![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে প্রতিবছর এক লাখ ২২
হাজার মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এর মধ্যে ৯১
হাজার মানুষ মারা যায়। বর্তমানে দেশে ক্যান্সার
রোগীর সংখ্যা ১২ থেকে ১৪ লাখ বলে
জানিয়েছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন
ক্যান্সার (আইএআরসি)।
সোমবার বিকাল ৪টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে
‘বিশ্ব ক্যান্সার দিবস’ উপলক্ষে সেন্টার ফর
ক্যান্সার প্রিভেনশন এন্ড রিসার্চ আয়োজিত লিখিত
বক্তব্যে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও
হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. হাবিবুল্লাহ
তালুকদার এ কথা বলেন।
এ সময় আগামী ২৮ ও ২৯ মার্চ সারাদেশে ৪০
জেলায় ক্যান্সার সচেতনা বৃদ্ধির লক্ষ্যে পথ সভা
প্রচারণা ও সমাবেশের আয়োজনও ঘোষণা
করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ক্যান্সার গবেষণা
ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ড.
খোরশেদ আলম ও আফরোজা খানম।
পরিশেষ, বাংলাদেশ সরকারের প্রতি খোলা চিঠি(যদিও এটা প্রধানমন্ত্রীর কান পর্যন্ত যাবে না)। এই মানুষগুলোর জন্য আপনারা কি করছেন?
২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৫
ক্যান্সারযোদ্ধা বলেছেন: হ্যা ভাই, তবে এটা ব্যয়বহুল। ধন্যবাদ।
২| ২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৫
নতুন বলেছেন: আপনার রোগ সম্পকে লিখুন। কেমন আছেন এখন?
২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৮
ক্যান্সারযোদ্ধা বলেছেন: আমার রোগটা এখনো প্রাথমিক পর্যায় আছে। চেষ্টা করছি রিকোভার করার। এখন মোটামুটি সুস্থ।
আপনাদের সহযোগীতা লাগলে অবশ্যই জানাব।
৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৭
নতুন বলেছেন: কোথায় চিকিতসা করাচ্ছেন? ডাক্তার কি বলছে?
হোমিওপ্যাথির চেস্টা করছেন কি?
আমার এক কলিগ . hodgkin's lymphoma তে আক্রান্ত কেমো থেরাপী নিচ্ছে। ৫টা কেমো নিয়েছে। এখন অনেকটাই সুস্হর পথে।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:৪৯
ক্যান্সারযোদ্ধা বলেছেন: সিলেট, চৌহাট্টা, স্টেডিয়াম। এম এ জি ওসমানী ম্যাডিকেল কলেজ হাসপাতালের একজন ম্যাডিসিন বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নিচ্ছি।
হোমিওপ্যাথিতে কি এর প্রতিকার আছে ভাই?
কেমোথেরাপি কিডনি আর প্লীহা বিকল করে দেয়।
পারলে আপনার ফেবু লিংকটা দিন অ্যাড করে না হয় বিস্তারিত আলোচনা করব।
৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০২
নতুন বলেছেন: হোমিওপ্যাথীতে কিছু নাই.. অবশ্যই ঐ চিকিতসা করতে যাবেনা।
কেমো অবশ্যই ক্ষতি করে কিন্তু ক্যানস্যার ধংসের জন্য তো কেমো আর রেডিওথ্যেরাপির বিকল্প নাই।
২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৪
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ক্যান্সার আদতেই দুর্ভাগ্য।
৫| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৬
কর্কট জাতক বলেছেন: বাংলাদেশে ক্যন্সার রোগীদের কষ্ট সত্যই বর্ণাতীত। একজন ভুক্তভোগীই কেবল বুঝতে পারে এই কষ্ট। আপনার জন্য শুভ কামনা। আমিও আপনার ন্যায় একজন। আমার জন্যও প্রার্থনা করবেন।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩০
ক্যান্সারযোদ্ধা বলেছেন: আল্লাহ্ আমাদের সহায় হোন! আপনার কোন ধরনের ক্যান্সার?
৬| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
কর্কট জাতক বলেছেন: ব্লাড ক্যান্সার (লিউকেমিয়া)
০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০০
ক্যান্সারযোদ্ধা বলেছেন: আমারও একই অবস্থা, কিছু মনে না করলে আপনার ফোন নাম্বার পেতে পারি প্লীজ!?
৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৩৬
কর্কট জাতক বলেছেন: আমি তো ইন্ডিয়ায় থাকি, আমার ফোন নাম্বার নিয়েও হয়ত যপগাযোগ করতে পারবেন না। আপনার ইমেইল এড্রেস দিন। আমি যপগাযোগ করব।
০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫
ক্যান্সারযোদ্ধা বলেছেন: এটা আমার ফেসবুক লিংক-https://facebook.com/shipon.mia.3785/about?refid=17
©somewhere in net ltd.
১|
২৪ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২৮
আমি ময়ূরাক্ষী বলেছেন: সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যাবস্থা বা চিকিৎসার ব্যাবস্থা নিলে ক্যান্সার অনেকাংশেই নিরাময় হতে দেখেছি।