![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে অনেক ভুল করেছি। এখন আমি নিজেকে বদলাতে চাই।
কখনো বলতে পারিনি মা তোমাকে আমি অনেক ভালোবাসি।
এই কথাটি সত্যি আমি আমার মাকে বলতে পারি নাই। আজ কেন জানি খুব মার কথা মনে পরছে। আবার মনে করবেন না আমার মা মারা গেছে। আমার মা বেচে আছে এবং খুব ভালো আছে। শুধু আমার সাথে কথা হয় না দেখা হয় না। মার কথা মনে হয়েছে বলেই আজকের এই পোস্ট। লিখার মত কিছুই নাই। তারপরেও লিখছি মায়ের জন্য। আমি কিছু কাহিনী সংগ্রহ করেছি দেখুন তো কেমন লাগে। নিজের মাকে কি আরেকটু বেশী ভালবাসতে ইচ্ছা করে কি না। নাকি পুরোটাই আমার নস্টালজিক।
১. বাড়ি গিয়েছি! আমাকে দেখে আম্মুর প্রথম কথা, 'কি, খাওয়া-দাওয়া করিস না? শুকিয়ে তো একদম কাঠ হয়ে গেছিস...'। অথচ, গতবার যখন বাড়ি এসেছিলাম, তার তুলনায় এবার আমার ওয়েট বেড়েছে ছ'কেজি! কি যন্ত্রণা...
২. একটা প্লেন উড়ছিল মেঘের মধ্যে দিয়ে হটাৎ
করে বজ্রপাতের আঘাতে প্লেনটা তার Balance
হারিয়ে ফেলল ।
প্লেনের সব যাত্রী ভয়ে চিৎকার করতে লাগলো।
কিন্তু একটা ছোট্ট মেয়ে তার পুতুল
নিয়ে নির্ভয়ে চুপচাপ খেলছিল । ঘণ্টা খানেক পর
প্লেনটা নিরাপদে অবতরন করলো কাছের
একটা এয়ারপোর্টে।
একটা লোক ছোট্ট মেয়েটাকে প্রশ্ন
করলো—“আমরা যখন সবাই ভয়ে চিৎকার
করছিলাম তখন তোমার কোন ভয় হচ্ছিল না ??”
মেয়েটা হাসল আর বলল—“আমার মা হলেন এই
প্লেনের পাইলট আর আমি জানতাম আমি নিরাপদেই
থাকব কারণ মা আমার সাথে আছেন। আমার মা তার মেয়েকে ঠিক ই রহ্মা করবে।
৩. " যদি আমার ভালোবাসা ব্যর্থ হয় তাহলে আমি সেই মেয়ের জন্য "SUICIDE" করবো না, কারণ সেই মেয়েটি আরেক টা বয়ফ্রেন্ড খুজে পাবে, কিন্তু আমার মা কখোনই আরেক টা ছেলে পাবে না।"
HIT LIKE IF U LIKE IT AND SHARE THIS IF U UNDERSTAND THE MEANING OF THOSE WORDS.
৪. একজন মৃত্যুপথযাত্রী মহিলা হাসপাতালের বেডে শুয়ে ছিল। তার ছেলে, আত্মীয়-স্বজন সবাই তার পাশেই ছিল। কয়েক ঘণ্টার মধ্যে মহিলাটি মারা যান। সবাই শোকে কাতর। তার ছেলে সারাদিন কান্না করে নিজেই অসুস্থ হয়ে যায়!
... ছেলেটি পরেরদিন ঘরে এসে যখন মা এর আলমারি খুলল দেখল একটা চিঠি আর কিছু ওষুধ!!
চিঠি তে লিখা “ওষুধ গুলো খাস বাবা!! আমি জানি তুই কান্নাকাটি করলে তোর ঠাণ্ডা লেগে যায়!!”
মা এর ভালোবাসা আসলেই পরিমাপ করা যায় না, যে ভালোবাসার কোন তুলনা হয়না। পিতামাতার ঋণ কখনো শোধ করার নয়।
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২২
কার্জন বিডি বলেছেন: এখন ঢাকা আছি। আমার দেশের বাড়ি নরসিংদী।
২| ২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১২
মিকন মোদক বলেছেন: ভালো লাগল ভাই আসলে মা এর ভালবাসার কোন পরিমাপ নাই..........
