![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য দশমিক ১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা----
অর্থাৎ, যেখানে ১ জন মুক্তিযোদ্ধার সন্তান পরীক্ষা দিলে ১জনেরই চাকুরি হবে-
সেখানে ১জন মেধাবীকে ২৩,০৭৬ জন মেধাবীর সাথে প্রতিযোগিতা করতে হবে।
হায়রে মেধা-----
মেধাবীদের অধিকার রক্ষায় আমাদের কি কিছুই করার নাই!
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০৮
কেরিয়ারমাস্টার বলেছেন: ১৯৭১ সময় তাদের অবদান ও বিড়ম্বনার কথা বিবেচনা করে এটি সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু স্বাধীনতার দীর্ঘ দিন পরেও জন্ম নেয়া তাদের সন্তনে-নাতির বেলায় এটা প্রয়োগের কোনো যুক্তি কি--
২| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫
অপর্না হালদার বলেছেন: আছে রে আছে । যেখানে পাবেন সেখানেই পোষ্যদের গালে দুইটা চর দেবেন ।
কোন সভা সমাবেশে গেলে প্রথমে দাড়িয়ে জানতে চাইবেন এই খানে পোষ্য কেহ আছে কিনা । যদি থাকে তাহলে তাদেরকে ভদ্র ভাষায় জানিয়ে দিবেন যারা পোষ্য আছেন তারা আমি যত সময় বক্তব্য রাখবো তারা যেন দয়াকরে বাহিরে অবস্থান করেন ।
পোষ্যদের কোটায় যোগদানকৃতদের গুষ্টির ষষ্টি দিলাম ।
পোষ্যবাদে যারা আছেন তাদের প্রতি শুভ কামনা রইল ।
৩| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০৫
অপর্না হালদার বলেছেন: আছে রে আছে । যেখানে পাবেন সেখানেই পোষ্যদের গালে দুইটা চর দেবেন ।
কোন সভা সমাবেশে গেলে প্রথমে দাড়িয়ে জানতে চাইবেন এই খানে পোষ্য কেহ আছে কিনা । যদি থাকে তাহলে তাদেরকে ভদ্র ভাষায় জানিয়ে দিবেন যারা পোষ্য আছেন তারা আমি যত সময় বক্তব্য রাখবো তারা যেন দয়াকরে বাহিরে অবস্থান করেন ।
পোষ্যদের কোটায় যোগদানকৃতদের গুষ্টির ষষ্টি দিলাম ।
পোষ্যবাদে যারা আছেন তাদের প্রতি শুভ কামনা রইল ।
৪| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০৭
কেরিয়ারমাস্টার বলেছেন: “১৯৭১ সময় তাদের অবদান ও বিড়ম্বনার কথা বিবেচনা করে এটি সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু স্বাধীনতার দীর্ঘ দিন পরেও জন্ম নেয়া তাদের সন্তনে-নাতির বেলায় এটা প্রয়োগের কোনো যুক্তি কি--
৫| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২১
বিভ্রান্ত মানুষ বলেছেন: আছে রে আছে । যেখানে পাবেন সেখানেই পোষ্যদের গালে দুইটা চর দেবেন ।
কোন সভা সমাবেশে গেলে প্রথমে দাড়িয়ে জানতে চাইবেন এই খানে পোষ্য কেহ আছে কিনা । যদি থাকে তাহলে তাদেরকে ভদ্র ভাষায় জানিয়ে দিবেন যারা পোষ্য আছেন তারা আমি যত সময় বক্তব্য রাখবো তারা যেন দয়াকরে বাহিরে অবস্থান করেন ।
পোষ্যদের কোটায় যোগদানকৃতদের গুষ্টির ষষ্টি দিলাম ।
পোষ্যবাদে যারা আছেন তাদের প্রতি শুভ কামনা রইল ।
৬| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২৪
ম্যানিলা নিশি বলেছেন:
'৭১ এ জাতির জনকের যে অবদান সেটির মূল্যায়ন '৭৫ এর ১৫ আগষ্টের পর দেশবাসী যেভাবে করেছে তার পরিপ্রেক্ষিতেই এই বাধ্যতামূলক ব্যবস্থা।
৭| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:২৫
কাঙ্গাল মুরশিদ বলেছেন: মুক্তিযোদ্ধাদের জন্য ছাড় দেয়া ঠিক ছিল, মুক্তিযোদ্ধাদের সন্তানরা যারা যুদ্ধের সময় ক্ষতিগ্রস্থ হয়েছিলেন তাদের জন্যও না হয় কিছু সুবিধা রাখা যায় - কিন্তু নাতি পুতির জন্য কোটা রাখা নিতান্তই অযৌক্তিক।
এই কোটা সুবিধার কারণে বহু লোক মুক্তিযুদ্ধ না করেও ভুয়া সার্টিফিকেট তুলতে লাখ টাকা খরচ করছে - ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রতিনিয়ত অপমানিত হচ্ছেন। সেই বিবেচায়ও এই কোটা এখনই তুলে দেয়া উচিত।
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:৩৮
কেরিয়ারমাস্টার বলেছেন: সহমত, ধন্যবাদ
৮| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:১৬
আমি হনুমান বলেছেন: মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ % না, বাআল এর জন্য এই কোটা..
