![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ববিদ্যালয়ে পড়ি
উঁচু উঁচু সনদ গড়ি
ভেঙ্গে তছনছ দিব্য কথায়
পঠিত বিদ্যায় চাকরী নাই ভাইভায় ঘূষ চায়
পদ্মার শামুক চোরা, হুল ফোটায় সব জায়গায়।
বিধাতার অশেষ কৃপায়
সুস্থ দু’খানা হাত দু’খানা পা’য়
কাজ চাই কাজ নাই
চেনা পৃথিবী স্বজন আপন দূরে তাড়ায় অচেনায়
হতাশাতায় দিন যায় নির্ঘূম রাত বছর পেরোয়।।
মনের গহীনে ভয়
পাপে কাঁপে দুরু দুরু
এই যেন কি হয়
চারিদিকে ফিসফাস ক্ষণে বহে রুদ্ধশ্বাস
সন্ধ্যের আড়ষ্টতায় উঁকি সুনসান রাজপথ।
রাতের আঁধারে খাকী
দরজায় কড়া নাড়ে
জপে জপ আইনের পুঁথি
জীবনের সাদা পাতায় ভরে ফাঁপে লাল কথায়
কাগজের শিরোনামে উঠি“সন্ত্রাসীর ক্রসফায়ার”!!
©somewhere in net ltd.