![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কাঁদলাম, তুমি কাঁদালে বলে
তোমায় বিরহে বড় অভিমান ছলে।
চার ক্রোশ প্রহর চেয়েছিলাম পথে
তুমি আসবে আমার চোখের মনি হয়ে।
সেই আসলে ভ্রূণি কুঞ্জ পুঞ্জ রক্ত বেয়ে
অভাগিনী মা’য় দেখিবেনা তোমায় চেতন ফিরে।
আমি চেয়ে থাকি যেমনি ছিলাম আগমনে
কেবলি বোবা কান্নায় ভেজা চোখে প্রস্থানে।
আকাশের তারা জোনাকীরা সব ঝিলিমিলি জ্বলে
তারা হয়েই থাকো, খুঁজে নেব তোমায় সন্ধ্যে হলে।
রাতের কোলে বর্ষার মতো ঝরিয়ো ঝর্ণা ধারা
তোমার আলোয় গাথিব গল্প শান্ত হলে পাড়া।
©somewhere in net ltd.