নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফাইটিং উইথ ক্যান্সার। আমাকে ফেসবুকে পেতে \'মহাজাগতিক ক্যান্সারযোদ্ধা\' লিখে Search করুন।অথবা -> https://facebook.com/shipon.mia.3785/about?refid=17

ক্যান্সারযোদ্ধা

ক্যান্সারযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

অবৈজ্ঞানিক কল্পকাহিনী

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৪৯

পৃথিবী বলছে ডেকে তারায়,
হেঁ নিষ্কর্ম তারা,
কি কর অনন্তকাল?
.
আমি প্রবল কষ্টে আছি বাপু,
জন্ম থেকেই জলছি,
তবু আমার আপন পথেই চলছি,
আমার আপন চিরস্থায়ী সকাল,
রাতের দেখা নেই যে আমার কপাল,
তবু, কষ্ট নিয়েই বলছি-
তুমি কি কর?
কিসে তোমায় করে দিল
আমার চেয়েও বড়?
.
পৃথিবী বলছে হেঁ হেঁ হেসে-
মানুষ আমার আপন প্রবল,
মারছে আমায় বোমা-শাবল,
তাইতো, এতো খুনাখুনি
চলছে দেশে দেশে,
তারপরেও রাখছি আগলে তাদের ভালবেসে।
.
তাই নিয়েই এতো বড়াই তোমার?
একি তোমার গর্ব?
.
যাই বল ভাই, এতেই আমার সুখ
আমার সকল জিম্মা দিয়ে
প্রানটাই আমার দখল,
এই যে গতকালেও মোরা,
ছিলাম দু'জন একই বৃত্তে জোড়া,
কে আমাদের করল এতো দুরের,
কে আমাদের করল দখল ঘাটি,
কারই কাছে যাচ্ছি মোরা ছুটি?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.