নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাইটিং উইথ ক্যান্সার। আমাকে ফেসবুকে পেতে \'মহাজাগতিক ক্যান্সারযোদ্ধা\' লিখে Search করুন।অথবা -> https://facebook.com/shipon.mia.3785/about?refid=17

ক্যান্সারযোদ্ধা

ক্যান্সারযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

যেখানে ভিখারির থালা ফুটা করা লোকেরও অভাব নেই; সেখানেও কিছু লোক আছে যারা ভিক্ষা দেয়/যেখানে উলঙ্গ নাচ থাকে সেখানেও কিছু লোক নিজেকে কাপড়ে ঢাকে

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৪৫

এই একবিংশ শতাব্দীতে যখন মানুষেরাই নিজেদের শালীনতাতে বলিদান করেছে সেখানে ছোট্ট এই বাচ্চাটির বিড়ালকে কাপড় পড়ানো কিসের ইংগিত? যদিও স্রষ্টা তাদের এভাবেইই সৃষ্টি করেছেন। কিন্তু, কাপড় ছাড়া মানুষ অসমপূর্ন সেটা এই আধুনিকতার আড়ালে উলঙ্গপনায় মত্তদের কে বোঝাবে। তাই, "নিজের খেয়ে বনের মোষ তাড়াতে' যাচ্ছি বা".. এটা যার যার নৈতিকতার ব্যাপার বৈ কিছুই নয়।
.
এদিকে, একজন মহিলা বিড়ালটাকে নিয়মিত দুধ কিনে খাওয়াচ্ছেন তাও আবার মুখে তুলে চামচ-পিরিচ দিয়ে। এই মানুষগুলো সবসময়ই পর্দার অন্তরালে থেকে গেল।
নিচের ছবিগুলো দেখুন। এরা নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে যেখানে এই সমাজে ভিখারির থালা ফুটা করার লোকেরও অভাব নেই।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:১১

নতুন বলেছেন: ছোট্ট এই বাচ্চাটির বিড়ালকে কাপড় পড়ানো কিসের ইংগিত? যদিও স্রষ্টা তাদের এভাবেইই সৃষ্টি করেছেন। কিন্তু, কাপড় ছাড়া মানুষ অসমপূর্ন সেটা এই আধুনিকতার আড়ালে উলঙ্গপনায় মত্তদের কে বোঝাবে।

স্রষ্টা তো মানুষকেও কাপড় ছাড়াই সৃস্টি করেছেন... তবে তো মানুষেরও কাপড় পড়া উচিত না।

বেড়ালের বাচ্চাকে দুধ চামচে খাওয়াচ্ছে তার কয়েকটি অথ` থাকতে পারে....

১) এই বেড়ালের বাচ্চাটির মা নেই। ( অনেকেই এমন বাচ্চা আপনার বাড়ীর পাশে ফেলে রেখে যায়)

২) এখন রাতে ঠান্ডা পড়েছে তাই মা ছাড়া যাতে ঠান্ডায় কস্ট না করে তাই কাপড় পরিয়েছে।

৩) বেড়ালটি ছোট তাই নিজে এখনো খাওয়া শেখেনি তাই চামচ দিয়ে খাওয়াচ্ছে তাকে..

একটা অসহায় বেড়ালের বাচ্চা যাকে মানুষ মায়ের কাছ থেকে দুরে ফেলে দিয়েছে.... যাকে এই পরিবার না আশ্রয় দিলে মারা যেত... তাকে ঐ কাপড় না দিলে ঠান্ডায় কস্ট করতো....যাকে দুধ না খাওয়ালে না খেয়ে মারা যেত... তাকে ধন্যবাদ না দিয়ে


এই ছবিতে দোষ খুছে বেড়াচ্ছেন???

ছবিগুলি দেখুন আবার ভাবুন...

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:০৬

ক্যান্সারযোদ্ধা বলেছেন: আপনি আমার কথা বুঝতে পারেন নি। আমি বলেছি যেখানে মানুষই শালীনতা বজায় রাখতে পারছে নাহ! সেখানে ওই বাচ্চাটা কেবল বিড়ালটাকে কাপড় পরিয়েছে।
অর্থাৎ, মানুষের শালীনতার ঘাটতির কথাই বলেছে।
স্রষ্টা অন্যান্য প্রাণিদের কাপড় ছাড়াই সৃষ্টি করেছেন। আর কাপড় ছাড়া বেমানান নয়। আর মানুষকে শালীনতা বজায় রাখতে স্রষ্টাইই বলেছেন। কারণ তিনি তাদের এভাবেই বানিয়েছেন।
ভাই, ছবির বেড়ালটাকে দেখে আপনার কেন রাত্রি মনে হল সেটাই বুঝতে পারছি নাহ!
সবকিছুরর পর বলি, আমি কেন এই ছবিগুলাতে দোষ খোঁজে বেড়াবো?
বিড়ালটাকে আমি ড্রেনে থেকে তুলে এনেছি। যিনি দুধ খাওয়াচ্ছেন তিনি আমার মা। যে কাপড় পরিয়েছে সে আমার ভাগনে। আমি কেবল তাদের মহানূভবতাকে তুলে এনেছি। আপনি ভুল বুঝেছেন। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.