![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতা স্বাধীনতা
ছোট নয় কথা।
মানুষেরে দেয় চির মুক্তি
মানবতা পায় মৌল শক্তি।
খুঁজে দেখ তারে
বাঁধা কোন শিকড়ে।
শিকড় বহে জাতির শিরায়
মস্তক উঁচি আত্মপরিচয়।
পেয়ে হারিওনা
দুঃখের ঢেউ কূল পাবে না।
ঝেরে ফেলে সূতি মনের ক্লেশ
আপনে আপনে বিদ্বেষ।
মা মাটি দেশ
সবার উপরে বাংলাদেশ।
তোমরা যারা ঘরের কোণে
দল পাঁকো মিশি সঙ্গোপনে,
গিঁঠ বাঁধ বসি বিষের মন্ত্রে
মঞ্চ কাঁপে কথার অস্ত্রে।
কাস্তে কুড়াল লাঠির বেশ
লগি বৈঠায় তক্ত রেশ,
পাগড়ী টুপিয় ঢাকা কেশ
গহনে শোভা অন্তিম নিদের্শ।
ছুঁড়ে ফেল ওসব কষ্টিসাধন
নাড়ী ছেঁড়া ধন মায়ের বাঁধন।
বাসন্তি মা’য় পথ চেয়ে রয়
ক্ষুধা তৃঞা আর মঙ্গায়।
রক্ত দিবে নাকি অন্ন যুগিবে
দেশ মাতৃকার ঋণ শুধাবে।
মা মাটি দেশ
সবার উপরে বাংলাদেশ।
কত যুগ গুণে বছর সনে
কত জাতি বসে চাতকপানে,
মুক্তি আসিবে দুঃখ ঘুচিবে
শোষণের বাণ ধূলায় লুটিবে।
রাগে ক্ষোভে ক্ষতে অস্ত্র হাতে
খুঁজে ফিরে ঢেলে রক্তস্নাতে।
সকালের সূর্য্য সন্ধ্যা গড়ায়
স্বাধীনতা রয় বইয়ের পাতায়।
কুন্ত্রণা হ’তি রহি সাবধান
আত্ম চিনে হও আগুয়ান।
সময় ঘড়ি সমীহ করি
বিবেদ ভূলে স্বদেশ গড়ি,
মা মাটি দেশ
সবার উপরে বাংলাদেশ।
©somewhere in net ltd.