![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এযাবতকাল শারীরিক অবস্থাই জানান দিয়ে যাচ্ছে আমার সময় কমে আসছে দিনকে দিন। শারীরিক অবনতি ত্বড়িত গতিতে অগ্রসরমান। প্রায় ডজনখানিক ডাক্তারের শরণাপন্ন হয়েছি। দূর্ভাগ্যবশত কেউই রোগের নির্ধারক হন নি। নাকি কেউ মরণব্যধির সংবাদ দিতে কুণ্ঠাবোধ করছিলেন সেটাও একটা বিষয়। অনেকে আবার আমাকে মানসিক রোগী বানিয়েও ছেড়েছেন। যদিও আমি কখনই মানসিক রোগী ছিলাম না। আমি হয়তো মৃত্যুর পয়গামেই দিক বিদিক হয়ে গিয়েছিলাম। অথবা শারীরিক সমস্যাই আমাকে মানসিক বিকৃত করেছিল। যাই হোক, একটু শিক্ষার আলো গায়ে এসে পরলে যা হয় আর কি! ইন্টারনেট-এর বিভিন্ন বিশ্বস্ত উত্স থেকে জেনে গেলাম না বাঁচার রোগে পেয়ে বসেছে আমায়। তাছাড়া, সম্প্রতি একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গিয়েছিলাম। তিনি যে পরিক্ষাগুলো দিলেন সেগুলোও আমার বাঁচার আশাকে স্থবির করে দিয়েছে। একটা মরণব্যধি আছে যা শনাক্তকরণের জন্যই কেবল এ পরিক্ষাগুলো দেয়া হয়। যদিও রোগটা প্রাথমিক পর্যায় ধরা গেলে ৫-৭ লক্ষ টাকা আর আল্লাহ্র ইচ্ছা থাকলেই সম্পূর্ণ আরোগ্যলাভ হাতের মোয়া। তবে এইবেলাও মাথাটা দিল একটা ঘূর্ণন। আমাদের মতো গরীবেরা করাব ৫-৭ লক্ষ টাকা দিয়ে চিকিৎসা! যারা কিনা ৫-৭ টাকার ডাল আলু কিনেই চালাতে হয় কেবল একটা অপরান্হ। পরেরটারো থাকে অনিশ্চিত। এই যাহ! ৫-৭ লক্ষ টাকা জোগাড় করার চেয়ে তো সরকারি হাসপাতালের বেডে ধোকে ধোকে মরাই সহজ! তারপরেও আমি থেমে থাকি নি। মরতে কে চায় বলুন? বাঁচার আশায়ইতো পৃথিবীসহ মানুষগুলো ঘুরছে। বাঁচার আশা ক আর থেমে থেমে থাকে?
রাত্রে সপ্নে দেখলাম কোনো এক সম্পদশালীর দানে আমার অপারেশন হয়েছে। আমি আবার কিশোরসূলভ চপলতায় পূর্ণ। কিন্তু এতো দিনের অধিক চিন্তার পতিচ্ছবিই কেবল! যেখানে এই সমাজেই ভিখারির থালা খালি করার মতো লোকেরো অভাব নেই সেখানে আমাকে দিবে নবজীবন! এসব তো সিনেমাতেও সম্ভব। মাঝে মাঝে চোখ যায় সরকারের দিকে। আচ্ছা, যে রোগের বাহক দেশের প্রায় ১৪ লক্ষ মানুষ সে রোগের চিকিৎসার ভার সরকার নিচ্ছে না কেন? সাম্প্রতিক ভ্যাটবিরোদী আন্দোলনের মতো এই রোগীরাও যদি আওয়াজ তোলে- "চিকিৎসা আমার অধিকার" "নিশ্চুপ কেন সরকার?"
