![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটার মন ভালো নেই.. ঘরের দরজাটা তালা
দিয়ে মা'টা কোথায় যেন গিয়েছে। খুব সম্ভবত
টাকার উদ্দেশ্যে ছুটা..
সারাদিন দৌড়াদৌড়ি করে শান্ত হয়ে বসে একটার পর
একটা সিগারেট নিমেষেই ঘায়েল করে দিচ্ছে।
সামনের মাসেই বায়োপ্সিটা(ক্যান্সারের) করাতে
হবে। ৫-৬টা টিউশনি ছিল সেগুলোও চলে
গেছে। এমন শারীরিক অবস্থা নিয়ে টিউশন
চালানো যায় না। তার উপর মানসিক দৈত্যকুল ঘিরে
বসেছে। টাকাটা কি জিনিশ সেটা এইবেলা মাথায়
ঢুকেছে। যদিও টাকা গাছে ধরে না। তারপরেও বাঁচার
আশাও থেমে থাকে না। এদিকে মায়ের মলিন
চেহেরাটা দেখতেও একদম ইচ্ছে করে না।
মাকে জানাতে চায় নি। কিভাবে যেন আচ করে
ফেলেছেন! কষ্ট কি জিনিশ সেটাও এইবেলা মাথায়
ঢুকেছে তাই তো মায়ের আড়ালে মরণব্যধি
চেপে রাখা।
©somewhere in net ltd.