নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাইটিং উইথ ক্যান্সার। আমাকে ফেসবুকে পেতে \'মহাজাগতিক ক্যান্সারযোদ্ধা\' লিখে Search করুন।অথবা -> https://facebook.com/shipon.mia.3785/about?refid=17

ক্যান্সারযোদ্ধা

ক্যান্সারযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বেকারের আর্তনাদ(কবিতা)

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫৮


-- দোস্ত, গুড একটা আইডিয়া মাথায় এসেছে! বেকারদের জন্য কিছু করতে চাচ্ছি!
-- তাই নাকি রে? তাহলে আমাকে দিয়েই শুরু কর! সকাল-সন্ধ্যা বাবার প্যাদানী খাচ্ছি!
-- আরে শালা! তোর বেকারত্ব অভিশাপ হলো কবে?
বাপের হোটেলের কাস্টমার সেঁজে থাকার মজা
আছে নাকি আর এই ভবে?
-- নারে দোস্ত! তুই যা ভেবেছিস ঠিক তা নয়,
উঠতে বসতে খাচ্ছি মায়ের খোঁটা,
এম এ পাশ করেও চাকরিটা অধরা!
ইন্টারভিউর রেসে ক্ষয় হয়ে যাচ্ছে জুতা!
বৃদ্ধ বাবা টা রিটায়ার্ড হয়েছে,
মায়ের শাড়িতে তালি পড়েছে,
অর্থাভাবে বোনটার বিয়ে দিতে পারছি না রে,
জীবনের এই কঠিন সময়,
কখনো সখনো খুব ইচ্ছে হয়,
বিষ খেয়ে দেই লাইফটা শেষ করে।
ছোট ভাই-বোনের অবুঝ আবদার,
অপূর্ণ রাখার তীব্র হাহাকার,
মনের পাঁজরে লজ্জার ঘানি টানে!
নীলু অভিমান করে বলেছে- কথা বলা বন্ধ!
কোথায় নাকি তার বিয়ে ঠিক হচ্ছে!
পাচ্ছি সেই গন্ধও!
সত্যিই তো,
বেকার ছেলেকে কে নেবে বর মেনে?
আমার এতদিনের শিক্ষা, সাধনা, অধ্যাবসায়, এখন তো সবকিছুই মিথ্যে মনে হয়!
গ্লানিময় জীবনে আয়ুরেখা পার করি।
হয়তো কোনোদিন এই অভিশাপ মুক্ত হবো,
হয়তো তার আগে জীবনের অনেককিছুই হারাবো!
ব্যাস্তময় শহরের কোণে আজ হাহাকারে মরি!
-- হেঃ হেঃ হেঃ দোস্ত! দুঃখ কষ্ট তো সবার জীবনেই থাকে রে পাগলা!
শুধু পরিমাণটায় যা একটু কম-বেশী!
যাইহোক, তোর আবেগী বাস্তবতা শুনতে শুনতে
আমার "গুড আইডিয়াটাই" তো ভুলে গেছি!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৫

রক্তিম দিগন্ত বলেছেন: বেকারদের থিম সং হয়ে যাবে এটা দিয়ে।

সুন্দর লিখা!

২৬ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:৩৪

ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.