নাহ! ওইসব করে লাভ নেই। বাঁচতে হবে নিজেকেই। যতদিন এবং যেভাবেই হোক।
বিকল্প খোঁজতল্লাশি চালিয়ে দেখলাম যে- কিছু থেরাপি, রক্ত, ওষুধসহ মানসিক চিকিৎসা নিয়ে কিছুকাল যাপন করা যাবে। এভাবেই বাকি জিবনটা কাটাতে হবে। অবশেষ, আল্লাহ্র সেই অমর বানি-
"তোমরা যেখানেই থাক না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবে যদিও তোমরা সুদৃঢ় দূর্গে অবস্থান কর।" (নিসা, ০৪ : ৭৮)
"বল, ‘তোমাদেরকে মৃত্যু দিবে মৃত্যুর ফেরেশতা যাকে তোমাদের জন্য নিয়োগ করা হয়েছে। তারপর তোমাদের রবের নিকট তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।" (সাজদাহ, ৩২ : ১১)
'তোমরা যেখানে যে অবস্থায়ই থাকো না কেন, মৃত্যু তোমাদের ধরবেই। যত মজবুত কেল্লার মধ্যেই তোমরা অবস্থান করো না কেন'। [সূরা নিসা, আয়াত ৭৮]
●● 'যখন তাদের কারও কাছে মৃত্যু আসে, তখন সে বলে, হে আমার পালণকর্তা ! আমাকে পুনরায় (দুনিয়াতে ) প্রেরণ করুন'। [সূরা আল-মুমিনুন, আয়াত ৯৯]
●● 'কোনো প্রাণীই জানে না কোথায় এবং কিভাবে তার মৃত্যু হবে'। [সূরা লোকমান, আয়াত ৩৪]
২| ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩০
ক্যান্সারযোদ্ধা বলেছেন: বোন, আমার লিউকেমিয়া হয়েছে। কোনো হাসপাতালে ভর্তি হই নি। তবে প্রাইভেট দেখিয়েছি ওষুধ খাচ্ছি না সোনা কিনে খাচ্ছি সেটাই। আমার পরিবার আমার উপরে তাই স্থায়ীভাবে হাসপাতালে থাকলে চলছে না। আমার জন্য দোয়া করবেন। আমিন..
৩| ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:৩৫
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব খারাপ লাগল জেনে। সর্বশক্তিমানের কাছে আপনার সুস্বাস্থ্যের জন্য দোয়া রইলো। শুভকামনা।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:১৮
ক্যান্সারযোদ্ধা বলেছেন: বোন রেজওয়ানা আলী তনিমা, ধন্যবাদ।
৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৭
মানবী বলেছেন: কি ধরনের লিউকেমিয়া?
হাসপাতালের খোঁজ করেছি কোথায় ল্যাব টেস্ট করা হয়েছে, ডায়াগনোসিস হয়েছে এসব জানার জন্য, ভর্তি না থাকাটাই স্বাভাবিক। বিশেষ করে কারা বলেছে ৫-৭ লক্ষ টাকায় চিকিৎসা সম্ভব।
কিছু তথ্য পরিচয় প্রকাশে আপত্তি না থাকলে আপনার চিকিৎসার খরচ জোগানোর প্রচেষ্টা করা যায় ব্লগে।
মহান সৃষ্টি কর্তা আপনাকে সুস্থ করুন।
৬| ১৪ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:২৮
ক্যান্সারযোদ্ধা বলেছেন: " কিছু তথ্য পরিচয় প্রকাশে আপত্তি না থাকলে আপনার চিকিৎসার খরচ জোগানোর প্রচেষ্টা করা যায় ব্লগে।" হ্যা, অবশ্যই ব্লগে সমস্ত রিপোর্ট স্ক্যান করে দিব। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ।
৭| ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩২
নতুন বলেছেন: সুধ কিছু তথ্য নয়... পুরো তথ্য দিয়েই সবাইকে জানান। শুধু টাকা নয় পরামশ` দিয়েও আপনাকে অনেকে সাহাজ্য করবে। আপনার রক্ত দরকার হবে সেটাও পেতে সাহাজ্য হবে।
যেহুতু আপনি ব্লগে নতুন তাই আপনার পরিচিতি...এমনকি ঠিকানা যাতে আপনার কাছের কোন ব্লগার আপনার সাথে দেখা করতে পারে। তখন বিষয়টি অনেকের কাছে পৌছাবে। চিকিতসার এবং ডায়াগনেসিসের তথ্য দিন।
২১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১৪
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ ভাই। সময়মত অবশ্যই আপনাদের সাহায্য চাইব। সালাম।
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩৬
মানবী বলেছেন: আন্তরিক ভাবে দুঃখিত আপনার শারিরীক অবস্থার কথা জেনে।
আপনার আপত্তি না থাকলে জানতে চাইছি ঠিক কি ধরনের ক্যান্সার হয়েছে? কোন হাসপাতালে চিকিৎসার চেষ্টা করছেন?
দোয়া করি, মহান আল্লাহ্ আপনাকে সম্পূর্ণ সুস্থ করে দিন।
অনেক ভালো থাকুন।