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৩
কার্জন বিডি বলেছেন: জি ভাই। ঠিক বলেছেন।
৩| ২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:১৭
অগ্রপথিক... বলেছেন: খুব ভাল লাগল ভাই
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৪
কার্জন বিডি বলেছেন: ধন্যবাদ
৪| ২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২২
সািকল খান বলেছেন: ভালো লাগল
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৪
কার্জন বিডি বলেছেন: ধন্যবাদ
৫| ২৩ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৮
ত্রিশোনকু বলেছেন: দেখা হয় না না হয় বুঝলাম কিন্তু কথা হয় না কেন?
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৬
কার্জন বিডি বলেছেন: জীবনে আমি আমার মার মত জেদী মহিলা আর দেখি নাই। আপনাকে শুধু ২ টা কথা বলি আপনি বুঝতে পারবেন।
১। Broken family
২ আমার মার জেদ।
ধন্যবাদ
৬| ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ৮:০৭
জিয়াউল ২০১১ বলেছেন: কখনো বলতে পারিনি মা তোমাকে আমি অনেক ভালোবাসি।আপনার মত আমার ও প্রকাশভঙ্গী ভাই খুবি খারাপ। কেন জানি মাঝে মাঝে মনে হয়, আমি কি মাকে আসলেই ভালবাসি ?
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৭
কার্জন বিডি বলেছেন: একমত। তবে এখন আমি বুঝতে পারি যে আমার কাছে মা কত মূল্যবান।
৭| ২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:২৯
বেঈমান আমি বলেছেন: ৩ নাম্বার টা ফেসবুকে স্টাটাস দিলাম।
২৩ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৯
কার্জন বিডি বলেছেন: এমন লিখা কপি করার জন্য কাওকে বলতে হয় না। ভালো লেগেছে জেনে খুশি হলাম
৮| ২৫ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৭
ত্রিশোনকু বলেছেন: আমি দূঃখিত।
আঘাত দিতে চাইনি।
২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:২৩
কার্জন বিডি বলেছেন: এতে কস্ট দেওয়ার কিছু নেই। আপনাদের সাথে শেয়ার করতে পেরে ভালো লাগছে।
৯| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৮
আলফা-কণা বলেছেন: karjon, last er para ta pore, monta kharap hoiya gelu bhy,,,,,,,bhy, monta kharap koira dilen,,,,,,,,,,,,,,,,,,,,,
২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:২৬
কার্জন বিডি বলেছেন: আমি বাস্তব জীবনে খুবি প্র্যাক্টিক্যাল। কিন্তু মার কথা উঠলেই আমার কি জানি হয়।
১০| ২৬ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৩৫
আলফা-কণা বলেছেন: apnake khub e emotional masnuh mone hoy, anywaay, dekha-kotha hoy na ken,,,,,pocket a taka nai, mobila kotha bolte paren na??? taka lagle kon,ami taka padaya dimu,,,,,,,ar, basay jan na ken,,,,norshingi tu onek akcher poth,,,,,amar mone hoy , apni lazy r khub e obohela koren sob kichu,,,,,,," jiboner vul guli sudraya felen,,,,,,,dekhben life is beautiful,,,be proactive man,,,,,,
"
২৯ শে নভেম্বর, ২০১১ দুপুর ১:২৮
কার্জন বিডি বলেছেন: আমি কল দিলে বলে আমি এখন ব্যস্ত পরে কথা বলি। সেই পরে আর হয় না। আর সারাদিন মা কোর্ট এ থাকে। সুতরাং দেখা করবো কি করে?
১১| ৩০ শে নভেম্বর, ২০১১ রাত ২:০৬
আলফা-কণা বলেছেন: she kiapanr sot ma naki apon ma,,,? apon ma hole tu amon korar kotha na, dont take it otherwise.....
১২ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৮
কার্জন বিডি বলেছেন: Apon ma................
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১১ বিকাল ৫:৫৬
আলফা-কণা বলেছেন: bhy, apni koy thaken