নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সফলতার জন্য অধ্যাবসায়.......

সবাইকে শুভেচ্ছ......

কেরিয়ারমাস্টার

পরে বলি.....

কেরিয়ারমাস্টার › বিস্তারিত পোস্টঃ

শূন্য দশমিক ১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা

১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯

শূন্য দশমিক ১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা----

অর্থাৎ, যেখানে ১ জন মুক্তিযোদ্ধার সন্তান পরীক্ষা দিলে ১জনেরই চাকুরি হবে-

সেখানে ১জন মেধাবীকে ২৩,০৭৬ জন মেধাবীর সাথে প্রতিযোগিতা করতে হবে।

হায়রে মেধা-----

কোটা প্রথা বাতিল করুন, সকলে অন্যয়ের প্রতিবাদ করুন-

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২২

প্রচুর বলেছেন: অবিলম্বে বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।

২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮

কাকপাখি ২ বলেছেন: প্রচুর বলেছেন: অবিলম্বে বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।

৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

জাহিদ ২০১০ বলেছেন: মুক্তিযোদ্ধাদের ১৪ বংশের চাকুরী দিতে হবে। যারা এর বিরোধীতা করবে তারা হইল রাজাকার ও তার দোসর। ইস কেন যে আমার আব্বা ৭ বছর বয়সে যুদ্ধ করল না। তাইলে তো আমি আর আমার পোলাপাইনরাও সরকারী চাকরী পাইতাম। :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B :-B

৪| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

বাঙ্গাল৭১ বলেছেন: তার মানে মুক্তিযোদ্ধারা আজ উপহাসের পাত্র । উপরের মন্তব্যগুলো তো তাই প্রমান করে । আসলেই বাংলাদেশের স্বাধীনতা বড় বেশী আগে হয়ে গেছে।

৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩১

পাইলট ভয়েচ বলেছেন: মুক্তযুদ্বাদের প্রকৃত সম্মান না দিয়ে তাদের ১৪ বংশের সন্তানদের সরকারি চাকরি দিয়ে দিলেই কি সব হয়ে যায়??


মুক্তযুদ্বাদের সম্মান তাদের না দিয়ে তাদের সন্তানদের কেন দেয়া হবে?

৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৬

দুরন্ত-পথিক বলেছেন: হীরক রাজার দেশে সবই সম্ভব হয় যেমন এটা।

৭| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫

সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.