নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একটা ভাল বই যেমন একশটা বন্ধুর সমান, তেমনিএকটা ভাল বন্ধু একটা লাইব্রেরির সমান।

সি এম জোনাক

সি এম জোনাক › বিস্তারিত পোস্টঃ

স্কুল বয় যখন ভারতকে পড়া শিখালেন!

১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২২

স্কুল বয় যখন ভারতকে পড়া শিখালেন!
১৭-২১ জানুয়ারি ২০১০ - চট্টগ্রাম
টেস্ট সিরিজ শুরু হবার আগে ভিরেন্দর শেওয়াগ'র সেই মন্তব্য 'টেস্টে ২০ উইকেট নেওয়ার মত বোলার বাংলাদেশের নেই' (অথচ ওই টেস্টেই ভারত ১৮ উইকেট হারিয়েছিলো, ডিক্লেয়ার না দিলে ২০ উইকেটই হারাতো)
টসে হেরে ব্যাটিং এ ভারত। উদ্ভোধনি জুটিতে ৭৯ রান। তারপর নাক উচাদের আস্তে আস্তে মাটিতে নামানো শুরু করলো শাহাদাত আর সাকিব। ৭৯/০ থেকে ১৫০/৬ হয়েগেলো। ভারত অল আউট ২৪৩ রানে। একপাশ থেকে টেন্ডুল্পকার ১০৫ করে নট আউট না থাকলে ২০০'র নিচেই অল আউট হইতো। শাহাদাত এবং সাকিব নিলেন ৫টি করে উইকেট।

ব্যাট করতে নেমে বাংলাদেশ করলো ঠিক তাঁর ১ রান কম। কেউ বড় রান না পেলেও রিয়াদ ৬৬ এবং মুশফিক করেন ৪৪

২য় ইনিংসে ব্যাটিং এ নামলো ভারত। প্রথম ইনিংসের ভুল শুধরে করলো ৮ উইকেটে ৪১৩ রান। সেঞ্চুরি করেন গাম্ভির। সাকিব নেন দুটি উইকেট।

চতুর্থ দিনের শেষ সেশন আর ৫ম দিন মিলে বাংলাদেশের সামনে ৪১৫ রানের টার্গেট।
ব্যাট করতে নেমে ১৩৫ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের। এক পাশ থেকে একাই লড়ে গেলেন মুশফিক। করলেন নিজের ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১১৪ বলে ১০১ করে আউট হন। তামিম ইকবাল করেন ৫২
বাংলাদেশ অল আউট হয় ৩০১ রানে। ম্যাচ হারে ১১৩ রানে।

প্রথম আর ২য় ইনিংসে ব্যাটিং এর সময় ভারতের ফিল্ডাররা মুশফিককে নাকি বারবার স্কুল বয় বলে বলে স্লেজিং করছিলো। ম্যাচ শেষে মুশফিক বলেছিলো, 'আমি তাদেরকে ব্যাটেই জবাব দিতে চেয়েছিলাম'

সংক্ষিপ্ত স্কোর
ভারত - ২৪৩ এবং ৪১৩/৮ ডি
বাংলাদেশ - ২৪২ এবং ৩০১
ম্যান অফ দ্যা ম্যাচ - শচিন টেন্ডুলকার

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬

টি এম মাজাহর বলেছেন: ভারতের ক্রিকেট মানেই চুরি-চামারীর ইতিহাস। যে এমসিজিতে তারা বাংলাদেশকে চুরি করে হারালো, সেখানে গতকাল গণধোলাইয়ের শিকার হলো তাদের ক্রিকেট দল।

২| ১৮ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

টি এম মাজাহর বলেছেন: তবে এখন এই ভালো খেলা নিয়ে বর্ণনা লেখার দিন শেষ। জয় গুলো নিয়ে লিখুন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.