![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হেঁ কিশোরী!
একবার ছাদে যাও,
জানি অন্ধকার
গেছে পালিয়ে,
শুন্যে বসে হাসছে
একজন দেখ,
তার দেহহীন মাথা,
বড় বড় দাঁত,
আকাশ তার ছাতা,
শুধু মস্তক নিয়ে দাঁড়িয়ে
আছে শুন্যে,
কিই বা আসে যায় তার?
মানুষের পাপ-পূন্যে?
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২২
ক্যান্সারযোদ্ধা বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০৭
প্রামানিক বলেছেন: কিই বা আসে যায় তার?
মানুষের পাপ-পূন্যে?
সুন্দর কথামালা।