৭৩ এর তোফায়েল ক্যাডার দের খেল চলতেছে এখন আবার ছাগলালয় ভরে নিছে...
৯| ২৪ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯
জাতির চাচা বলেছেন: ০. ১৩% মানুষের জন্য বছরের পর বছর ৩০% কোটা ! কোন সভ্য দেশ এটা!আমি বহ্মুক্তিযোদ্ধাকে অনুরোধ করেছি ,বলেছি আপনারা না দেশের জন্য জীবন দিতে চেয়ে ছিলেন,আজ এই কোটা প্রত্যাখ্যান করে দেশে সমতা আনুন।যাদের আমরা জাতির শ্রেষ্ট আসনে বসিয়েছি তারাই আজ আমাদের সুযোগ সবচেয়ে বেশি গ্রাস করেছে।হতভাগা জাতি!!
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৭
কেরিয়ারমাস্টার বলেছেন: কি করার আছে?
১০| ২৪ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪০
রিয়াজ৩৬ বলেছেন: দু:খের কথা আর কি বলবো, ক'দিন আগে একটা নিয়োগ পরীক্ষা দিয়ে এলাম। ১০ টি শূণ্য পদে কোটা ০৭ টি (এর মধ্যে 'মুজিবনগর কর্মচারী সন্তান' নামে আরেকচি কোটা ছিল), পরীক্ষার্থী ছিল ১৩৯৮ জন।
সাথে আছে আবার গোপালগন্জ কোটা। গোপালগন্জ হলেই নিশ্চিত লিখিত পাস।
১১| ২৪ শে জুন, ২০১৩ রাত ১০:১৪
জাতির চাচা বলেছেন: সবাই বলেন.।.।.।জয় বাংলা.।.।.।.।
১২| ২৫ শে জুন, ২০১৩ রাত ১২:০৬
রাজুআমি বলেছেন: আমরা যুব সমাজ ,আমাদের শক্তি আর সাহস বর্তমান রাজনৈতিক দলগুল দেখে না।এই মুক্তিযোদ্ধা কোটার রক্তচোষা নীতি বন্ধ না করলে বাংলাদেশের বেকার এবং আসন্ন বেকারদের বুকে চেপে রাখা ক্রোধ এ সব ধুলিস্যাত হয়ে যাবে।তাই সামনে নির্বাচন উপলক্ষ্যে আমাদের যুব সমাজের দাবি হবে যে সরকার এসব রক্তচোষা কোটা বাতিল করলে পুরা যুব সমাজ তাকে সাপোর্ট করবে।
১৩| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ২:৫০
আমি হনুমান বলেছেন: এগুলারে মুরগি নামে ডাকা হোক
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ দুপুর ১:০১
মাইন রানা বলেছেন: শূন্য দশমিক ১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সাহসী যুদ্ধের কারণে পুরো দেশ স্বাধীন হয়েছে !!!!!!!!!!!!!!!!