![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্য দশমিক ১৩ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা----
অর্থাৎ, যেখানে ১ জন মুক্তিযোদ্ধার সন্তান পরীক্ষা দিলে ১জনেরই চাকুরি হবে-
সেখানে ১জন মেধাবীকে ২৩,০৭৬ জন মেধাবীর সাথে প্রতিযোগিতা করতে হবে।
হায়রে মেধা-----
কোটা প্রথা বাতিল করুন, সকলে অন্যয়ের প্রতিবাদ করুন-
২| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২৮
কাকপাখি ২ বলেছেন: প্রচুর বলেছেন: অবিলম্বে বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।
৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
জাহিদ ২০১০ বলেছেন: মুক্তিযোদ্ধাদের ১৪ বংশের চাকুরী দিতে হবে। যারা এর বিরোধীতা করবে তারা হইল রাজাকার ও তার দোসর। ইস কেন যে আমার আব্বা ৭ বছর বয়সে যুদ্ধ করল না। তাইলে তো আমি আর আমার পোলাপাইনরাও সরকারী চাকরী পাইতাম।
৪| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪
বাঙ্গাল৭১ বলেছেন: তার মানে মুক্তিযোদ্ধারা আজ উপহাসের পাত্র । উপরের মন্তব্যগুলো তো তাই প্রমান করে । আসলেই বাংলাদেশের স্বাধীনতা বড় বেশী আগে হয়ে গেছে।
৫| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩১
পাইলট ভয়েচ বলেছেন: মুক্তযুদ্বাদের প্রকৃত সম্মান না দিয়ে তাদের ১৪ বংশের সন্তানদের সরকারি চাকরি দিয়ে দিলেই কি সব হয়ে যায়??
মুক্তযুদ্বাদের সম্মান তাদের না দিয়ে তাদের সন্তানদের কেন দেয়া হবে?
৬| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১:৩৬
দুরন্ত-পথিক বলেছেন: হীরক রাজার দেশে সবই সম্ভব হয় যেমন এটা।
৭| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫
সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২২
প্রচুর বলেছেন: অবিলম্বে বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে।