![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রেম এবং বর্তমান . . .
হয়তো কেউ আর প্রেমের জন্য
লাইলি মজনু হবে না
হয়তো কেউ আর প্রেমের জন্য
তাজমহলটা গড়বে না |
হয়তো তখন প্রেমটা ছিলো
পবিত্রতায় ভরা
হয়তো তখন বাঁচতো না কেউ
একে অপর ছাড়া |
হয়তো তখন প্রেমের জন্য
থাকতো বনবাস
হয়তো প্রেমের কারনে কেউ
গলায় দিতো ফাঁস |
হয়তো এখন প্রেমটা আছে
নেইতো আগের সেই আসন
হয়তো এখন একাধিক প্রেম
বর্তমানের ফ্যাশন |
হয়তো এখন প্রেম নেই ঠিক
আছে ছলা কলা
হয়তো এখন প্রেমের মানেই
হাজার মিথ্যে বলা |
হয়তো এখন প্রেমের মানে
দেহ এবং টাকা
হয়তো এখন এটাই রীতি
নইলে জীবন ফাঁকা |
হয়তো আমার প্রেমের গাড়ি
চলবে অবিরত
হয়তো একাধিকের প্রেমে
পড়বো তোমার মতো |
২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:১৭
সাখাওয়াৎ৩১১২ হোসেন বলেছেন: very nice
www.toyota.com
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৪২
রাফা বলেছেন: প্রেম'তো সেই আদি অকৃত্তিম রয়ে গেছে।শুধু প্রেমের পাত্র আর পাত্রীদের চরিত্র বদলে গেছে।
তবে সত্যিকারের প্রেম এখনও আছে এবং পৃথিবির অন্তিমেও থাকবে-কারন এটা স্বর্গিয়।
ধন্যবাদ,সি,এম,জোনাক চমৎকার কবিতার জন্য।