![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যান্সার' মানেই ভয়। ক্যান্সার কথাটা শুনলেই ভয়ে
হাড় হিম হয়ে যায় সবার। কিন্তু ক্যান্সার মানে শুধুই ভয়
নয়। এই রোগ থেকে আরোগ্য লাভ করেছেন
অনেকেই।
বলিউড অভিনেত্রী ও মডেল লিজা রয় সম্প্রতি
আরোগ্য লাভ করেছেন এই মারণ ব্যাধি থেকে।
তার মতে,"পৃথিবীর অনেক মানুষই আছেন, যারা
ঠিক মতো অবগত নন এই ব্যাধি সম্পর্কে। তাই
মিডিয়ার উচিত এই ব্যাধি সম্পর্কে অনেক বেশি
প্রচারের মাধ্যমে মানুষকে সঠিক তথ্য প্রদান করে
এই রোগ সম্পর্কে অবগত করা।"
ক্যান্সার ধরা পড়লেই মানুষ প্রথমে ভেবে নেয়
যে সে আর বাঁচবে না। আশেপাশের মানুষও উৎসাহ
দেয়ার বদলে তাদের ভয় দেখাতে থাকেন। আর
সেখানেই প্রায় শেষ হয়ে যায় মারণ ব্যাধিতে
আক্রান্ত ওই মানুষটির বাঁচার ইচ্ছা।
২০০৯ সালে মাল্টিপল মায়েলোমা নামে একটি ব্লাড
ক্যান্সার ধরা পড়ে লিজার। যা সাধারণত একেবারেই
দুরারোগ্য। কিন্তু ২০১০ সালে লিজা জানান, তিনি
ধীরে ধরে এই দুরারোগ্য ব্যাধির হাত থেকে
মুক্তি লাভ করছেন।
তিনি আরো জানান, যখন কোনো মাহিলার ক্যান্সার
ধরা পড়ে তখন মুষড়ে পড়ে গোটা একটি পরিবার।
কারণ এই রোগ থেকে যে আরোগ্যও লাভ করা
যায়, সেটাই অজানা অনেকের কাছেই। সেই জন্য
সবার উদ্দেশ্যে তিনি জানান, মারণ ব্যাধিতে আক্রান্ত
কোনো ব্যাক্তিকে ভয় না দেখিয়ে উৎসাহ
দিতে। যাতে সেই ব্যাক্তি খুব তাড়াতাড়ি আরোগ্য
লাভ করে ফিরে যেতে পারেন জীবনের
স্বাভাবিক ছন্দে।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯
ক্যান্সারযোদ্ধা বলেছেন: আপনাকেও সাহস যোগানোরর জন্য ধন্যবাদ।
২| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৯
খায়রুল আহসান বলেছেন: উপকারী পোস্ট। ধন্যবাদ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১১
ক্যান্সারযোদ্ধা বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩
সাহসী সন্তান বলেছেন: অনেক উপকারি পোস্ট! বিশেষ করে যারা বর্তমানে ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য একটা সাহস জোগানো পোস্টও বলা যায়!
ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য!
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৫
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ভাই, আমি নিজেও ক্যান্সার আক্রান্ত। ধন্যবাদ।
৪| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬
অবনি মণি বলেছেন: আমার পরিবারের ২ জন মানুষ অকালে মৃত্যুকে বরণ করেছেন এই ব্যাধিতে । আসলেই ক্যান্সার কথাটা শুনলেই ভয়ে
হাড় হিম হয়ে যায় আমার।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩০
ক্যান্সারযোদ্ধা বলেছেন: কষ্টকর। ভয়কেই তো জয় করতে হয়। আমি নিজেও একজন 'ক্যান্সারযোদ্ধা'।
আপত্তি না থাকলে আপনার পরিবার সম্পর্কিত তথ্যাদি জানতে পারি কি?
৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৮
অবনি মণি বলেছেন: একটু নির্বাচন করে বলুন কি জানতে চাচ্ছেন তাহলে আমার একটু সুবিধা হতো হয়তো ।
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪১
ক্যান্সারযোদ্ধা বলেছেন: আপনার পরিবারের কে কে মারা গেছেন? আর কোন ধরনের ক্যান্সার ছিল তাদের?
৬| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০৫
অবনি মণি বলেছেন: আমার খালু মারা গিয়েছেন গত ১০ সেপ্টেম্বর ।বয়স ছিল ৪৩, ব্রেইন ক্যন্সার ছিল । ২০১২ তে প্রথম সার্জারি হয় । শেষ গ্রেড এ ছিল । সার্জারির পর দেড় বছর ভালোই ছিলেন । পরবর্তীতে আবারো ঐটা গ্রো করে তারপর আবার সার্জারি হয় ২০১৪ এর সেপ্টেম্বর এ । ৩ মাসের মতো হাঁটাচলা করেছিলেন পরবর্তীতে আবারো একেবারে বিছানায় পড়ে যান অবশেষে ৩ মাস কমায় থেকে গত ১০ সেপ্টেম্বর মারা যান ।সময় থাকলে এই লেখাটা পড়ে দেখতে পারেন ।http://www.somewhereinblog.net/blog/Munia2016/30076055
http://www.somewhereinblog.net/blog/Munia2016/29997424
তার আগে এই রমজান এর ঈদের আগে মারা গেছেন আমার চাচাতো বোন । ব্রেস্ট ক্যন্সার ছিল ।ছয় থেকে সাত বছর ছিল ।প্রাথমিক পর্যায়ে ধরা পরেছিল । ২১ টা ক্যামোথ্যারাপি দিয়েছিলেন । শেষের দিকে ২ কিডনি ডেমেজ হয়ে গিয়েছিল । ডায়ালাইসিস চলছিল তখনই মারা যান ।
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪২
ক্যান্সারযোদ্ধা বলেছেন: বোন আমি নির্বাক!
৭| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৮
মঞ্জু রানী সরকার বলেছেন: উপকারী পোস্ট। ধন্যবাদ।
২৩ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৪৩
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৬
প্রামানিক বলেছেন: পোষ্টর জন্য ধন্যবাদ