![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাচ্চার ত্বকের সুরক্ষায় ডায়াপার ছাড়া গতি নেই। শুধু বাচ্চার সুরক্ষায় নয়, বরং মায়েদের ঝামেলা কমিয়ে দিতেও এর প্রয়োজনীয়তা অপরিসীম। আর, সবকিছুর কথা চিন্তা করে চালডাল দিচ্ছে ডায়াপার ক্রয়ে বিশেষ অফার। DIAPERCUST এই কোডটি ব্যবহার করে কাস্টমাররা পাবেন এই ডিসকাউন্টটি। তবে, অনেকের মনে সংশয় থাকতে পারে যে, ৩,০০০ টাকার উপরে অর্ডার করলেই ৫০০ টাকার ডিসকাউন্ট পাবে কিনা।
না, প্রথম ৩০০০ টাকার অর্ডার-এ প্রত্যেক কাস্টমার পাবেন ১০১ টাকা। এবং প্রোডাক্ট পাওয়ার পর কাস্টমার চালডাল-এর লাইভ চ্যাট অথবা ফেইসবুক-এ নক করলে কাস্টমারের ভেরিভাইড ফোন নাম্বার অথবা মেইলে ৫টি ইউনিক স্পেশাল কোড পাঠানো হবে। যেটি, কাস্টমার পরবর্তী ডায়াপার ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই।
কবে অর্ডার করতে হবেঃ
আগামী ৩০শে অক্টোবর রাত ৭ টা থেকে ৩১শে অক্টোবর রাত ১১:৫৯টার মধ্যে ৩,০০০ টাকার প্রথম ডায়াপার অর্ডারে পাচ্ছেন ১০১ টাকার বিশাল ডিসকাউন্ট।
কত টাকার অর্ডার করতে হবেঃ
৩,০০০ টাকা বা তার বেশি। তবে শুধুমাত্র ডায়াপার প্রোডাক্ট সর্বনিম্ন ৩০০০ টাকার থাকতে হবে, এর কম থাকলে ডিসকাউন্টটি কার্যকরী হবেনা।
কতজন ৫০০ টাকার ডিসকাউন্ট পাবেনঃ
শর্ত মেনে যতজনই অর্ডার করবে, সবাই ডিসকাউন্ট কোড পাবেন।
ডেলিভারী নেওয়ার তারিখঃ
শুধু অর্ডার দিয়ে যেকোনোসময় পণ্য গ্রহণ করার জন্য বসে থাকলে চলবে না। প্রোডাক্ট অর্ডার দেওয়ার পর অবশ্যই ৮-ই নভেম্বর-এর মধ্যে পণ্য রিসিভ করতে হবে।
একই অর্ডারে কি অন্য পণ্য অর্ডার করা যাবেঃ
অবশ্যই। যদি কেউ ডায়াপার অর্ডার করে, তিনি অবশ্যই একই অর্ডারে অন্য কোন পণ্য অর্ডার করতে পারবে। তবে, সর্বনিম্ন ৩,০০০ টাকার ডায়াপার থাকতে হবে একটি অর্ডারে।
এই বিষয়ে আরও বেশি কিছু জানতে চাইলে চালডাল-এর লাইভ চ্যাট অথবা [email protected] এই মেইলে নক করতে হবে। তাহলে, ডিসকাউন্টটি গ্রহণ করতে চালডাল-এ ডায়াপার অর্ডার করুন এখনই।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪
Michael Rema বলেছেন:
২| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২০
রাজীব নুর বলেছেন: হুম।
দারাজ দিচ্ছে এক লিটার সয়াবিন তেল।
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫০
Michael Rema বলেছেন: রাজীব নুর আপনি ঠিক বলেছেন। তবে, দারাজের পণ্য আর চালডাল-এর পণ্যের মধ্যে তফাৎ আছে। গ্রোসারি পণ্যের দাম বেশি রাখা যায়না। রেট যা থাকে তাই দিতে হয়। কিন্তু, লাইফস্টাইল গুলোর কথা বলতে গেলে, একটা জিন্স প্যান্ট-এর কথাই বলা যায়। এক জায়গা থেকে একটা প্যান্ট ২৫০ টাকায় কিনে যদি ৫০০ টাকায় বিক্রি করা যায়, তাহলে মন্দ কি?
৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১১
শফিউল আলম চৌধূরী বলেছেন: দুনিয়ার কোন প্রতিষ্ঠান মনে হয়না চেষ্টা করেও চালডালের মত খারাপ সার্ভিস দিতে পারবে!
০১ লা নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৫
Michael Rema বলেছেন: শফিউল আলম চৌধূরী সাহেব, আসল কথা বলতে কি জানেন, বাংলাদেশে এখনও কোন অনলাইন গ্রোসারি শপকেই ভাল বলতে পারে কি কেউ। চালডাল-এ আপনার অভিজ্ঞতা খারাপ ছিল মনে হয়। হতেই পারে। আমি নিজেও কয়েকটি অনলাইন শপিং সাইট সম্পর্কে খারাপ মন্তব্য করতে পারি। তবে, করতে চাচ্ছিনা। কারণ, বাংলাদেশের মানুষকে এইসব অনলাইন শপিং সাইট সেবা দিতে চাচ্ছে এবং দিয়ে আসছে। একটা কোম্পানি এই সেবা দিয়ে আসছে, সেটা বাংলাদেশের মানুষদের জন্য অনেক মঙ্গলজনক।
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪
আমি ব্লগার হইছি! বলেছেন: দীর্ঘ দুই বছর চালডাল থেকে নিয়মিত কেনাকাটার পর এখন বাদ দিয়ে দিয়েছি। এলাকার গ্রোসারি শপ এখন ওদের থেকে ভালো ডিসকাউন্ট দেয় আর জিনিষপত্র বাসায় পৌছিয়ে দিয়ে যায়। গ্রোসারি ছাড়া অন্যান্য জিনিষ যেগুলো আগে চালডাল থেকে কিনতাম ঐগুলো এখন গুলশান ডিসিসি মার্কেট থেকে পাইকারি দামে কিনি। চালডাল থেকে বেশ কম দাম নেয় ওরা।
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
Michael Rema বলেছেন: আমি ব্লগার হইছি! অভিজ্ঞতার শেয়ার করার জন্যে ধন্যবাদ। আসলে দিনেরটা দিনে প্রোডাক্ট পাওয়ার থেকে বাংলাদেশে আর কি হতে পারে বলুন। আমিও কয়েকটা অনলাইন শপিং সাইট থেকে প্রোডাক্ট কিনি। একদিন কি? ৩ দিনেও পাইনি। ৬ দিনের বেলায় পেয়েছিলাম। তারপরেও, উনাদের সম্পর্কে বলার কিছু থাকেনা। কারণ, এইরকম ভাল উদ্যোগ কয়জনই বা নিয়েছে বাংলাদেশে বলুন?
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:২৮
আর্কিওপটেরিক্স বলেছেন:
