমারে ব্লক করলো। আপনারা কন চাই, হেতে কি কামডা ভালা করলো?
আমি বারবার কইরা কইছি, কথাডা আমার না। যুক্তিতে এইডা আসে। মহানবী (সা.) এইভাবে করছে। হেতে হুনতে রাজি না। তাইলে কি হেতে ইসলাম মানে না। মহানবীরেও মানে না।
কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, তাকে ব্যান করা হোক। ব্যান করা হউক।
২| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৯
সারওয়ারচৌধুরী বলেছেন:
ফারজানার তর্কের লাইন আর আপনার তর্কের লাইন সম্পূর্ণ আলাদা। ফারজানা বস্তুনিষ্ট আলোচনা করতে চান। আপনি অহেতুক প্যাচাল করেন।
আর ব্লক খেয়েছেন এটা আপনার জন্য ডিসক্রেডিট। এটা জানিয়ে পোস্ট দেয়া হাস্যকর!
আর ফারজানা একজন মেয়েলোক তাকে পুরুষ বলে বা নোয়াখালির শব্দে 'হেতে হেতে ' করাটা বিরক্তিকর!
মেয়েদের পেছনে লাগার কারণ কি?
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৬
বুমেরাং বলেছেন: অসম্ভব। আমার এত শখ হয় নাইক্য, অন্যের পিছে লাগবো। আর হেতে শব্দটা মাইয়াগো বেলায় ভালো লাহবো না কেলা? ভাষা কি খারাপ নাকি? বিরক্ত লাগবো কেলা?
৩| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৮
। বলেছেন: শাওন,
ধান্ধাবাতির কাচে চ্যাঁকা খাইয়া এখন কি মাইয়া মনে করে ফাঁ-ড় জানা সেক্সটিনের লগে টেরাই দিতাছো?
লাভ নাই, বাসর ঘরে গিয়া একটা কথাই মনে পরব বার বার
" কি কব মা দুঃখের কথা
আজও যায় নাই পুটকির ব্যাথা"
অবশ্য গে হইলে কুনো কথা নাই
৪| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৯
কালোবিড়াল বলেছেন: হেয় আপনের ব্লগে ঢুইকা কমেন্টায় কেমনে? এর পর ঢুকলে গদাম লাত্থি মারবেন প্রথমে, তার পর দরজা দেখায়া দিবেন। এই সব সাইকোলোজিক্যালি ইনহিবিটেড ছোটলোক দেখলে মেজাজটা খিচড়ায়া যায়।
৫| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১১
কালোবিড়াল বলেছেন: হেদিন দেখলাম আপনের ব্লগে ঢুইকা আপনেরে হের থুতু খাওয়ায়া গেল গা, কিছু কইলেন না...
৬| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১৪
পথহারা বলেছেন: বুমেলাং,
ফারজানার পিছে লাগছছ কেন?
৭| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১৫
কালোবিড়াল বলেছেন: ফারজানা১৬ বলেছেন: একদলা থুথু আপনার মুখে।
একদলা থুথু আপনার লেখায়।
একদলা থুথু আপনার চিন্তায়।
-------------------------------------------------------------
এই মিয়া সারোয়ার, গঠন মুলক চিন্তা কি আমরা বুঝি না? উপরের কমেণট খান কি গঠন মুলক? ছেমরি আমারে এই কতা কইলে......
৮| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১৭
সারওয়ারচৌধুরী বলেছেন:
কালোবিড়াল, খুব সহজভাবেই এটা ধরা পড়ে যে, আপনি প্রায় সময় এক্সট্রিম পয়েন্টে দাড়িয়ে কমেন্ট করেন।
ফারজানা তখনি ক্ষেপেছেন যখন তাকে ক্ষিপ্ত করা হয়েছে।
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৬
বুমেরাং বলেছেন: অসম্ভব। আমার এত শখ হয় নাইক্য, অন্যের পিছে লাগবো। আর হেতে শব্দটা মাইয়াগো বেলায় ভালো লাহবো না কেলা? ভাষা কি খারাপ নাকি?
৯| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:১৬
পথহারা বলেছেন: কালু,
তুমি কি কৈছিলা তারে?
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৭
বুমেরাং বলেছেন: পইড়া দেহো, খারাপ কিছু লিখি নাইক্য।
১০| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২০
নাবিক বলেছেন: ফারজানার দোষতো দেখলাম না।
তুমি তারে গনিমত কইবা , পোলা কইবা, আর সে তোমারে সালাম করবো ভাবছো কেমনে?
ব্লক করছে তো কমই করছে।
তোমারে নিয়ে তার সবশেষ কমেন্টটা মনে রাইখা পোস্ট দিও।
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৩৩ বুমেরাং বলেছেন: তুমি তো গনিমতের মাল নও? নাকি? এখন অবশ্য আমার সন্দেহ হইতাছে।
ফাজিল কোনহানকার!
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১২:৪২
লেখক বলেছেন: সামোয়ারিনের একমাত্র সাইকো, যার পোষ্ট পড়ে আমার ফার্স্ট রিএক্টিভ চিন্তা ছিল- “একে কি কোনো মা জন্ম দিয়েছে, নাকি কোনো সারমেয়?” তাকে আমার ব্লগে ব্লক করা হল।
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩০
বুমেরাং বলেছেন: আরে নাবিক, ভুল পথে নাও চালাইও না। এইটা একটা রাজাকার মাইয়া। হেতে আমার লগে কয়েকদিন ধইরা এরকম করতাছে। তুমি আমার পেছনের ব্লগগুলান দেখো...
১১| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২০
সারওয়ারচৌধুরী বলেছেন:
একটা মানুষকে ত্যাক্ত বিরক্ত করে তারপর তার গোস্বা প্রকাশটাকে পুঁজি করে চিল্লাফাল্লা করাটা উন্মাদনা চর্চা!!
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩২
বুমেরাং বলেছেন: ঠিক কইছেন। এক রাজাকার বাচাইতে কত রাজাকার আইবো...
১২| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২১
কালোবিড়াল বলেছেন: হের পোস্টে কি ফারজানার প্রতি কোন কিছু ছিল? মিয়া ফাল পাইড়া হের ব্লগে ঢুইকা থুথু মাইরা গেছে গা? ফাজলামির চুড়ান্ত সীমা আছে না? আপনে মিয়া সারোয়ার, রাজাকারের দালাল আর মাইয়াগো দালাল। আপনের কথার ভিতরে ততটুকু লজিক থাকে, গোবরের ভিতরে যতটুক পুস্টি থাকে। আরে পতহারা, ত্মুমি জানি মেঘবতীরে খালি খালি কি কইছিলা? আমি তো শুধু রিয়্যাকশান দেখাইছিলাম, তোমার টা কি ছিল?
১৩| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৩
কালোবিড়াল বলেছেন: বুমেরাং কি ফারজানারে গনিমত কইসিলা? (একরডিং টু নাবিক)। তুমি যদি রাজাকারের বৌ-মাইয়া, যারা রাজাকারের রাজাকারি সাপোর্ট করে তাগোরে গনিমত বানাবার চাও, আমার ১০০% সাপোর্ট থাকলো। ফারজানা যদি রাজাকার হয়, আর তুমি যদি বইলা থাকো, তো আমার সাপোর্ট থাকলো।
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৭
বুমেরাং বলেছেন: আমি তো আজকা তারে সন্দেহ করছি, এইটা গনিমতের মাল। সত্যই তাই। নইলে আমারে ব্লক করে? আমারে তো যুক্তি দেখাইতে দেয় নাইক্য।
তুমি দেখছো না, হেতে আমারে সেদিন বিনাদোষে থুতু দিল। কিল্যাই দিল? হেতারে কিছু কইছিলাম? আমি রাজাকারগো লইয়া কইছিলাম। হেতের সহ্য হয় নাইক্য।
তাও তো আমি হেরে ব্লক করি নাই।
১৪| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৫
সারওয়ারচৌধুরী বলেছেন:
ফারজানাকে অনুরুধ করি, বুমেরাং ও কালোবিড়াল এর সাথে তর্কে লিপ্ত হয়ে অযথা সময় নষ্ট করবেন না।
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৮
বুমেরাং বলেছেন: যা, রাজাকার কোনহানকার, ব্লগ ছাড়
১৫| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:২৮
কালোবিড়াল বলেছেন: আর সারোয়ার, আপনাকেও অনুরোধ করি, যেখানে সেখানে মেয়েদের জন্য দালালী করবেন না। একজায়াগার ঊম্মুর আব্দালার জন্য দালালী করেন, আরেক জাগায় করেন ফারজানার জন্য, আরেক জাগায় করেন সন্ধ্যাবাতির জন্য।
১৬| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৭
সারওয়ারচৌধুরী বলেছেন:
কালোবিড়াল, আপনি যেমন তেমন, আপনার চাইতে বাঘা বাঘারা সারওয়ারকে চতুর্মূখি আক্রমন করেছে আর সারওয়ার একাই 'দি সর্ড অব টিপু সুলতান চালিয়েছে।
আপনার কথা হলো, মেয়েদেরকে উত্যক্ত করতেই থাকবেন আর সেখানে কেউ উত্তম কথা নিয়ে প্রটেকশনে আসলে তাকে দালাল তকমা লাগিয়ে দিবেন। এটা পরাজিত মানসিকতার প্রকাশ। সুন্দর ভাষায় কথায় না পারলে অসুন্দর ভাষায় আত্মতৃপ্তি অর্জনের প্রয়াস।
আজকাল মানুষ তা বুঝে।
যদি এটা মনে করেন যে গোয়েবলসীয় কায়দায় মিথ্যাচার করে ফায়দা লুটবেন, তাহলে বুঝতে হয় আপনি বোকার স্বর্গে বাস করছেন। গোয়েবলস পারে নাই শেষ পর্যন্ত হিটলারকে রক্ষা করতে!!!!!
আমি যেখানেই উৎপীড়ন দেখি সেখানে ঝাঁপিয়ে পড়ি!!!!
'আমি সেই দিন হবো শান্ত
যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না
অত্যাচারির খড়গ কৃপাণ ভিম রণভূমে রণিবে না
মহা বিদ্রোহী রণক্লান্ত'
এ আমার আত্মবিশ্বাস, আত্মম্ভরিতা নয়!!!!
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৩
বুমেরাং বলেছেন: কি ব্যাপার, আবারো রাজাকারের পদধ্বনি।
১৭| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৩৬
পথহারা বলেছেন: কালু/বুমেলাং,
কোপদিলে জায়গা মতো কোপ দিও.......আর মেশিন না চালাইতে পারলে...........মেশিনে হাত দিও না.......
তোমগো মতো পাবলিগগো লাইগাই.......৩৬ বছর পরও.......রাজাকারগো বিচার হয় নাই.............
১৮| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪১
কালোবিড়াল বলেছেন: হঃ আপনেরে খালি মাইয়া উদ্ধারের তৎপরতায় তৎপর দেখি; তাও আবার সবগুলা রাজাকার মাইয়া।
১৯| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৪৬
সারওয়ারচৌধুরী বলেছেন:
একটা তারিফ করতে হয় আপনাদের, রাজাকার শব্দটার যথেচ্ছ ব্যবহার করে ওটা অর্থগত বিবর্তন ঘটিয়েই ছাড়বেন।
একসময় দেখা যাবে হয়তো রাজাকার শব্দটা ঘৃণার নয় প্রিয় কিছু!
২০| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৫২
নাজিরুল হক বলেছেন: এই কথাটাই বেওকুফরা বুঝতেছে না।
@ সা চৌ
যত্র তত্র, যারে তারে রাজাকার কইয়া এই শব্দটার মান কমাইতেছে।
২১| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৫
এম.এ.হামিদ বলেছেন: সারোয়ার চৌধুরি রাজাকার তোষনকারী, এ ব্যাপারে আমার কোন সন্দেহ নাই। আর রাজাকার তোষনকারী সারোয়ার চৌরে রাজাকার বানায়
২২| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:৫৬
কালোবিড়াল বলেছেন: নাজু, আমি আর যাই অই বিকুপ না...যারে তারে কইতাসি না...সালু ভাইরে আমি রাজাকার কই নাই, তবে রাজাকার মাইয়াগো দালাল কইসি, কারন উনারে এই ভুমিকায় পেরাই দেখা যায়। হাচা কতা।
২৩| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০০
রোকন বলেছেন:
ছালোয়ার ওরফে থেরাপিষ্ট/শাপলা সিলেটের ধোপা দিঘী পাড়ের তৎকালীন সময়ের সেরা পত্রিকার সাবেক সমলাদক, আরবি, উর্দু, ইংরেজী তে অনরগল কথা বলায় পটু তথা বহু দার্শনিকের নাম মুখস্থকারীকে এইভাবে ছালোয়ার খুইলা আকাশে পতাকা বানাইয়া উরানোর তেরবো পেরতিবাদ জানাচ্ছি।
কথা না শুনলে বজলু মহাজন কে দিয়া বুমেরাং কে ব্যান করাবেন কিন্তু হু
২৪| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০৭
নাজিরুল হক বলেছেন: কালো বিড়াল, তুমার মন্তব্যের প্রসংগে বলছি না।
তয় তোমার কমেন্টের স্টাইল নিয়া আমার কেমুন জানি লাগতাছে। তয় খারাপ না। খারাপ না কিন্তু। তোমার মুখোমুখি হইতে চাইছিলাম একটু। যদি তুমি সারা দেও আর কি!
[email protected]
২৫| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৩
কালোবিড়াল বলেছেন: কি বেপার তুমার ইমেল মুছা ফালাইসো মনে হয়? এই লও আমারটাঃ [email protected] @নাজু।
২৬| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৪
কালোবিড়াল বলেছেন: আরে? ইমেল আইডি দিলাম, গেলো কই? গিলা ফালাইলো নাকি?
২৭| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৪
কালোবিড়াল বলেছেন: [email protected]
২৮| ১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:২৫
কালোবিড়াল বলেছেন: mzrahn et yahoo dot com
২৯| ১৬ ই জানুয়ারি, ২০০৮ সকাল ১১:৫৯
দ্বিতীয়নাম বলেছেন: সারওয়ারচৌধুরী বলেছেন:
কালোবিড়াল, খুব সহজভাবেই এটা ধরা পড়ে যে, আপনি প্রায় সময় এক্সট্রিম পয়েন্টে দাড়িয়ে কমেন্ট করেন।
ফারজানা তখনি ক্ষেপেছেন যখন তাকে ক্ষিপ্ত করা হয়েছে।
সারওয়ারচৌধুরী বলেছেন:
একটা মানুষকে ত্যাক্ত বিরক্ত করে তারপর তার গোস্বা প্রকাশটাকে পুঁজি করে চিল্লাফাল্লা করাটা উন্মাদনা চর্চা!!
যখন রাজাকাররা রাজাকরী গুয়ে ব্লগ ভরাইয়া ফেলতাছিল, যুক্তি, ফ্লাডিং কইর্যাও ঠেকানো যাইতেছিল তখন আপনি কই ছিলেন? তখন কি আমরা ত্যাক্ত হই নাই? ক্ষিপ্ত হই নাই? গালি কি এমনি বাইর হয়।
৩০| ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১২:০৫
গোপনীয়া বলেছেন: -
৩১| ১৬ ই জানুয়ারি, ২০০৮ দুপুর ১:০৬
এবি+ বলেছেন: ধুরো হালার হালা , মর গা !
©somewhere in net ltd.
১|
১৬ ই জানুয়ারি, ২০০৮ রাত ১:০৪
শাওন বলেছেন: একজন উন্মাদের চিল্লানো : কর্তৃপক্ষের কাছে আমার আকুল আবেদন, তাকে ব্যান করা হোক। ব্যান করা হউক।